মেলবোর্নে আজ আরও ৬ জন করোনাভাইরাসে স্থানীয়ভাবে সংক্রমিত, আগামী ২৪ ঘণ্টা 'গুরুত্বপূর্ণ'

মেলবোর্নে আজ নতুন ৬টিসহ স্থানীয় সংক্রমণ বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। ভিক্টোরিয়া রাজ্যে আরও কঠোর ভাইরাস বিধি প্রয়োগ করতে পারে কর্তৃপক্ষ, বিশেষ করে স্পোর্টস এবং গনসমাবেশগুলোতে।

Acting Victorian Premier James Merlino with Victorian Chief Health Officer Brett Sutton during a press conference in Melbourne.

Acting Victorian Premier James Merlino with Victorian Chief Health Officer Brett Sutton during a press conference in Melbourne. Source: AAP

ভিক্টোরিয়ার ভারপ্রাপ্ত প্রিমিয়ার জেমস মারলিনো বলেছেন আগামী ২৪ ঘণ্টা ভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে বেশ গুরুত্বপূর্ণ, তিনি ভাইরাস নিয়ন্ত্রণে আরও কঠোর বিধি জারির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না।

আজ নতুন ৬ জনের করোনাভাইরাস সনাক্ত করা হয়েছে, এ নিয়ে একই উৎস থেকে মোট এযাবৎ ১৫ জনের সংক্রমণ রেকর্ড করা হল। 

মিঃ মারলিনো 'সংক্রমণের সংখ্যা এবং এক্সপোজার সাইটগুলো নিয়ে উদ্বিগ্ন'। বিশেষ করে একজন সংক্রমিত ব্যক্তি এই সপ্তাহের রোববার ২৩ মে'র এএফএল (অস্ট্রেলিয়ান ফুটবল লীগ) ম্যাচে গিয়েছিল।   
এদিকে কয়েকশত প্রাথমিকভাবে সংস্পর্শে আসা ব্যক্তিদের সনাক্ত করা হয়েছে।

আজ বুধবার এমসিজিসহ প্রায় ৫০টি এক্সপোজার সাইট সনাক্ত করা হয়েছে, যেখানে সংক্রমিত ব্যক্তিরা গিয়েছে। অথচ গতকাল মাত্র এরকম ১০টি সাইট তালিকাভুক্ত করা হয়েছিল। 

যদিও মেলবোর্নের উত্তর শহরতলি এলাকায় প্রাদুর্ভাব শুরু হয়েছিল, কিন্তু এখন সংক্রমিত ব্যক্তিরা গিয়েছে এমন জায়গার তালিকায় কান্ট্রি টাউন বেনডিগো এবং পোর্ট মেলবোর্নও রয়েছে।
মিঃ মারলিনো বলেন, যাদের টেস্ট করানো এবং বিচ্ছিন্ন থাকা প্রয়োজন তাদের সাথে দ্রুত যোগাযোগ করা সম্ভব হয়েছে। 

হেলথ মিনিস্টার মারটিন ফলি বলেন, উদ্বেগের বিষয় হচ্ছে টাইয়ার ওয়ান এক্সপোজার সাইটগুলোর মধ্যে আছে প্রাহরান এলাকার থ্রি মাঙ্কিজ এবং সামহয়ার বার এবং সাউথ ইয়ারার সার্কাস বার।
মিঃ ফলি বলেন, ৩০১ জন প্রাথমিক সংস্পর্শে আসা ব্যক্তিদের সনাক্ত করা হয়েছে মঙ্গলবার রাত পর্যন্ত, তার মধ্যে এখনো পর্যন্ত ৮০ জনের টেস্টে নেগেটিভ এসেছে। 

প্রাদুর্ভাব মোকাবেলায় গৃহে সমাবেশ দিনে ৫ জন দর্শনার্থী এবং গনসমাবেশ ৩০ জনে সীমাবদ্ধ করা হয়েছে আগামী ৪ জুন পর্যন্ত।  

১২ বছর বয়সী বা তদূর্ধ্ব সকলের জন্য ইনডোরে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে, তবে খাওয়া-দাওয়া এবং ব্যায়ামের জন্য মাস্ক খোলা যাবে।
তবে এই পরিবর্তিত নিয়মে স্কুল এবং কর্মক্ষেত্রগুলো খোলা থাকবে এবং বৃহত্তর মেলবোর্নের বাসিন্দারা রিজিওনাল এলাকায় যেতে পারবে।
এদিকে সাউথ অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলসসহ বিভিন্ন রাজ্য ও টেরিটোরিগুলো বৃহত্তর মেলবোর্ন থেকে আসা ব্যক্তিদের অবশ্যই আগামী ২৪ ঘণ্টার মধ্যে টেস্ট করাতে এবং ফলাফল না আসা পর্যন্ত বিচ্ছিন্ন থাকতে বলেছে।
এদিকে নিউ সাউথ ওয়েলস হেলথ মিনিস্টার ব্র্যাড হ্যাজারড বুধবার বলেছেন, আপাতত বৃহত্তর মেলবোর্নে ভ্রমণ বিলম্ব করা 'বুদ্ধিমানের কাজ' হবে।
এসবিএস বাংলার রেডিও অনুষ্ঠান শুনুন প্রতি সোমবার এবং শনিবার সন্ধ্যা ৬টায় এবং আরও খবরের জন্য আমাদের ফেইসবুক পেইজটি ভিজিট করুন।

Follow SBS Bangla on FACEBOOK.

আরো দেখুন:



 


Share

Published

Updated

By SBS News
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
মেলবোর্নে আজ আরও ৬ জন করোনাভাইরাসে স্থানীয়ভাবে সংক্রমিত, আগামী ২৪ ঘণ্টা 'গুরুত্বপূর্ণ' | SBS Bangla