সেটেলমেন্ট গাইড: ক্যারিয়ার শুরু করতে অস্ট্রেলিয়ার এডাল্ট এডুকেশন সিস্টেমে আপনি যেভাবে যোগ দেবেন

আপনি যদি ক্যারিয়ার শুরু করতে চান, আপনার পড়াশোনাকে আরো এগিয়ে নিতে চান কিংবা ভিন্ন পেশায় যেতে চান, তাহলে অস্ট্রেলিয়ার সরকারি ভোকেশনাল এডুকেশন এবং ট্রেইনিং প্রতিষ্ঠানগুলো থেকে জব-রেডি কোর্স করে নিতে পারেন।

mother and child at laptop, adult learning, TAFE

Source: Getty Images/Momo Productions


হাইলাইটস 

  • TAFE গুলো সারা অস্ট্রেলিয়া জুড়ে ভোকেশনাল এডুকেশন, ট্রেইনিং এবং পেশা বিষয়ে পরামর্শ দিয়ে থাকে
  • সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট, আন্তর্জাতিক শিক্ষার্থী এবং কিছু টেম্পোরারি ভিসাধারীরা TAFE গুলোতে পড়তে পারবেন 
  • কিছু কিছু সেক্টরে চাকরির জন্য ফ্রি কোর্স আছে

একটি উচ্চ শিক্ষার কোর্স করে আপনি অস্ট্রেলিয়ায় আপনার প্রথম চাকরিটি পেতে পারেন, আরো ভালো কোন কাজ পেতে আপনার দক্ষতা বাড়াতে, অথবা এমনকি বর্তমান পেশা ছেড়ে অন্য পেশাতেও যেতে পারেন। 

অস্ট্রেলিয়াতে TAFE (টেকনিকাল এন্ড ফারদার এডুকেশন) হচ্ছে ভোকেশনাল এডুকেশন এবং ট্রেনিংয়ের সরকারি শিক্ষা প্রতিষ্ঠান। 

TAFE ইনস্টিটিউটগুলো প্রতিটি স্টেট এবং টেরিটোরিতে পার্ট টাইম এবং ফুল টাইম কোর্স অফার করে থাকে অনলাইন এবং অন ক্যাম্পাসে, যেখানে প্রায় সকল শিল্প এবং পেশার জন্য কোর্স রয়েছে।
kitchen staff, cooking class, TAFE
Source: Getty Images/Maskot
ভিক্টোরিয়ার TAFE এসোসিয়েশনের এক্সেকিউটিভ ডিরেক্টর অ্যান্ড্রু উইলিয়ামসন বলেন, TAFE গুলো বিভিন্ন বিষয়ে প্রায় এক হাজার কোর্স অফার করে থাকে; যেমন একাউন্টিং, অটোমোবাইল, হেয়ার এন্ড বিউটি, বিল্ডিং এন্ড কনস্ট্রাকশন, বিজনেস এন্ড মার্কেটিং, কমিউনিটি সার্ভিসেস, হেলথকেয়ার, আর্লি চাইল্ড এডুকেশনসহ আরো অনেক বিষয়।  

মিঃ উইলিয়ামসন আরো বলেন, সম্ভাব্য শিক্ষার্থীরা নানান ধরণের বিকল্প গ্রহণ করতে পারেন, ক্যারিয়ার সম্ভাবনা নিয়ে পরামর্শ এবং সহায়তাও পেতে পারেন তাদের স্থানীয় TAFE গুলোতে।
আমাদের প্রশিক্ষিত ক্যারিয়ার পরামর্শক আছেন যারা সম্ভাব্য শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের বিকল্প কি আছে বা তাদের পেশায় তারা কি অর্জন করতে চান সে বিষয়ে পরামর্শ দিতে পারবে ।
Man at a drilling machine, TAFE
Man at a drilling machine, TAFE Source: Getty Images/Peter Muller
সব কোর্সেই এন্ট্রির জন্য আলাদা শর্ত নেই, আবার যেগুলোতে শর্ত আছে সেগুলো আবার ইউনিভার্সিটিতে ভর্তির মত অতো কঠিনও না, তবে সেগুলোতে তারা শর্ত দিতে পারে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা, সে কোর্স সম্পর্কে জ্ঞান, দক্ষতা, এবং অভিজ্ঞতার বিষয়ে। কারণ তারা বুঝতে চাইবে কোর্সটি আপনি সাফল্যের সাথে করতে পারবেন কিনা।  

TAFE   নিউ সাউথ ওয়েলসে অ্যাডাল্ট মাইগ্র্যান্ট ইংলিশ প্রোগ্রামের কর্মী ম্যানডি নূর বলেন, কিছু কোর্স ভর্তির জন্য একটা লেভেলের ইংরেজি ভাষায় দক্ষতার শর্ত দিয়ে থাকে।
আপনি যদি ভর্তির শর্ত পূরণ করতে না পারেন তবে অন্য বিকল্প আছে। যেমন আপনি লোয়ার লেভেলের কোর্স দিয়ে শুরু করতে পারেন।
অনেক TAFE কর্মীরা ইংরেজি ছাড়াও অন্য ভাষায় কথা বলেন, কিন্তু আপনার লোকাল TAFE-এ যদি আপনার ভাষায় কথা বলে এমন কোন কর্মীকে না পান, তবে ডিপার্টমেন্ট অফ হোম এফেয়ার্স থেকে বিনা ব্যয়ে ফোনে অনুবাদ সেবা নিতে পারেন।  

ফোনে অনুবাদ সেবা পেতে কল করুন ট্রান্সলেটিং এন্ড ইন্টারপ্রেটিং সার্ভিসেস 131 450 নাম্বারে।  

আপনি যখন আপনার ভাষার অনুবাদকের সাথে যুক্ত হবেন আপনাকে তখন আপনার স্থানীয় TAFE -এর নাম্বারটি দেবেন ফোন কনফারেন্স শুরুর আগেই।  

যেসব চাকরির চাহিদা বেশি, বিভিন্ন স্টেটে সেগুলোর জন্য সরকারের ভর্তুকি দেয়া কোর্সের একটি তালিকা আছে। 

মিঃ উইলিয়ামসন বলেন, ভিক্টোরিয়াতে ৪০ থেকে ৫০টির মতো ফ্রি কোর্স আছে যেখানে প্রি - এপ্রেন্টিসশীপ থেকে শুরু করে সার্টিফিকেট এবং ডিপ্লোমা ডিগ্রি সম্পন্ন করা যাবে।
একজন অস্ট্রেলিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্ট শিক্ষার্থীকে টিউশন ফি দিতে হয় না, বরং সরকার TAFE গুলোকে সরাসরি অর্থ দিয়ে থাকে।
ফ্রি এবং আংশিক ভর্তুকি দেয়া কোর্সগুলো বেশিরভাগই সিটিজেন, পার্মানেন্ট রেসিডেন্ট, রেফিউজি এবং আশ্ৰয়প্রার্থীদের জন্য।  

ম্যানডি নূর বলেন, টেম্পোরারি ভিসাধারীদের অথবা যাদের আর্থিক সাহায্য প্রয়োজন তাদের জন্য আরো কিছু বিকল্প আছে।
চাইলে আপনি কিস্তিতে টিউশন ফি দিতে পারেন, এবং উচ্চ পর্যায়ের কোর্সের জন্য স্টুডেন্ট লোণ, অথবা FEE-HELP আছে, যার অর্থায়ন করে কমনওয়েলথ সরকার, এতে শিক্ষার্থীরা এখন পড়তে পারবে এবং পরে ফি শোধ করতে পারবে।
আপনার ক্যারিয়ার বিষয়ে পরবর্তী পদক্ষেপ নিতে এবং আর্থিক সাহায্য বিষয়ে জানতে আপনার স্থানীয় TAFE -এ যোগাযোগ করুন। 

সাধারণ TAFE সংক্রান্ত তথ্যের জন্য ভিজিট করুন: www.myskills.gov.au.

বিভিন্ন স্টেটের TAFE -এর ফোন নাম্বার এবং ওয়েবসাইট লিংক নিচে দেয়া হলো

ভিক্টোরিয়া -  TAFE Victoria, কল করুন  131 823.

নিউ সাউথ ওয়েলস - TAFE NSW, কল করুন 131 601.

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া - TAFE WA, কল করুন 1300 300 822 

সাউথ অস্ট্রেলিয়া -  TAFE SA, কল করুন 1800 882 661

কুইন্সল্যান্ড - TAFE Queensland, কল করুন 1300 308 233

তাসমানিয়া -  TasTAFE, কল করুন 1300 655 307

নর্দার্ন টেরিটোরি - Charles Darwin University, কল করুন 1800 061 963

অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটোরি (ACT) - Canberra Institute of Technology

কল করুন 02 6207 3188  

আরো পড়ুন: 



Share

Published

Updated

By Josipa Kosanovic
Presented by Shahan Alam

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand