বিভিন্ন সরকারি ও বেসরকারি অনুষ্ঠানে বক্তৃতা ও সভার কার্যক্রম শুরু করার পূর্বে কিংবা সবার পরিচিতি তুলে ধরার বা সবাইকে স্বাগত জানানোর আগে সাধারণত অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রি উপস্থাপন করা হয়।
এটি একটি পন্থা যার মাধ্যমে কার্যক্রমটি যেখানে আয়োজিত হচ্ছে সেই স্থানের ট্রাডিশনাল ঔনার বা এতিহ্যবাহী রক্ষকদের স্বীকৃতি দেওয়া হয়।
এসবিএস অডিও প্রোগ্রামগুলো শুরু করা হয় সেই ভাষায় অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রি প্রচারের মাধ্যমে।
আমরা ইনডিজেনাস এবং টরে স্ট্রেইট আইল্যান্ডার জনগোষ্ঠীর লোকদের সঙ্গে এদেশের সম্পৃক্ততার বিষয়টির স্বীকৃতি দিতে এবং অতীত ও বর্তমান ইনডিজেনাস এল্ডারদের প্রতি শ্রদ্ধা জানাতে এটি করে থাকি।
সেই সাথে এর মাধ্যমে স্বীকার করে নেয়া হয় যে, অস্ট্রেলিয়া এমন একটি দেশ যার সার্বভৌমত্ব কখনও হস্তান্তর করা হয় নি।
অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রির জন্য সুনির্দিষ্ট কোনো শব্দাবলী নেই এবং যে কেউ স্বীকৃতি জানাতে পারেন।
সাধারণত ওয়েলকাম টু কান্ট্রি উপস্থাপন করেন ট্রাডিশনাল ঔনার্স কিংবা অ্যাবোরিজিনাল ও টরে স্ট্রেইট আইল্যান্ডার জনগোষ্ঠীর মানুষেরা, যাদেরকে এই কান্ট্রিতে আগমনকারীদেরকে স্বাগত জানাতে ট্রাডিশনাল ঔনারস বা ঐতিহ্যগত রক্ষকদের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে।
অ্যাকনলেজমেন্ট অব কান্ট্রির একটি উদাহরণ এখানে দেওয়া হলো:
আমরা ভূমি, আকাশ ও জলপথের ঐতিহ্যবাহী রক্ষকদের স্বীকৃতি দিতে চাই এবং অতীত ও বর্তমানের সকল এল্ডারের প্রতি আমাদের শ্রদ্ধা জানাতে চাই। বিশ্বের প্রাচীনতম এই আবহমান সংস্কৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই।
আপনি যে ভূমিতে অবস্থান করছেন সেটির ঐতিহ্যবাহী রক্ষক কারা তা খুঁজে পেতে স্থানীয় কাউন্সিল, স্টেট কিংবা টেরিটোরির ওয়েবসাইটগুলি দেখতে পারেন অথবা স্থানীয় অ্যাবোরিজিনাল ও ইনডিজেনাস সংস্থাগুলির কাছ থেকে জেনে নিতে পারেন।