ভ্রমণ
- নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া এবং ক্যানবেরায় বসবাসরত টিকাপ্রাপ্ত স্থায়ী বাসিন্দা এবং নাগরিকবৃন্দ আজ থেকে আন্তর্জাতিক ভ্রমণ করতে পারবেন। দেশে ফেরার পর তাদের কোয়ারেন্টিন বা আলাদা কোন ব্যবস্থার দরকার হবে না।
- অস্ট্রেলিয়ার স্থায়ী বাসিন্দা এবং নাগরিকদের বাবা মায়েরাও আজ থেকে অস্ট্রেলিয়ায় আসতে পারবেন। এজন্যে বিশেষ অব্যাহতির আবেদন করতে হবে সংশ্লিষ্ট 'ট্রাভেল একজেম্পশন পোর্টাল' থেকে।
- সব ডোজ টিকাপ্রাপ্ত এনএসডব্লিউ'র অধিবাসীরা বৃহত্তর সিডনী এবং রাজ্যের রিজিওনাল এলাকায় ছুটি কাটাতে পারবেন আর অবকাশ যাপনে যেতে পারবেন ।
- এনএসডব্লিউ'র সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের প্রবেশ ঘোষণা বা এন্ট্রি ডিক্লারেশন এর দরকার হবে না।
- ১৬ বছরোর্ধ্ব এবং সব ডোজ টিকাপ্রাপ্ত না হলে ভিক্টোরিয়ার বাসিন্দারা নিউ সাউথ ওয়েলসে ভ্রমণ করতে পারবেন না।
- পূর্ন ডোজ টিকাপ্রাপ্ত ক্যানবেরার বাসিন্দারা ভিক্টোরিয়ার এবং নিউ সাউথ ওয়েলসে ভ্রমণ করতে পারবেন।
টিকা বিতরণ
- এনএসডব্লিউর প্রাপ্তবয়স্ক বাসিন্দা যারা ছয় মাস পূর্বে কভিড-১৯ এর দ্বিতীয় ডোজ টিকা নিয়েছিলেন, তারা এখন থেকে ফার্মেসি, জিপি ক্লিনিক এবং গন টিকা কেন্দ্র থেকে তৃতীয় ডোজ টিকা নিতে পারবেন।
পরিসংখ্যানে কোভিড-১৯
- ভিক্টোরিয়া ১,৪৭১ নতুন স্থানীয় কেস এবং ৪ জনের মৃত্যু রেকর্ড করেছে।
- নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে অর্জিত ১৩৫ টি নতুন কেস এবং চারজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।
কোভিড-১৯ মিথ (অতিকথা)
স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।
কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)
বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস Travel & transport and Quarantine
- ভিক্টোরিয়া Travel permit, Overseas travellers and Quarantine
- এসিটি Transport and Quarantine
- নর্দার্ন টেরিটোরি Travel and Quarantine
- কুইন্সল্যান্ড Travel and Quarantine
- সাউথ অস্ট্রেলিয়া Travel and Quarantine
- ট্যাসমানিয়া Travel and Quarantine
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া Travel and Quarantine
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য Smart Traveller এর সর্বশেষ আপডেট দেখুন।
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন: