গণহত্যার দায়ে লাখ লাখ ফরাসিকে হত্যার অধিকার রয়েছে মুসলমানদের: মাহাথির মোহাম্মদ

ফ্রান্সের নিস শহরে তিন ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনার পর, মালয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেন, ফরাসিদেরকে হত্যা করার অধিকার রয়েছে মুসলমানদের। এই আক্রমণের জন্য ইসলামী সন্ত্রাসবাদীদেরকে সন্দেহ করা হচ্ছে।

Malaysian Prime Minister Mahathir Mohamad on Wednesday.

Malaysian Prime Minister Mahathir Mohamad on Wednesday. Source: AAP

ফ্রান্সের নিস শহরে ছুরিকাঘাতে তিন ব্যক্তি নিহত হওয়ার পর, মালয়শিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মন্তব্য করেন, অতীতের গণহত্যার দায়ে লাখ লাখ ফরাসিকে হত্যার অধিকার রয়েছে মুসলমানদের।

নিস সিটির নটরডেম চার্চে এই ভয়ানক হামলায় এক নারীর শিরোচ্ছেদ করা হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো এর জন্য ইসলামী সন্ত্রাসবাদীদেরকে দায়ী করেছেন।

শুক্রবার একটি ব্লগ পোস্টে ৯৫ বছর বয়সী মাহাথির মোহাম্মদ বলেন, তিনি মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করেন। তবে, এর মাধ্যমে অন্যদেরকে অপমান করা উচিত নয়।
ব্লগ পোস্টে করা মন্তব্যটি তিনি টুইটও করেন। তিনি বলেন,

“মুসলমানদের অগ্নিশর্মা হওয়ার এবং অতীতের গণহত্যার দায়ে লাখ লাখ ফরাসিকে হত্যা করার অধিকার রয়েছে। তবে, সব মিলিয়ে, মুসলমানরা ‘চোখের বদলে চোখ’ আইন প্রয়োগ করে নি। মুসলমানরা করে না। ফরাসিদের তা করা উচিত নয়।”

“একজন ক্ষুব্ধ ব্যক্তি যা করেছে তার জন্য তোমরা যখন সকল মুসলমানকে এবং মুসলমানদের ধর্মের প্রতি দোষারোপ করেছো, তখন মুসলমানদেরও অধিকার রয়েছে ফরাসিদেরকে শাস্তি দেওয়ার।”

টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, এই বার্তাটি টুইটারের নিয়মের লঙ্ঘন করেছে। তারা এই টুইটটি সরিয়ে ফেলেছে।
মাহাথির মোহাম্মদের বার্তার প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী স্কট মরিসন নিন্দা জানিয়েছেন। সিডনির রেডিও স্টেশন 2GB কে তিনি বলেন, “পুরোপুরি অযৌক্তিক”।

শুক্রবার সকালে তিনি বলেন,

“শুধুমাত্র একটি বিষয় যা আজকে বলা উচিত আর সেটি হলো, সেসব আক্রমণের প্রতি পুরোপুরি নিন্দা-জ্ঞাপন করা এবং আমরা তা করি।”

মুসলিম অধ্যুষিত কয়েকটি দেশ ফরাসি কর্তৃপক্ষের, বিশেষত, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখোর মন্তব্যের প্রতিবাদ করেছে।
Police outside the Basilica of Notre-Dame de Nice after the knife attack.
Police outside the Basilica of Notre-Dame de Nice after the knife attack. Source: AAP
অক্টোবরের শুরুর দিকে প্যারিসের একটি স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক স্যামিয়েল প্যাটি তার ক্লাসে ইসলাম ধর্মের মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র দেখান। এই ঘটনার জেরে তাকে শিরোচ্ছেদ করে হত্যা করে চেচেন বংশোদ্ভূত এক যুবক।

ফরাসি কর্তৃপক্ষ বলেছে, এই হত্যাকাণ্ড ফরাসি মূল্যবোধ মত প্রকাশের স্বাধীনতার প্রতি হামলা। তারা এ রকম ব্যঙ্গচিত্র প্রকাশের অধিকার সমর্থন করে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো আরও বলেন, ফরাসি মূল্যবোধ বিনষ্টকারী রক্ষণশীল ইসলামী বিশ্বাস প্রতিহত করতে তিনি প্রচেষ্টা বাড়িয়ে দিবেন।

Follow SBS Bangla on FACEBOOK.

Share

Published

Presented by Sikder Taher Ahmad
Source: Reuters, SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand