অস্ট্রেলিয়ায় অভিবাসীদের জন্য বিনামূল্যে ইংরেজি কোর্স

ইংরেজিতে কথা বলতে সক্ষম হলেও অস্ট্রেলিয়ায় সেটল করাটা সহজ হয় না। এটি ছাড়া দৈনন্দিন কার্যক্রমে, যেমন, বাজার, হাসপাতাল, ব্যাংক ইত্যাদি ক্ষেত্রে অনেক সমস্যায় নিপতিত হতে হয়। অভিবাসীদের জন্য অস্ট্রেলিয়া সরকার তাই বিনামূল্যে ইংরেজি শিক্ষার পাঠ দিয়ে থাকে। পাশাপাশি সেটেলমেন্ট দক্ষতাও তাদেরকে শেখানো হয়।

female student, adult learning

Source: Getty Images/Emilija Manevska

হাইলাইটস

  • অ্যাডাল্ট মাইগ্রান্ট ইংলিশ প্রোগ্রামের মাধ্যমে ৫১০ ঘণ্টা পর্যন্ত বিনামূল্যে ইংরেজি ভাষা শেখানো হয় এবং এর পাশাপাশি অভিবাসীদেরকে অস্ট্রেলিয়ান সংস্কৃতির বিভিন্ন দিক সম্পর্কেও অবহিত করা হয়।
  • বিনামূল্যে এই শিক্ষা গ্রহণ করতে হলে আগ্রহী শিক্ষার্থীকে অস্ট্রেলিয়ায় আগমনের পর ছয় মাসের মধ্যে একটি অ্যাডাল্ট লার্নিং প্রোভাইডারের সঙ্গে নিবন্ধন করতে হবে কিংবা স্কিলস ফর এডুকেশন সম্পর্কে খোঁজ করতে হবে।
  • যে-সব শিক্ষার্থীর সন্তানদের বয়স স্কুলে যাওয়ার বয়সের কম, তাদের জন্য সেখানে বিনামূল্যে চাইল্ডকেয়ার সার্ভিস রয়েছে।

ফ্যামিলি, স্কিলড এবং হিউম্যানিটেরিয়ান স্ট্রিমের অভিবাসীদের মধ্যে যাদের ইংরেজি দক্ষতা ফাংশনাল বা ব্যবহারিক পর্যায়ের নিচে, তারা দি অ্যাডাল্ট মাইগ্রান্ট ইংলিশ প্রোগ্রাম (AMEP)-তে অংশ নিতে পারবেন। এই প্রোগ্রামটির অর্থায়ন করছে অস্ট্রেলিয়া সরকার।

ভিসা শুরুর পাঁচ বছরের মধ্যে কিংবা অস্ট্রেলিয়ায় আসার পর বিনামূল্যে ইংরেজি ভাষার ভিত গড়ে দেয় AMEP.

এর পাঠক্রম সেটেলমেন্ট দক্ষতাগুলোও অন্তর্ভুক্ত। কীভাবে মেডিকেল সেবা, ইমার্জেন্সি সার্ভিস, সরকারি এবং কমিউনিটি সার্ভিসগুলো নিতে হবে, ব্যাংকিং পরিষেবা নিতে হবে ইত্যাদি শেখানো হয় এতে।
Older couple, adult learning
Source: Getty Images/FG Trade
অ্যাডাল্ট লার্নিং অস্ট্রেলিয়া-র একজন অপারেশন্স ম্যানেজার ক্যাথেরিন ডেভলিন বলেন, আগহী শিক্ষার্থীদেরকে অস্ট্রেলিয়ায় আগমনের পর ছয় মাসের মধ্যে একটি AMEP প্রোভাইডারের সঙ্গে নিবন্ধন করতে হবে। শিশু এবং ১৮ বছরের কম বয়সী টিনেজারদের জন্য নিবন্ধনের এই সময়সীমা ১২ মাস।

আপনার অস্ট্রেলিয়ায় আসার পর ছয় মাস পার হয়ে গেলে এবং আপনার যদি ইতোমধ্যে ইংরেজি ভাষায় ফাউন্ডেশন বা ভিত্তি থাকে এবং কাজ পাওয়ার জন্য আপনি যদি আপনার ভাষাগত দক্ষতার উন্নয়ন ঘটাতে চান, সেজন্য রয়েছে Skills for Education and Employment program (SEE).

কর্ম-প্রত্যাশীদের জন্য এই SEE প্রোগ্রামে ভোকেশনাল অরিয়েন্টেড পরিবেশে ৬৫০ ঘণ্টা পর্যন্ত বিনামূল্যে লিটারেসি এবং নিউমারেসি ট্রেইনিং দেওয়া হয়।

আফগানিস্তান থেকে আগত প্রাক্তন শরণার্থী মেহাকো ওবায়েদুল্লাহ বলেন, অস্ট্রেলিয়ায় আগত বেশিরভাগ অভিবাসী, শরণার্থী এবং আশ্রয়প্রার্থীদের লিটারেসি লেভেল নিম্ন এবং সেজন্য তারা শ্রম-বাজারে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে নিপতিত হয়ে থাকেন।

অস্ট্রেলিয়া জুড়ে প্রায় ৩০০ টি AMEP প্রোভাইডার রয়েছে।
adult learning, migrant education
Source: Getty Images/Peter Muller
মেলবোর্ন পলিটেকনিকের AMEP-এর প্রধান রোচেল বেটি বলেন, এসব প্রোভাইডারের মধ্যে একটি বড় অংশের প্রশাসনিক কর্মীরা দ্বিভাষিক। অভিবাসীর যখন প্রাথমিক অনুসন্ধানের জন্য আসেন তখন তাদেরকে সহায়তা করেন এই প্রশাসনিক কর্মীরা। তারা নিশ্চিত করেন যে, সম্ভাব্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট তথ্যাবলী অনুধাবন করতে পেরেছেন।

AMEP-তে ভর্তির পর শিক্ষার্থীরা দুটি প্রবাহ থেকে একটি বেছে নিতে পারেন। এগুলো হলো: প্রি-এমপ্লয়মেন্ট ইংলিশ এবং সোশাল ইংলিশ।

যারা কাজের জন্য ব্যবহারিক ইংরেজি শিখতে চান কিংবা যারা টেকসই কর্ম-সংস্থানের জন্য অধিকতর প্রশিক্ষণ নিতে চান, তাদের জন্য প্রি-এমপ্লয়মেন্ট ইংলিশ স্ট্রিম।

আর, যে-সব অভিবাসী সামাজিক মিথষ্ক্রিয়ার ক্ষেত্রে আত্ম-বিশ্বাসী নন এবং ইংরেজিতে কথাবার্তা বলার জন্য সহায়তা চান, তাদের জন্য সোশাল ইংলিশ স্ট্রিম।

শিক্ষার্থীরা তাদের জন্য নির্ধারিত ৫১০ ঘণ্টা শিক্ষালাভের সময়টুকুতে এই দুটি প্রবাহের মধ্য থেকে কোনো একটি কিংবা সমন্বিতভাবে দুটোই ব্যবহার করতে পারেন।

তারা পূর্ণকালীন কিংবা খণ্ডকালীন ভিত্তিতে শিক্ষা গ্রহণ করতে পারেন। তারা শ্রেণিকক্ষে কিংবা দূর-শিক্ষণের মাধ্যমেও পাঠ গ্রহণ করতে পারেন।
female lecturer, adult learning for migrants
Source: Getty Images/Maskot
মেলবোর্ন পলিটেকনিকের AMEP-এর প্রধান রোচেল বেটি বলেন, এসব প্রোভাইডারের মধ্যে একটি বড় অংশের প্রশাসনিক কর্মীরা দ্বিভাষিক। অভিবাসীর যখন প্রাথমিক অনুসন্ধানের জন্য আসেন তখন তাদেরকে সহায়তা করেন এই প্রশাসনিক কর্মীরা। তারা নিশ্চিত করেন যে, সম্ভাব্য শিক্ষার্থীরা সংশ্লিষ্ট তথ্যাবলী অনুধাবন করতে পেরেছেন।

AMEP-তে ভর্তির পর শিক্ষার্থীরা দুটি প্রবাহ থেকে একটি বেছে নিতে পারেন। এগুলো হলো: প্রি-এমপ্লয়মেন্ট ইংলিশ এবং সোশাল ইংলিশ।

যারা কাজের জন্য ব্যবহারিক ইংরেজি শিখতে চান কিংবা যারা টেকসই কর্ম-সংস্থানের জন্য অধিকতর প্রশিক্ষণ নিতে চান, তাদের জন্য প্রি-এমপ্লয়মেন্ট ইংলিশ স্ট্রিম।

আর, যে-সব অভিবাসী সামাজিক মিথষ্ক্রিয়ার ক্ষেত্রে আত্ম-বিশ্বাসী নন এবং ইংরেজিতে কথাবার্তা বলার জন্য সহায়তা চান, তাদের জন্য সোশাল ইংলিশ স্ট্রিম।

শিক্ষার্থীরা তাদের জন্য নির্ধারিত ৫১০ ঘণ্টা শিক্ষালাভের সময়টুকুতে এই দুটি প্রবাহের মধ্য থেকে কোনো একটি কিংবা সমন্বিতভাবে দুটোই ব্যবহার করতে পারেন।

তারা পূর্ণকালীন কিংবা খণ্ডকালীন ভিত্তিতে শিক্ষা গ্রহণ করতে পারেন। তারা শ্রেণিকক্ষে কিংবা দূর-শিক্ষণের মাধ্যমেও পাঠ গ্রহণ করতে পারেন।

যে-সব শিক্ষার্থীর সন্তানদের বয়স স্কুলে যাওয়ার বয়সের কম, তাদের জন্য AMEP সার্ভিস প্রোভাইডাররা বিনামূল্যে চাইল্ডকেয়ার সার্ভিস দেয়। এগুলো শ্রেণিকক্ষের নিকটেই অবস্থিত। আর, শিক্ষার্থীর সময়-সূচির সঙ্গে সঙ্গতি রেখেই এসব পরিষেবা প্রদান করা হয়ে থাকে।

AMEP-এর কোর্স সম্পন্ন করার পর শিক্ষার্থীরা তাদের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণের জন্য নির্দেশনা-সহায়তা চাইতে পারে। তারা অধিকতর পড়াশোনার জন্য এবং কর্ম-সংস্থানের জন্য পরিকল্পনাও করতে পারে।

অ্যাডাল্ট মাইগ্রান্ট ইংলিশ প্রোগ্রাম সম্পর্কে আরও জানতে এবং আপনি এর জন্য উপযুক্ত কিনা তা জানতে দেখুন: Australian government website.

আপনার নিকটবর্তী এলাকায় অ্যাডাল্ট লার্নিং প্রোভাইডার খুঁজে পেতে দেখুন:

Adult Learning Australia website.


Follow SBS Bangla on FACEBOOK.

Share

Published

Updated

By Josipa Kosanovic
Presented by Sikder Taher Ahmad

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
অস্ট্রেলিয়ায় অভিবাসীদের জন্য বিনামূল্যে ইংরেজি কোর্স | SBS Bangla