গুরুত্বপূর্ণ দিকগুলো:
- মেলবোর্ন কাপে পরীক্ষামূলকভাবে পূর্ণডোজ টিকাপ্রাপ্ত ১০ হাজার দর্শককে স্থান দেওয়া হতে পারে।
- ৯০ শতাংশ অধিবাসীর প্রথম ডোজ টিকা নেওয়ার লক্ষ্য অর্জন করেছে এনএসডব্লিউ। কোভিড বিধিনিষেধ তুলে নেওয়া হবে কাল।
- ভিক্টোরিয়ার জনৈক বিমান কর্মীর ভার্জিন এয়ারলাইনে উড্ডয়নের প্রেক্ষিতে তিনটি রাজ্যে সতর্কতা
ভিক্টোরিয়া
ভিক্টোরিয়া স্থানীয়ভাবে ১৮৯০ টি নতুন কোভিড -১৯ সংক্রমণ এবং পাঁচজনের মৃত্যুর রেকর্ড করেছে। হাসপাতালে অবস্থানরত ৬০২ জন রোগীর মধ্যে ৭ ভাগেরও কম ব্যক্তি সব ডোজ টিকা নিয়েছিলেন।
সংক্রমণ অনুসরণ প্রচেষ্টা পুনরায় সনাক্ত রোগী আর তাদের নিকট সাহচর্যে থাকা ব্যক্তিবর্গের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে।
রাজ্যের আশি ভাগ বাসিন্দা টিকা নেওয়ার পর কিভাবে অরথনৈতিক কর্মকান্ড পরিচালিত হবে তার রূপরেখা প্রণয়ন করা হচ্ছে।
তারপূর্বে বেশকিছু পরীক্ষামূলক উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেনপ্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ। যেমন: অক্টোবরের ৩০ তারিখ কয়েক হাজার জমায়েত নিয়ে মেলবোর্নে একটি কন্সার্ট আয়োজিত হবে।
২ নভেম্বর অনুষ্ঠিত হবে মেলবোর্ন কাপ, যা পূর্ণ ডোজ নেওয়া ১০ হাজার দর্শক সরাসরি উপভোগ করতে পারবেন।
নিউ সাউথ ওয়েলস
নিউ সাউথ ওয়েলস স্থানীয়ভাবে ৪৭৭ টি নতুন কেস এবং ৬ জনের মৃত্যু রেকর্ড করেছে। রাজ্যটির প্রায় ৯০ শতাংশ ১৬ বছরোর্ধ্ব বাসিন্দা অন্তত এক ডোজ ভ্যাকসিন নিয়েছেন। ৭২.৮৭ শতাংশ ১৬ বছরোর্ধ্ব বাসিন্দা সব ডোজ ভ্যাকসিন নিয়েছেন।
এনএসডব্লিউ হেলথ বর্জ্য পানি পরীক্ষাকালে হান্টার নিউ ইংল্যান্ড অঞ্চলের ইউরালা এলাকায় করোনাভাইরাসের অংশ খুঁজে পেয়েছে।
অস্ট্রেলিয়া জুড়ে গত ২৪ ঘণ্টা
- কুইন্সল্যান্ডে কোভিড -১৯ এর কোনো কেস নেই।
- এসিটি ৩০ টি নতুন কেস রেকর্ড করেছে, যার মধ্যে ১৬টির লিংক পাওয়া গেছে এবং বাকিগুলি তদন্তাধীন।
- ভার্জিন এয়ারলাইনে কর্মরত এক বিমান কর্মী ৪ থেকে ৬ অক্টোবর মেলবোর্ন থেকে এডিলেইড এবং সিডনী থেকে নিউ ক্যাসলে সংক্রমণশীল অবস্থায় কাজ করেছেন। এর পরিপ্রেক্ষিতে তিন রাজ্যের স্বাস্থ্যকর্মীরা উচ্চ সতর্কতায় অবস্থান করছেন।
কোভিড-১৯ মিথ (অতিকথা)
স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।
কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)
বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস Travel & transport and Quarantine
- ভিক্টোরিয়া Travel permit, Overseas travellers and Quarantine
- এসিটি Transport and Quarantine
- নর্দার্ন টেরিটোরি Travel and Quarantine
- কুইন্সল্যান্ড Travel and Quarantine
- সাউথ অস্ট্রেলিয়া Travel and Quarantine
- ট্যাসমানিয়া Travel and Quarantine
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া Travel and Quarantine
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য Smart Traveller এর সর্বশেষ আপডেট দেখুন।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন: