āφāϰāĻ“ āĻĻ⧁āϟāĻŋ āϕ⧋āĻ­āĻŋāĻĄ-⧧⧝ āĻ­ā§āϝāĻžāĻ•āϏāĻŋāύ āϚ⧁āĻ•ā§āϤāĻŋ āĻ•āϰāϤ⧇ āϝāĻžāĻšā§āϛ⧇ āĻ…āĻ¸ā§āĻŸā§āϰ⧇āϞāĻŋ⧟āĻž

āĻ…āĻ•ā§āϏāĻĢā§‹āĻ°ā§āĻĄ-āĻ…ā§āϝāĻžāĻ¸ā§āĻŸā§āϰāĻžāĻœā§‡āύāĻ•āĻž āĻāĻŦāĻ‚ āχāωāύāĻŋāĻ­āĻžāĻ°ā§āϏāĻŋāϟāĻŋ āĻ…āĻĢ āϕ⧁āχāĻ¨ā§āϏāĻ˛ā§āϝāĻžāĻ¨ā§āĻĄ-āϏāĻŋāĻāϏāĻāϞ āĻāϰ āϏāĻ™ā§āϗ⧇ āϚ⧁āĻ•ā§āϤāĻŋ āĻ›āĻžā§œāĻžāĻ“ āϕ⧋āĻ­āĻŋāĻĄ-⧧⧝ āĻ­ā§āϝāĻžāĻ•āϏāĻŋāύ⧇āϰ āφāϰāĻ“ āĻĻā§â€™āϟāĻŋ āĻ‰ā§ŽāĻĒāĻžāĻĻāϕ⧇āϰ āϏāĻ™ā§āϗ⧇ āϚ⧁āĻ•ā§āϤāĻŋ āĻ•āϰāϤ⧇ āϝāĻžāĻšā§āϛ⧇ āĻĢ⧇āĻĄāĻžāϰāĻžāϞ āϏāϰāĻ•āĻžāϰāĨ¤

Federal Health Minister Greg Hunt said he is  'optimistic' about securing a vaccine by next year.

Federal Health Minister Greg Hunt. Source: AAP

হেলথ মিনিস্টার গ্রেইগ হান্ট বলেন, করোনাভাইরাস ভ্যাকসিন সংগ্রহ করার জন্য আরও দুটি উৎস নিশ্চিত করার দ্বারপ্রান্তে অস্ট্রেলিয়া। ২০২১ সাল নাগাদ এগুলো পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

কোভিড-১৯ ভ্যাকসিন সংগ্রহের জন্য অস্ট্রেলিয়া এ পর্যন্ত দুটি চুক্তি করেছে; অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনকার সঙ্গে ৩৩.৮ মিলিয়ন ইউনিট এবং ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ড-সিএসএল এর সঙ্গে ৫১ মিলিয়ন ইউনিটের।

মিস্টার হান্ট রবিবার রিপোর্টারদেরকে বলেন,

“এ দুটির ফলাফল আসলেই ইতিবাচক। আমরা যেমন আশা করেছিলাম তার চেয়েও বেশি ইতিবাচক।”
“আমরা এখন অতিরিক্ত চুক্তি সম্পাদনের কাছাকাছি পৌঁছেছি। মেডিকেল এক্সপার্ট প্যানেলের পরামর্শ অনুযায়ী আরও দুটি চুক্তির জন্য চেষ্টা করা হচ্ছে। আমি আত্মবিশ্বাসী যে, এগুলো আগেভাগে না হলে আগামী সপ্তাহগুলোর মাঝেই সম্পাদিত হবে।”

তিনি বলেন, আগামী কয়েক সপ্তাহের মাঝে এগুলো ন্যাশনাল কেবিনেটে তুলবেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। টিকা প্রদানের ক্ষেত্রে কাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সেটাও আনুষ্ঠানিকভাবে বলা হবে।

তিনি বলেন,

“এতে আশ্চর্যের কিছু নেই যে, মেডিকেল এক্সপার্টদের পরামর্শ হচ্ছে, স্বাস্থ্যকর্মী এবং বয়স্ক ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া।”

“তবে আমরা যা চাই তা হলো, যারা টিকা গ্রহণ করতে চান সে রকম সকল অস্ট্রেলিয়ানকে আগামী ১২ মাসে আমরা তা প্রদান করবো।”
ইতোমধ্যে ফেডারাল সরকার “How Your Head Today?” āĻ•ā§āϝāĻžāĻŽā§āĻĒ⧇āχāύ āĻļ⧁āϰ⧁ āĻ•āϰ⧇āϛ⧇। এর মাধ্যমে মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব আরোপ করা হচ্ছে। সচেতনতা সৃষ্টি এবং সহায়তা লাভে উদ্বুদ্ধ করা হচ্ছে এর দ্বারা।

এই ক্যাম্পেইন চালানো হবে টেলিভিশন, রেডিও, শপিং সেন্টার ও অন্যান্য ভেন্যুতে, অনলাইনে এবং সামাজিক-যোগাযোগ-মাধ্যমগুলোতে। আগামী বছর পর্যন্ত এ প্রচারণা চলবে।

রেডিও এবং প্রিন্ট মিডিয়ায় ১৫টি ভাষায় এ প্রচারণা চালানো হবে। এ ভাষাগুলো হলো: ভিয়েতনামী, আরবী, ম্যান্ডারিন, ক্যান্টোনিজ, গ্রিক, ইতালিয়ান, কোরিয়ান, স্প্যানিশ, পাঞ্জাবি, হিন্দি, খামের, থাই, তুর্কি, পার্সি এবং ম্যাসিডোনিয়ান।
এটি যেদিন চালু করা হয় সেদিন অস্ট্রেলিয়ায় কোভিড-১৯ সংক্রমণ-সংখ্যা অনেক কম ছিল।

রবিবার দ্বিতীয় কোভিড-মুক্ত দিন উদযাপন করেছে ভিক্টোরিয়া। সেদিন নতুন কোনো সংক্রমণ কিংবা মৃত্যু ঘটে নি।

মেলবোর্ন ক্যাফে, রেস্টুরেন্ট এবং পাবগুলো পুনরায় খুলে দেওয়ার পর প্রথম উইকএন্ড ছিল সেটি।

চিফ হেলথ অফিসার ব্রেট সাটনও ইঙ্গিত দেন যে, ভিক্টোরিয়ান কর্তৃপক্ষ কোনো কোনো শিল্পের জন্য ক্যাপ লিমিট এবং ডেনসিটি কোটা নিয়ে তারা আগে যে পরিকল্পনা করেছিল তার থেকে বাড়াতে পারে।

কুইন্সল্যান্ডে প্রিমিয়ার অ্যানেস্টেশিয়া প্যালাশে ঘোষণা করেন যে, মাত্র এক জন ফেরত আসা ভ্রমণকারীর করোনা সনাক্ত করা হয়েছে। তিনি কোয়ারেন্টিনে আছেন। নির্বাচনে বিজয়ী হওয়ার এক দিন পর তিনি তার সরকারকে কৃতিত্ব দেন এই বৈশ্বিক মহামারী মোকাবেলায় ভূমিকা রাখার জন্য।

এদিকে, সিডনিতে গত এক দিনে মাত্র এক জন ব্যক্তি স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। আর, বিদেশ ভ্রমণকারী আরও চার ব্যক্তির মাঝে সংক্রমণ সনাক্ত করা হয়েছে। তারা হোটেল কোয়ারেন্টিনে রয়েছেন।
অস্ট্রেলিয়ার জনগণকে অবশ্যই পরস্পরের মাঝে কমপক্ষে ১.৫ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। জন-সমাগমের সীমা সম্পর্কে জানতে আপনার রাজ্যের নিষেধাজ্ঞাগুলো দেখুন।

আপনার মাঝে যদি সর্দি-কাশির (কোল্ড কিংবা ফ্লু) লক্ষণ দেখা দেয়, তাহলে ঘরে অবস্থান করুন এবং আপনার ডাক্তারকে কল করে কিংবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন, 1800 020 080 নম্বরে কল করে টেস্টের ব্যবস্থা করুন।

আপনার যদি শ্বাস-কষ্ট কিংবা মেডিকেল ইমার্জেন্সি দেখা দেয়, তাহলে 000 নম্বরে কল করুন।

৬৩ টি ভাষায় এ বিষয়ক সংবাদ ও তথ্য পেতে ভিজিট করুন: sbs.com.au/coronavirus.

āĻ…āĻ¸ā§āĻŸā§āϰ⧇āϞāĻŋ⧟āĻžāϰ āĻāĻŦāĻ‚ āĻŦāĻžāĻ•āĻŋ āĻŦāĻŋāĻļā§āĻŦ⧇āϰ āĻ•āϰ⧋āύāĻžāĻ­āĻžāχāϰāĻžāϏ (āϕ⧋āĻ­āĻŋāĻĄ-⧧⧝) āĻāϰ āĻšāĻžāϞ āύāĻžāĻ—āĻžāĻĻ āĻ–āĻŦāϰ

Please check the relevant guidelines for your state or territory: NSW, VictoriaQueenslandWestern AustraliaSouth AustraliaNorthern TerritoryACTTasmania.

Follow SBS Bangla on FACEBOOK.

Share

Published

Updated

Presented by Sikder Taher Ahmad
Source: AAP, SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
āφāϰāĻ“ āĻĻ⧁āϟāĻŋ āϕ⧋āĻ­āĻŋāĻĄ-⧧⧝ āĻ­ā§āϝāĻžāĻ•āϏāĻŋāύ āϚ⧁āĻ•ā§āϤāĻŋ āĻ•āϰāϤ⧇ āϝāĻžāĻšā§āϛ⧇ āĻ…āĻ¸ā§āĻŸā§āϰ⧇āϞāĻŋ⧟āĻž | SBS Bangla