বাংলাদেশ ফেরত এক যাত্রী কোভিড-১৯ এ আক্রান্ত, হোটেলের নিরাপত্তা রক্ষীর সাথে কিছু যাত্রীর শয্যাসঙ্গী হওয়ার অভিযোগ

সম্প্রতি বিদেশ ফেরত যাত্রীদের ভিক্টোরিয়া রাজ্যে হোটেল কোয়ারেন্টাইনে থাকা নিয়ে বেশ বিতর্ক চলছে। ইতিমধ্যে রাজ্য সরকার বিষয়টি তদন্তের জন্য বিচারপতি জেনিফার কোট-এর নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করেছে। ভিক্টোরিয়া সরকার তদন্তের জন্য ৩ মিলিয়ন ডলার ব্যয় করছে। ২৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। অভিযোগ রয়েছে, স্বল্প-প্রশিক্ষিত স্টাফ কর্মচারী, অপর্যাপ্ত ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম ও ঠিকাদারদের বিলিংয়ের জালিয়াতি ছাড়াও হোটেলের নিরাপত্তা রক্ষীর সাথে কিছু যাত্রীর শয্যাসঙ্গী হওয়া বিষয়টি রয়েছে। এদিকে, নিউ সাউথ ওয়েলস হেলথ গত বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশী অস্ট্রেলিয়ান এক ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। তিনিই প্রথম বাংলাদেশী অস্ট্রেলিয়ান যিনি অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এ আক্রান্ত হলেন।

All travellers returning from overseas must quarantine in a hotel for two weeks.

Mọi người từ nước ngoài trở về đều phải cách ly bắt buộc tại khách sạn trong 2 tuần. Source: AAP

এই প্রথম একজন বাংলাভাষী অস্ট্রেলিয়ান নাগরিক কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। তিনি করোনাভাইরাস মহামারি রূপ নেওয়ার আগেই ব্যক্তিগত কারণে বাংলাদেশে যান। সেখানে অবস্থানকালে অস্ট্রেলিয়ার সীমান্ত বন্ধ ও স্বাভাবিক বিমান চলাচল বন্ধ হয়ে গেলে বাংলাদেশে আটকা পড়েন। জুনের মধ্যভাগে অস্ট্রেলিয়ান হাই কমিশন, ঢাকার ব্যবস্থাপনায় একটি বিশেষ ফ্লাইটে অন্য যাত্রীদের সাথে মেলবোর্নে আসেন। সেখানে ১৪ দিন হোটেল কোয়ারেন্টিন শেষ করে সিডনি ফেরেন। ওই ব্যক্তি গত বছরের অক্টোবর মাসে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করেছিলেন।

নিউ সাউথ ওয়েলস হেলথ গত বৃহস্পতিবার (২ জুলাই) সেই ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। তিনিই প্রথম বাংলাদেশী অস্ট্রেলিয়ান যিনি অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ এ আক্রান্ত হলেন। বাংলাদেশ থেকে আসা ওই ব্যক্তি ১১ জুন থেকে ২৬ জুন পর্যন্ত ভিক্টোরিয়া রাজ্যের একটি হোটেল কোয়ারেন্টাইনে ছিলেন। কোয়ারেন্টাইনে থাকার চতুর্থ দিনে তার কোভিড-১৯ এর পজিটিভ রেজাল্ট আসে। ১৪ দিন পর হোটেলে ত্যাগের অনুমতি দেওয়া হলে তিনি সিডনি আসেন। পরবর্তীতে তার কর্মস্থল উলওয়ার্থসে যোগ দেন।

নিউ সাউথ ওয়েলস হেলথ এর চিফ হেলথ অফিসার ডাক্তার কেরি চ্যান্ট বলেন, আক্রান্ত ওই ব্যক্তি ইনার সিডনির বালমেইনের উলওয়ার্থসে একজন কর্মচারী এবং কর্মরত অবস্থায় তার কোভিড-১৯ সংক্রান্ত কিছু লক্ষণ দেখা দেয়ায় তার ম্যানেজারের নজরে পড়েন এবং তার পরীক্ষা করতে পাঠানো হয়। পরবর্তীতে তাকে মৃদুভাবে আক্রান্ত বলে শনাক্ত করে আইসোলেশনে পাঠানো হয়। সেখানে কর্মরত আরো ৫০ জনকে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং স্টোরটি নিবিড়ভাবে পরিচ্ছন্ন করা হয়েছে।

সাংবাদিকদের ডাক্তার চ্যান্ট বলেন যে, তাকে হোটেল থেকে ছাড়ার আগে সংক্রমণ এবং ভাইরাস-মুক্ত বলে বলা হয়েছিল। তবে এটি অস্পষ্ট যে, ওই সময় তার আরও একটি কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছিল কিনা। তিনি আরো বলেন, সংক্রমিত ব্যক্তি কম ঝুঁকিপূর্ণ।

সিডনির আর্নক্লিফের বাসিন্দা ওই ব্যক্তির কোভিড-১৯ পরীক্ষার ফল আবারো পজিটিভ আসায় তাঁকে মাসকটের একটি হোটেলে কোয়ারেন্টিন-এ রাখা হয়েছে।

ভিক্টোরিয়া রাজ্যের অন্যতম অভিজ্ঞ বিচার বিভাগীয় কর্মকর্তা, বিচারপতি জেনিফার কোটকে হোটেল কোয়ারেন্টাইন কর্মসূচির তদন্তের নেতৃত্বে নিয়োগ দেওয়া হয়েছে। হোটেল কোয়ারেন্টাইন নিয়ে বিতর্কে বিচারপতি কোট এ সংক্রান্ত বিষয়গুলো তদন্ত করে দেখবেন যে, হোটেলগুলিতে সংক্রমণ নিয়ন্ত্রণ প্রোটোকল লঙ্ঘিত হয়েছিল কিনা। এই তদন্তে সরকার, হোটেল অপারেটর এবং বেসরকারি ঠিকাদারদের সিদ্ধান্ত এবং পদক্ষেপের পাশাপাশি কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি তদন্ত করা হবে।

হোটেলের নিরাপত্তা রক্ষীর সাথে কিছু যাত্রীর শয্যাসঙ্গী হওয়ার অভিযোগ নিয়েও তদন্ত হচ্ছে।

Share

Published

Updated

Presented by Abu Arefin

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand