আরেকটি ভাষা শিক্ষার তিনটি সুফল

ভাষা-শিক্ষা গবেষক অ্যান্টোনেলা বেকোনি বলেন, আরেকটি ভাষা শিক্ষা করা হলে অ্যালঝেইমার্স রোগ থেকে রক্ষা পাওয়া যায়, সহিষ্ণুতা অনেক বৃদ্ধি পায় এবং সিদ্ধান্ত-গ্রহণ-ক্ষমতা অনেক বেড়ে যায়।

NLC19

Source: SBS

মাতৃভাষা ছাড়াও অপর একটি ভাষা শিক্ষার অনেক সুফল রয়েছে- এ রকম কথা আমরা সবসময় শুনি। কিন্তু সে সুফলগুলো কী কী? মানসিক উন্নতি ঘটার প্রমাণই বা কীভাবে পাওয়া যাবে?

সেন্টার অফ কন্টিনিউয়িং এডুকেশন এর ইতালিয় ভাষার কনভেনর অ্যান্টোনেলা বেকোনি সিডনি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন। এসবিএস ইটালিয়ানকে তিনি বলেন, দ্বিতীয় একটি ভাষা শিক্ষা করা হলে আপনার মস্তিষ্কে ইতিবাচক প্রভাব পড়বে এবং এর প্রতিফলন দেখা যাবে আপনার ব্যক্তিত্বেও।

দ্বিতীয় ভাষা শিক্ষা করা হলে কি অ্যালঝেইমার্স থেকে রক্ষা পাওয়া যাবে?

বিভিন্ন গবেষণা-কর্মের উদ্ধৃতি দিয়ে বেকোনি বলেন,

“মস্তিষ্ক ক্ষয়কারী রোগে আক্রান্ত ব্যক্তিরা দ্বিতীয় একটি ভাষা শিখার সময়ে আরও স্বাস্থ্যবান এবং শক্তিশালী হয়ে থাকে।”

“আরেকটি ভাষা শিক্ষার ক্ষেত্রে দেখা গেছে, নতুন শব্দ-সম্ভার, ভিন্ন রকম ব্যাকরণ, নতুন বর্ণমালা, এগুলো অনেক কঠিন ও চ্যালেঞ্জিং হয়ে থাকে। এর ফলে জীবন সায়াহ্নে অ্যালঝেইমার্স এবং ডিমেনশিয়ার মতো মস্তিষ্ক ক্ষয়কারী রোগগুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।”

এসব নিয়ে বহু গবেষণা হয়েছে।

২০১০ সালে পরিচালিত একটি গবেষণায় দেখা যায়,

“কম-বয়সে দ্বি-ভাষিক ব্যক্তিদের পরিণত বয়সে অ্যালঝেইমার্স রোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ৪.১ বছর দেরিতে স্মৃতিশক্তি হারানো শুরু হয়। এটি পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ।(কম-বয়সে দ্বি-ভাষিক হওয়ার বিষয়টি) সম্ভবত তাদের কগনিটিভ রিজার্ভ বৃদ্ধি করে।”

২০১৭ সালে পরিচালিত সান রাফায়েল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাতে দেখা যায়, জীবনব্যাপী দ্বি-ভাষিতা শক্তিশালীভাবে ডিমেনশিয়ার উপর প্রভাব রাখে। এটি নিউরো-ডিজেনারেশনের ক্ষেত্রে নিউরো-প্রটেক্টিভ প্রতিক্রিয়া দেখায়।”

সহিষ্ণুতা বৃদ্ধি

বার্কোনি বলেন, নতুন একটি ভাষা শিক্ষার আরেকটি সুবিধা হলো অন্যান্য লোকের দৃষ্টিভঙ্গি সম্পর্কে জানা। তিনি বলেন,

“তথাকথিতভাবে অন্যের দৃষ্টিতে দেখতে পারার ক্ষমতা অর্জন করাটা মানুষের জন্য অনেক বিরল ঘটনা।”

“যেমন, আপনি যদি একটি শিশুর সামনে একটি কাপ রাখেন এবং এরপর যদি কাপের সামনে একটি গ্লাস রাখেন এবং আপনি নিজে যদি গ্লাসের পেছনে বসেন এবং তখন যদি শিশুটিকে জিজ্ঞাসা করেন, ‘আমি কী দেখছি?’ শিশুটি জবাব দেবে, কাপ। সে গ্লাসের কথা বলবে না।”

বেকোনি ভাষার ক্ষেত্রে শিশুটির দৃষ্টিভঙ্গির তুলনা করেন এবং বলেন, শুধুমাত্র যখন আমরা অন্যান্য দৃষ্টিভঙ্গির সঙ্গে অনেক পরিচিত হই এবং উপলব্ধি করি তখন আমরা অন্যের অনুভূতি বুঝতে পারি।

“জার্মানরা কেন এভাবে কথা বলে? তারা কেন আমাদের মতো কথা বলে না?”

আরেকটি ভাষা শিখলে আপনি তাদের সংস্কৃতি সম্পর্কেও জানতে পারবেন এবং তাদের সঙ্গে বিদ্যমান পার্থক্যগুলো সম্পর্কেও জানতে পারবেন। এভাবে আপনার সহিষ্ণুতাও বৃদ্ধি পাবে, বলেন বেকোনি।

সিদ্ধান্ত-গ্রহণের ক্ষেত্রে উন্নতি

বেকোনি বলেন, কম-বয়সীরা নতুন একটি ভাষা শিক্ষার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে পারে। এরফলে তারা আরও কার্যকরভাবে ও আত্মবিশ্বাসের সঙ্গে সিদ্ধান্ত-গ্রহণ করতে পারবে।

“বিশেষভাবে কম-বয়সীদের জন্য আরেকটি ভাষা শিক্ষার বিষয়টি তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে। পাশাপাশি তারা মন আরও প্রসারিত হয় এবং তাদের সহিষ্ণুতাও বৃদ্ধি পায়।”

আরেকটি ভাষা শিখলে সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হয়। শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যায়, অপর একটি ভাষায় চিন্তা করে সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা অধিকতর যৌক্তিক সিদ্ধান্ত হয়।

তবে, নতুন কোন ভাষা আপনি শিখবেন?

বেকোনি বলেন,

“গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে চ্যালেঞ্জ করা।” আপনি যে ভাষাই শিখুন না কেন, বেকোনি বলেন, “আসল বিষয় হলো শিক্ষার অভিজ্ঞতাটি উপভোগ করা। অন্যথায়, নতুন একটি ভাষা শিখাটা কঠিন হয়ে যাবে।”

এ সম্পর্কে ইংরেজিতে আরও পড়ুন এই লিঙ্কে

এসবিএস ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন ২০১৯-এ যোগদানের জন্য সবাইকে একটি ভাষা শেখার আহ্বান জানাচ্ছে এসবিএস রেডিও। আপনিও জিতে নিতে পারেন একটি উইকলি অ্যাপল ওয়াচ কিংবা বড় কোনো পুরস্কার। ভিজিট করুন: sbs.com.au/nlc19

এই প্রতিযোগিতা শেষ হবে ২৭ সেপ্টেম্বর। এটি স্পন্সর করেছে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি।

Follow SBS Bangla on FACEBOOK.

Share

Published

Updated

By Marco Lucchi, Chiara Pazzano
Presented by Sikder Taher Ahmad

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand