অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইন্টারন্যাশনাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ

অস্ট্রেলিয়ার মেলবোর্নের কনভেনশন এন্ড এক্সিভিশন সেন্টারে গত ১২ থেকে ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল সোর্সিং এক্সপো ২০১৯। এতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের একটি প্রতিনিধিদল। এটি মূলত বিভিন্ন দেশের এপারেল, এক্কেসরিজ, ও টেক্সটাইল সামগ্রী রপ্তানিকারকদের অস্ট্রেলিয়ার ক্রেতা আকৃষ্ট করার মেলা।

Bangladeshi Community International Sourcing Expo

মেলবোর্নে ইন্টারন্যাশনাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশের প্রতিনিধিদল Source: Supplied

অস্ট্রেলিয়ার মেলবোর্নের কনভেনশন এন্ড এক্সিভিশন সেন্টারে গত ১২ থেকে ১৪ই নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল ইন্টারন্যাশনাল সোর্সিং এক্সপো ২০১৯। এটি মূলত বিভিন্ন দেশের এপারেল, এক্কেসরিজ, ও টেক্সটাইল সামগ্রী রপ্তানিকারকদের অস্ট্রেলিয়ার ক্রেতা আকৃষ্ট করার মেলা।

এই উপলক্ষে গত ১১ই নভেম্বর (সোমবার) বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর উদ্যোগে এক প্রতিনিধিদল নিয়ে মেলবোর্নে আসেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য, বানিজ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ও প্রাইভেট মেম্বারস বিলস এন্ড রেসোল্যুশনস কমিটির সদস্য জনাব ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

মেলায় স্টল দেয়ার জন্যে বাংলাদেশ থেকে প্রায় ১৮টি কোম্পানির লোকজন ছাড়াও উনার সফর সঙ্গী হিসেবে আসেন বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডিরেক্টর জেনারেল (অতিরিক্ত সচিব) জনাব অভিজিত চৌধুরী ও এসিস্ট্যান্ট ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম।
Bangladeshi Community
মেলবোর্নে ইন্টারন্যাশনাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশের প্রতিনিধিদল Source: Supplied
মেলা ঘুরে ও বিভিন্ন প্রতিনিধিদের সাথে কথা বলে জানা যায় যে অস্ট্রেলিয়ার ক্রেতারা বাংলাদেশী সামগ্রী কিনতে খুব আগ্রহী। তারা বিভিন্ন বাংলাদেশী রপ্তানিকারক ও পরিবেশকদের কাছে অনেক সামগ্রীর অর্ডার দেন ও চুক্তিবদ্ধ হন।

সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ও বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর ডিরেক্টর জেনারেল (অতিরিক্ত সচিব) জনাব অভিজিত চৌধুরীর বরাতে জানা যায় যে বাংলাদেশ সরকার বাংলাদেশের সামগ্রীর আন্তর্জাতিক ব্রান্ডিংয়ের জন্যে সারা পৃথিবীব্যাপী এই ধরনের মেলায় অংশগ্রহন করে ও বাংলাদেশের বিভিন্ন রপ্তানিকারকদের সরকারী খরচে বিদেশে দেশের পন্য বিক্রির সুযোগ করে দেয়। বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যাতে উত্তরোত্তর সফলতা পায়, তার জন্যে বাংলাদেশ সরকার সদা তৎপর রয়েছে।

মেলায় বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর পক্ষে সার্বিক দায়িত্বে ছিলেন বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তা মিঃ পীযুষ। এছাড়া মেলবোর্ন থেকে সর্বাত্মক সহযোগিতায় ছিলেন ড. মাহবুবুল আলম, ও আলহাজ্জ মোল্লা মোঃ রাশিদুল হক। এছাড়া বাংলাদেশ সরকারের কর্মকর্তা জনাব এ কে আজাদ খান, রহিমা খাতুন ও মেলবোর্ন কনভেনশন এন্ড এক্সিভিশন সেন্টারের কর্মকর্তা জুলিয়া হল্ট অনেক সহযোগিতা করেন।



Share

Published

Updated

Presented by Shahan Alam

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইন্টারন্যাশনাল সোর্সিং এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণ | SBS Bangla