Feature

সিডনিতে বাংলাদেশের জন্য ওয়াশিংটন অ্যাকর্ড স্বাক্ষরকারী মর্যাদা উদযাপন

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) অস্ট্রেলিয়া ওভারসিজ চ্যাপ্টার গত ২৮ জুলাই ২০২৪ বাংলাদেশের জন্য ওয়াশিংটন অ্যাকর্ড স্বাক্ষরকারীর মর্যাদা উদযাপন করেছে। সিডনির হলিডেইন, ওয়ারউইক ফার্ম এ এই অনুষ্ঠানে ১৫০ জনের বেশি বাংলাদেশি প্রকৌশলী এবং পরিবার উপস্থিত ছিলেন।

4.-IEB_WA_cel_0087.jpg

ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) অস্ট্রেলিয়া ওভারসিজ চ্যাপ্টার গত ২৮ জুলাই, ২০২৪ বাংলাদেশের জন্য ওয়াশিংটন অ্যাকর্ড স্বাক্ষরকারীর মর্যাদা উদযাপন করেছে। এর থিম হিসেবে ২৫টি স্বাক্ষরকারী দেশের পতাকা ১৩ জন নারী প্রকৌশলীসহ মোট ২৫ জন প্রকৌশলী প্রদর্শন করেন। Source: Supplied / The Institution of Engineers, Bangladesh (IEB) Australia Overseas Chapter

অনুষ্ঠানটি বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় এবং তারপরে ছাত্র, শিশু এবং সাধারণ মানুষ-সহ বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার কারণে সকল মৃত্যুর সম্মানে শোক ও এক মিনিট নীরবতা পালন করা হয়। অবিলম্বে নিরপেক্ষ বিচারের দাবি করা হই এই মৃত্যুর জন্য।

এরপর মঞ্চে বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা দেন আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ আব্দুল মতিন ও সেক্রেটারি ড. প্রকৌশলী এএইচএম কামরুজ্জামান। এর পর সম্মানিত প্রধান অতিথি ইমেরিটাস অধ্যাপক ড. এলিজাবেথ টেলর এও, চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং অ্যালায়েন্স (IEA) এবং ওয়াশিংটন অ্যাকর্ডের অতীত চেয়ার; ড. হেলেন ফেয়ারওয়েদার, হেড অফ অ্যাক্রিডিটেশন, ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া (EA); জনাব সাখাওয়াত হোসেন, সিডনিতে অবস্থিত বাংলাদেশের কনস্যুলেট জেনারেল; ড. রিচার্ড কেলি, জেনারেল ম্যানেজার টেকনিক্যাল এক্সিলেন্স, SMEC এবং আরও কয়েকজন বিশিষ্ট অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রকৌশলী মোঃ শফিক শুভ অনুষ্ঠানটি পরিচালনা করেন। সাথে আরও ছিলেন প্রকৌশলী সাদিয়া আফরিন।

বিশিষ্ট অতিথিদের সাথে পরিচয়ের পর, ড. এএইচএম কামরুজ্জামান ”ওয়াশিংটন অ্যাকর্ড স্বাক্ষরকারী মর্যাদা অর্জনের জন্য ২০১৬ সাল থেকে আইইবি অস্ট্রেলিয়া অধ্যায় বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কীভাবে কাজ করেছে” সে বিষয়ের উপর একটি উপস্থাপনা প্রদান করেন।
5.-IEB_WA_cel_0102.jpg
ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) অস্ট্রেলিয়া ওভারসিজ চ্যাপ্টার গত ২৮ জুলাই ২০২৪ বাংলাদেশের জন্য ওয়াশিংটন অ্যাকর্ড স্বাক্ষরকারীর মর্যাদা উদযাপন করেছে। সিডনির হলিডেইন, ওয়ারউইক ফার্ম এ এই অনুষ্ঠানে ১৫০ জনের বেশি বাংলাদেশি প্রকৌশলী এবং পরিবার উপস্থিত ছিলেন। Source: Supplied / The Institution of Engineers, Bangladesh (IEB) Australia Overseas Chapter
তিনি বলেন, আমরা বোর্ড অব অ্যাক্রেডিটেশন ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (BAETE) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. জামিলুর রেজা চৌধুরী, অধ্যাপক এএফএম সাইফুল আমিন, BAETE চেয়ারম্যান, IEB সিনিয়র এক্সিকিউটিভস, ইঞ্জিনিয়ার্স অস্ট্রেলিয়া (EA), ভাইস চ্যান্সেলর; এবং IEB অস্ট্রেলিয়া চ্যাপটারের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সাথে কাজ করেছি। পরে, তিনি প্রকৌশলীদের কাছে ওয়াশিংটন অ্যাকর্ডের বিভিন্ন সুবিধা ব্যাখ্যা করেন। এর মধ্যে রয়েছে বাংলাদেশে আন্তর্জাতিক সহযোগিতামূলক গবেষণা, বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর অধ্যয়ন, বাংলাদেশে বিদেশী বিনিয়োগের সুযোগ এবং বাংলাদেশি প্রকৌশলীদের অংশগ্রহণ, প্রতিযোগিতামূলক বেতন সহ বৈদেশিক কর্মসংস্থান, সরকারি ও বেসরকারি খাতে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান এবং অভিবাসন।

প্রধান অতিথি অধ্যাপক এলিজাবেথ টেলর উপস্থাপনার বিষয়বস্তু এবং BAETE-এর বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে বাংলাদেশে মেগা প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা, নারী প্রকৌশল, স্থায়িত্ব এবং ফলাফল-ভিত্তিক শিক্ষা (OBE) ব্যবস্থায় বাংলাদেশী প্রকৌশলীদের অবদানের জন্য প্রশংসা করেন। এরপর তিনি IEB এবং BAETE কে বাংলাদেশের সম্পূর্ণ ওয়াশিংটন অ্যাকর্ড স্বাক্ষরকারী মর্যাদা অর্জনের জন্য অভিনন্দন জানান।

এর পর প্রফেসর এএফএম সাইফুল আমিন তার ভিডিও উপস্থাপনা তুলে ধরেন। তিনি কীভাবে IEB অস্ট্রেলিয়া চ্যাপ্টার, EA এবং IEB এক সাথে বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের বৃহত্তর লক্ষ্যে কাজ করতে পারে সে ব্যাখ্যা দেন।
প্রফেসর সাইফুল আমিন BAETE এর ইতিহাস এবং কীভাবে IEB গত ২১ বছর ধরে কাজ করার পর ওয়াশিংটন অ্যাকর্ডের স্বীকৃতি পেয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা করেন। তিনি প্রয়াত জাতীয় অধ্যাপক এবং BAETE-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. জামিলুর রেজা চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যিনি ২০১৬ সালে বাংলাদেশের ওয়াশিংটন অ্যাকর্ডের অস্থায়ী স্বীকৃতি লাভের জন্য কাজ করেছেন।

তিনি অবশেষে উল্লেখ করেন যে আমাদের সম্পূর্ণ স্বাক্ষরকারী মর্যাদার ফলে, IEB অস্ট্রেলিয়া অধ্যায় এখন বিভিন্ন পারস্পরিক সুবিধার জন্য EA এবং IEB/BAETE এর সাথে একসাথে কাজ করতে পারে।

অন্যান্য বিশিষ্ট অতিথি, যেমন, ড. হেলেন, ড. রিচার্ড কেলি এবং জনাব সাখাওয়াত হোসেন সকলেই ওয়াশিংটন অ্যাকর্ড অর্জনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানান এবং এই উদযাপনের আয়োজন করার জন্য আইইবি অস্ট্রেলিয়া অধ্যায়ের প্রশংসা করেন।
ড. হেলেন অস্ট্রেলিয়ার মেধাবী বাংলাদেশী প্রকৌশলীদেরকে বিভিন্ন অ্যাক্রিডিটেশন প্রোগ্রামের (যেমন, CPEng) জন্য EA এর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে উৎসাহিত করেন। ড. রিচার্ড কেলি পদ্মা সেতু, টানেলিং এবং ডিস্যালিনেশন প্রকল্প সহ বাংলাদেশের বিভিন্ন Mega অবকাঠামো প্রকল্পে SMEC বাংলাদেশ কীভাবে কাজ করেছে তার একটি বিস্তৃত ভিডিও উপস্থাপনা দেখান।

অবশেষে, ইঞ্জি. আবদুল মতিন আইইবির সকল বিশেষ অতিথি, সহকর্মী প্রকৌশলী, পৃষ্ঠপোষক ও পরিবারবর্গসহ সবাইকে এই কর্মসূচিতে সহযোগিতা করার জন্য প্রশংসা করেন। তিনি EA, BAETE এবং অন্যান্য প্রধান স্টেকহোল্ডারদের সাথে IEB অস্ট্রেলিয়া চ্যাপ্টারের কার্যক্রম আরও জোরদার করার জন্য তার মতামত ব্যক্ত করেন।

উপস্থাপনা ও বক্তৃতা শেষে, আইইবি নির্বাহী সদস্য এবং বিশিষ্ট প্রকৌশলী/শিক্ষাবিদগণ যথা: অধ্যাপক ড. আতাউর রহমান, ড. ইঞ্জি. মুহাম্মদ রাজ্জাক, ইঞ্জি. আবু সাঈদ আসাদ, ইঞ্জি. সোহেল করিম, ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড নেওয়াজ শেখ, ড. জাহাঙ্গীর হোসেন, ইঞ্জি. মোসারাত হোসেন খান, ইঞ্জি. রশিদ পাটোয়ারী, ইঞ্জি. সাইফুল ইসলাম, ইঞ্জি. আবু রায়হান, ইঞ্জি. আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জিনিয়ার অসীম চৌধুরী ও আতিকুর রহমান চপল বিশিষ্ট অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানের শেষের দিকে ইঞ্জি. ড. আব্দুল্লাহ আল মামুন তার সমাপনী বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানে যোগদানের জন্য সকলকে ধন্যবাদ জানান।

প্রেস বিজ্ঞপ্তি

Share

Published

By Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
সিডনিতে বাংলাদেশের জন্য ওয়াশিংটন অ্যাকর্ড স্বাক্ষরকারী মর্যাদা উদযাপন | SBS Bangla