চ্যানেল ৩২-এ SBS World Movies-এর জন্য প্রস্তুত হন

১৮ জুন ২০১৯ থেকে SBS VICELAND কীভাবে দেখবেন?

SBS Viceland HD logo

SBS VICELAND is available in HD on free-to-air channel 31. Source: SBS

SBS VICELAND বর্তমানে চ্যানেল ৩২-এ দেখানো হয়। ১৮ জুন ২০১৯, মঙ্গলবার থেকে এটি চ্যানেল ৩১-এ দেখানো হবে।

চ্যানেল ৩২-এ SBS World Movies দেখানোর প্রস্তুতি হিসেবে এই পরিবর্তন আনা হচ্ছে। ১ জুলাই ২০১৯ থেকে চ্যানেল ৩২-এ SBS World Movies দেখানো হবে। এটি সকল অস্ট্রেলিয়ানের জন্য ফ্রি-টু-এয়ার এবং HD চ্যানেল।

 

SBS World Movies কী?

১ জুলাই ২০১৯ থেকে চ্যানেল ৩২-এ প্রতিদিন ২৪ ঘণ্টা SBS World Movies সম্প্রচার করা হবে। বিশ্বের চমৎকার সিনেমাগুলো এতে প্রদর্শন করা হবে। অস্ট্রেলিয়ান দর্শকদেরকে বিগত ২৫ বছর ধরে SBS বৈচিত্রময় আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শন করে আসছে। এই চ্যানেলে যেমন ইওরোপীয় শৈল্পিক চলচ্চিত্র দেখানো হবে, তেমনি দেখানো হবে বলিউডের সেরা সিনেমাগুলো। রোমান্টিক কমেডি, অ্যানাইম এবং অন্যান্য নানা ঘরানার চলচ্চিত্রও থাকবে। পুরস্কারপ্রাপ্ত দর্শক-নন্দিত সিনেমাগুলোর পাশাপাশি দেখতে পাবেন মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমাগুলোও। চ্যানেলটির প্রায় অর্ধেক সংখ্যক সিনেমাই হবে ইংরেজি ছাড়া অন্যান্য ভাষায়।

 

চ্যানেল৩২-SBS VICELAND এরকীহবে?

এর আগে SBS VICELAND দেখা যেত চ্যানেল ৩২-এ ‍Standard Definition (SD)-তে এবং চ্যানেল ৩১-এ High Definition (HD)-তে। ১৮ জুন ২০১৯, মঙ্গলবার থেকে SBS VICELAND আর চ্যানেল ৩২-এ সম্প্রচার করা হবে না। তবে, এটি চ্যানেল ৩১-এ দেখা যাবে। যে-সব দর্শক চ্যানেল ৩২-এ SBS VICELAND দেখে থাকেন, তাদেরকে এটি দেখার জন্য চ্যানেল ৩১ টিউন করতে হবে কিংবা SBS On Demand-এ এটি দেখতে হবে।

১ জুলাই ২০১৯ সোমবার থেকে চ্যানেল ৩২ (যা আগে SBS VICELAND SD ছিল) SBS World Movies-এ পরিণত হবে।

 

SBS কিকোনোচ্যানেলবাসেবাবন্ধকরছে?

SBS কোনো সেবা বা চ্যানেল বন্ধ করছে না। আমাদের বিদ্যমান বিভিন্ন সেবার পাশাপাশি চ্যানেল ৩২-এ ফ্রি-টু-এয়ার SBS World Movies চালু করে আমরা অস্ট্রেলিয়ানদের জন্য আরও সুযোগ-সুবিধা বৃদ্ধি করছি।

 

SBS VICELAND কীভাবেদেখাযাবে?

চ্যানেল ৩১-এ স্বাভাবিকভাবে SBS VICELAND সম্প্রচার করা চলতে থাকবে। এছাড়া, SBS On Demand-এও এই অনুষ্ঠান দেখা যাবে।

চ্যানেল ৩১ একটি HD চ্যানেল। কোনো কোনো দর্শককে তাই তাদের টেলিভিশন রি-টিউন করতে হতে পারে। আপনার টেলিভিশন যদি HD MPEG-4 উপযোগী না হয়, সেক্ষেত্রেও আপনি SBS On Demand-SBS VICELAND দেখতে পাবেন।

 

SBS World Movies কীভাবেরি-টিউনকরাযাবে?

রি-টিউন করার দরকার হলে নিম্ন-বর্ণিত সাধারণ নির্দেশিকাটি দেখুন। এগুলো বিশেষ কোনো সেট, মডেল বা ব্রান্ডের জন্য নয়। মেনুর বর্ণনা এবং লেবেলগুলো আপনার সেট ভেদে ভিন্ন রকম হতে পারে।

১. ডিভাইস কন্ট্রোল প্যানেল দেখার জন্য আপনার রিমোট কন্ট্রোলের “menu” কিংবা “home” বাটন চাপুন।

২. সেখান থেকে “digital auto tuning” বা “digital channel search” অপশন বের করুন।

৩. “start” কিংবা “search” সিলেক্ট করুন। এরপর কয়েক মিনিটের মধ্যেই রি-টিউনিং সম্পন্ন হবে।

কোনো বিষয়ে সংশয় হলে আপনার টেলিভিশনের ব্যবহার-নির্দেশিকায় দেখুন কীভাবে রিটিউন করতে হবে। কিংবা আপনার টেলিভিশনের উৎপাদনকারীদের সঙ্গে যোগাযোগ করুন।

আপনার যদি আরও সহায়তার প্রয়োজন হয়, তাহলে বিজনেস আওয়ারে SBS এর সঙ্গে যোগাযোগকরুন ১৮০০ ৫০০ ৭২৭ নম্বরে।


Share

Published

Updated


Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
চ্যানেল ৩২-এ SBS World Movies-এর জন্য প্রস্তুত হন | SBS Bangla