- আউটডোর ব্যবসাগুলোর জন্য অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করলো ভিক্টোরিয়া
- নিউ সাউথ ওয়েলসে স্কুলগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে
- পরিকল্পনা অনুসারে লকডাউন তুলে দিচ্ছে টাসম্যানিয়া
ভিক্টোরিয়া
ভিক্টোরিয়ায় গতকাল রাত আটটা পর্যন্ত স্থানীয়ভাবে সংক্রমিত ১,৯০৩টি নতুন করোনাভাইরাস কেস সনাক্ত করা হয়েছে এবং সাত জন মারা গেছে।
আউটডোরে পরিচালিত জিম, রিটেইল, বিউটি এবং পার্সনাল বিজনেসগুলোর মতো বিভিন্ন ব্যবসা ও সংগঠনগুলোর জন্য ৫৪ মিলিয়ন ডলারের একটি অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করেছেন এমপ্লয়মেন্ট মিনিস্টার জালা পালফোর্ড।
ভিক্টোরিয়ায় ১৬ বছরের বেশি বয়সী জনসংখ্যার ৮৯.২ শতাংশেরও বেশি লোক কোভিড টিকার প্রথম ডোজ নিয়েছেন। আর, উভয় ডোজ নিয়েছেন ৬৬.৫ শতাংশ।
আগামী ২১ অক্টোবর, বৃহস্পতিবার মাঝ রাতে মেলবোর্ন এবং রিজিওনাল ভিক্টোরিয়ায় লকডাউন তুলে নেওয়া হবে। সেদিন থেকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা স্কুলে ফিরে যেতে পারবে। আর, ২২ অক্টোবর, শুক্রবার থেকে বাকি শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পারবে।
নিউ সাউথ ওয়েলস
নিউ সাউথ ওয়েলসে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ২৬৫টি কেস সনাক্ত করা হয়েছে এবং পাঁচ জন মারা গেছে।
এই অঙ্গ-রাজ্যটিতে ১৬ বছর ও তদূর্ধ্ব বয়সী জনসংখ্যার ৯২ শতাংশ এক ডোজ কোভিড টিকা নিয়েছে। আর, ৮০.৩ শতাংশ দুই ডোজ নিয়েছে।
দ্বাদশ শ্রেণীর এবং প্রথম শ্রেণীর ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা আজ তাদের ক্লাসরুমে ফিরেছে। আগামী সপ্তাহে বাকি শিক্ষার্থীরা স্কুলে ফিরবে।
অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি
এসিটি-তে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ১৭টি কেস সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ১১টির সম্পর্ক রয়েছে বিদ্যমান প্রাদূর্ভাবের সঙ্গে। এরা সবাই হাসপাতালে এবং এদের মধ্যে নয় জন ইনটেনসিভ কেয়ারে রয়েছেন।
অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়
- কুইন্সল্যান্ডে কোভিড-১৯ এর নতুন কোনো সংক্রমণ রেকর্ড করা হয় নি।
- রাজধানী হোবার্ট-সহ সাউদার্ন টাসম্যানিয়া থেকে পরিকল্পনা অনুসারে আজ সন্ধ্যা ৬টা থেকে লকডাউন তুলে নেওয়া হচ্ছে।
কোভিড-১৯ মিথ (অতিকথা)
স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।
কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)
বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস Travel & transport and Quarantine
- ভিক্টোরিয়া Travel permit, Overseas travellers and Quarantine
- এসিটি Transport and Quarantine
- নর্দার্ন টেরিটোরি Travel and Quarantine
- কুইন্সল্যান্ড Travel and Quarantine
- সাউথ অস্ট্রেলিয়া Travel and Quarantine
- ট্যাসমানিয়া Travel and Quarantine
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া Travel and Quarantine
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য Smart Traveller এর সর্বশেষ আপডেট দেখুন।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন: