১০ জানুয়ারি, ২০২৪ তারিখে প্রকাশিত DFAT এর মিডিয়া রিলিজটিতে বলা হয়েছে, “এই নির্বাচনে লক্ষ লক্ষ বাংলাদেশী ভোটারের অংশগ্রহণকে স্বাগত জানায় তারা। তবে, এটি দুঃখজনক যে, নির্বাচন এমন একটি পরিবেশে হয়েছিল যেখানে সকল পক্ষ অর্থপূর্ণ এবং উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করতে পারে নি।”
এতে আরও বলা হয়েছে, “বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে অস্ট্রেলিয়া নির্বাচনের আগে ঘটে যাওয়া সহিংসতা এবং রাজনৈতিক বিরোধী সদস্যদের গ্রেপ্তারের বিষয়ে উদ্বিগ্ন। অস্ট্রেলিয়া ধারাবাহিকভাবে বাংলাদেশের কাছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেছে।”
এছাড়া, এই মিডিয়া রিলিজে, “অস্ট্রেলিয়ান সরকার বাংলাদেশ সরকারকে তার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য অগ্রাধিকার দেওয়ার জন্য অনুরোধ জানায়, যা মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন এবং উন্নয়নের প্রচারের উপর ভিত্তি করে থাকে।”
সবশেষে এতে বলা হয়, “একটি ঘনিষ্ঠ অংশীদার হিসেবে অস্ট্রেলিয়া একটি উন্মুক্ত, স্থিতিশীল, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক অঞ্চলের জন্য একসঙ্গে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রসঙ্গত, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করেছিল বাংলাদেশ জাতীয়াতাবাদী দল (বিএনপি)। তা সত্ত্বেও পঞ্চম মেয়াদের জন্য ক্ষমতায় অধিষ্ঠিত থাকা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্বাচনে তার বিজয় ‘অবশ্যম্ভাবী’ বলে বিবেচিত হলেও তা বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে। বিরোধীরা এই নির্বাচনকে ‘জাল ও প্রহসনের নির্বাচন’ বলে অভিহিত করেছেন।
রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে এসবিএস । ৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে, পরিবর্তিত সময়ে সরাসরি সম্প্রচার শোনা যাচ্ছে।
প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর ২০২৩ থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে SBS Bangla Credit: SBS