অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপাজয়ী বাংলাদেশ

বিশ্ব চ্যাম্পিয়ন! বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন! উনিশের যুবাদের হাত ধরে বিশ্বজয় করল বাংলাদেশ। পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের স্নায়ুক্ষয়ী ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা নিজেদের করে নিল আকবর আলী-পারভেজ হোসেন, শরিফুল ইসলামরা, তানজীব হাসানরা। বাংলাদেশের নতুন প্রজন্ম ক্রিকেট দুনিয়াকে বার্তা দিয়ে রাখল—আমরা উঠে আসছি।

Bangladesh is presented with the trophy

Mohammad Akbar Ali of Bangladesh is presented with the trophy from Manu Sawhney, ICC Chief Executive Officer during the ICC U19 Cricket World . Source: Matthew Lewis-ICC/ICC via Getty Images

প্রথমবারের মতো ফাইনালে উঠেই বাজিমাত করল বাংলাদেশ। হারিয়ে দিল শক্তিশালী ভারতকে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আকবর আলিরা ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জিতেছে ৩ উইকেটে। উনিশের যুবাদের হাত ধরে বিশ্বজয় করল বাংলাদেশ। বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন! ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছে বাংলাদেশ। বৈশ্বিক যে কোনো টুর্নামেন্টে এটিই বাংলাদেশের প্রথম কোনো শিরোপা। বাংলাদেশের বোলিংয়ে ছিল আগুন, ফিল্ডিংয়ে বারুদ। লক্ষ্যটা ছিল নাগালে। ব্যাটিংয়ে দারুণ শুরুর পর ছোট-খাটো এক ধসে ম্যাচ হাত থেকে ছুটতে বসেছিল। তবে ছিল খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ানোর চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা।

টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক আকবর। বোলারদের দারুণ নৈপুণ্যে ভারতকে ১৭৭ রানেই বেঁধে দেয় বাংলাদেশের যুবারা। জবাবে ব্যাটিংয়ে নেমে প্রথমে ভালো সূচনা করলেও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ডিএলএস মেথডে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দেয়া হয় ৩০ বলে ৮ রান। স্পিনার রাকিবুল হাসানকে সঙ্গে নিয়ে যা খুব সহজেই করে ফেলে টাইগার অধিনায়ক আকবর আলী।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র দলীয় ৯ রানে ভারতীয় ওপেনার দিব্বাংশ সাক্সেনাকে সাজঘরে ফেরান অভিষেক দাস। দ্বিতীয় উইকেটে ৯৪ রানের জুটির পর তিলক ভার্মাকে আউট করে সেই জুটির বিচ্ছেদ ঘটান তানজিম হাসান সাকিব। দলীয় ১০২ রানে ফেরেন তিলক ভার্মা। অভিষেক, সাকিব এবং শরিফুলের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ১৭৭ রানেই শেষ হয় ভারতের ইনিংস।

সংক্ষিপ্ত স্কোর: ভারত অনূর্ধ্ব-১৯ দল: ৪৭.২ ওভারে ১৭৭। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: (লক্ষ্য ৪৬ ওভারে ১৭০) ৪২.১ ওভারে ১৭০/৭ । ফল: ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে বাংলাদেশ ৩ উইকেটে জয়ী। ম্যান অব দা ম্যাচ: আকবর আলী

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ক্রিকেটের শিরোপাজয়ী বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দলের সব সদস্য, কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্টের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানান।রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তরুণ ক্রিকেটাররা ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সম্মান বয়ে নিয়ে আসবে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল, কোচ, ম্যানেজার এবং সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী আশা রেখে বলেছেন, “এই খেলোয়াড়ী মনোভাব ধরে রেখে এভাবেই ভবিষ্যতে আমাদের এগিয়ে যেতে হবে।”

 


Share

Published

Updated

By Abu Arefin, Ali Habib
Presented by Abu Arefin

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand