Create your SBS On Demand account to stream all 64 matches of the FIFA World Cup 2022ᵀᴹ live and free any time on your favourite device.
কাতার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে পরাস্ত করলো দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। টানা দ্বিতীয় বার ফাইনালে যেতে পারলো না গতবারের রানার্স-আপ ক্রোয়েশিয়া।
সর্বকালের অন্যতম সেরা ফুটবলারদের একজন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজের চোখ ধাঁধানো নৈপুণ্যে অনেকটা একপেশে খেলা হলো দোহার লুসেইল স্টেডিয়ামে। যদিও প্রথম আধঘণ্টা আসলে ক্রোয়েশিয়াই খেলেছে, তাদের পায়েই বল ছিল বেশি, তবুও তারা কোনো গোল পায় নি।
প্রথমার্ধ্বের শেষের দিকে মাত্র পাঁচ মিনিট সময়ের ব্যবধানে দু’টি গোল হজম করে ক্রোয়েশিয়া।
৩৪তম মিনিটে মেসি নিজে করেছেন একটি গোল, পেনাল্টি থেকে। আর, দ্বিতীয়ার্ধ্বে করিয়েছেন আরও একটি গোল। ৩৫ বছর বয়সেও যে তিনি ফুরিয়ে যান নি, যেন সেটাই প্রমাণ করলেন এই আর্জেন্টাইন তারকা।
আর, হুলিয়ান আলভারেজের কথা বলতেই হবে। প্রায় একক প্রচেষ্টায় খেলার দ্বিতীয় এবং তার প্রথম যে গোলটি তিনি করেছেন, সেটি দেখে অনেকে প্রয়াত ফুটবল জাদুকর ম্যারাডোনার কথা স্মরণ করেছেন।
খেলার ৬৯তম মিনিটে আত্মবিশ্বাসী মেসি ড্রিবলিং করে এগিয়ে যান এবং তার বাড়ানো বল থেকেই দলের পক্ষে তৃতীয় গোলটি করেন আলভারেজ।
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মেসি। এ পর্যন্ত ছয়টি ম্যাচের মধ্যে পাঁচটিতেই গোল করেছেন তিনি।
পাঁচটি বিশ্বকাপে খেলার রেকর্ড রয়েছে লিওনেল মেসি-সহ আরও পাঁচ জনের। তবে, ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনালে নেমেই আরেকটি রেকর্ড ছুঁয়েছেন মেসি। বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডে জার্মানির লোথার ম্যাথাউসের পাশে নাম লেখালেন তিনি। ১৯৮২ থেকে ১৯৯৮ পর্যন্ত পাঁচ বিশ্বকাপে ম্যাথাউস খেলেছেন মোট ২৫টি ম্যাচ। ফাইনালে মেসি মাঠে নামলেই ছাড়িয়ে যাবেন জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউসকে।
২০১৪ সালের পর, এটি হবে মেসির দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল। সেবার জার্মানির কাছে হেরেছিল আর্জেন্টিনা।
অস্ট্রেলিয়ান ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম অনুসারে, ১৯ ডিসেম্বর, সোমবার সকালে ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে যাচ্ছে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্স কিংবা মরক্কো।