প্রতিবছর অস্ট্রেলিয়ান ভিসার জন্য প্রচুর আবেদনপত্র জমা পড়ে। যারা ভিসা পান তাদের মধ্যে কেউ কেউ এর মর্ম উদ্ধারে হোঁচট খান। ভিসা ইস্যুর তারিখ, ভিসার মেয়াদ, অস্ট্রেলিয়ায় প্রবেশের সর্বশেষ তারিখ বা সময়-সীমা ইত্যাদি তথ্য অনেক সময় মানুষ পুরোপুরি বুঝে উঠতে পারে না। এছাড়া, নানা কারণেই কেউ কেউ ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অস্ট্রেলিয়ায় থেকে যান।
বৈধ ভিসা ছাড়া অস্ট্রেলিয়ায় থাকা যায় না। আপনার ভিসার মেয়াদ কবে নাগাদ শেষ হচ্ছে তা আগেভাগেই দেখতে হবে। আর, মেয়াদ শেষ হওয়ার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Visa expired Source: Australian Visa Appea
ভিসার মেয়াদ এবং শর্ত কীভাবে দেখা যাবে?
আপনার ভিসার মেয়াদ এবং ভিসার সঙ্গে সংশ্লিষ্ট শর্তাবলী অনলাইনে দেখা যায়।
‘মাই ভেভো অ্যাপ’-টি আপনি অ্যাপল এবং গুগল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
আপনি যদি অস্ট্রেলিয়ায় ইলেক্ট্রনিক ট্রাভেল অথরিটি (ইটিএ) নিয়ে আসেন সেক্ষেত্রে এর মেয়াদ দেখুন Check an ETA সার্ভিসের মাধ্যমে।
আপনি যদি আরও বেশিদিন অস্ট্রেলিয়ায় থাকতে চান তাহলে নতুন করে ভিসার আবেদন করতে হবে। আপনার পরিপার্শ্বিক অবস্থা অনুযায়ী ঠিক করতে হবে কোন ভিসায় আপনি আবেদন করবেন। তবে, কোনো অবস্থাতেই বেআইনী কিছু করা যাবে না।
আপনার ভিসায় যদি ‘নো ফার্দার স্টে’ শর্ত থাকে তাহলে আপনি অস্ট্রেলিয়ায় থাকা অবস্থায় সাধারণত (দু’একটি ব্যতিক্রম বাদে) অন্য কোনো ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
এক্ষেত্রে আপনি রেজিস্টার্ড মাইগ্রেশন এজেন্টদের সহায়তা নিতে পারেন। আপনি মিনিস্টারিয়াল ইন্টারভেনশনের জন্যও সুপারিশ করতে পারেন। তবে আপনার অনুরোধ বিবেচনা করতে বাধ্য নন মিনিস্টার।
ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে যে-কোনো সময়ে আপনি অস্ট্রেলিয়া ছেড়ে যেতে পারবেন। আর, আপনার ভিসার মেয়াদ যদি ইতোমধ্যেই শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার জন্য যথোপযুক্ত ও সঠিক পদক্ষেপ গ্রহণ করুন। আপনি কীভাবে অস্ট্রেলিয়া ছেড়ে গেলেন তা ভবিষ্যতে ভিসা প্রদানের ক্ষেত্রে বিবেচনা করা হবে।

Source: SBS
অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার জন্য ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহ করার ক্ষেত্রে যদি আপনার আর্থিক সহায়তার প্রয়োজন হয় কিংবা অন্য কোনো ধরনের সহায়তার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার নিজ দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করুন কিংবা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের সঙ্গে যোগাযোগ করুন।
আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়া ত্যাগ করার জন্য অতিসত্ত্বর ব্রিজিং ভিসা ই-এর জন্য আবেদন করুন।