মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদ কিরগিজস্তানে

মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদ নির্মিত হলো কিরগিজস্তানের রাজধানী বিশকেক-এ। উদ্বোধন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবে জিনবেকভ। সুরম্য এই মসজিদটিতে সবমিলিয়ে প্রায় ৩০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

Turkish President Erdogan in Bishkek

Turkish President Recep Tayyip Erdogan (L) and Kyrgyzstan's President Sooronbay Jeenbekov (R) speak during the opening of Central Imam Serahsi Mosque. Source: Photo by Murat Kula/Anadolu Agency/Getty Images

কিরগিজস্তানের রাজধানী বিশকেক-এ সম্প্রতি উদ্বোধন করা হলো মধ্য এশিয়ার সবচেয়ে বড় মসজিদ। ১১ শতকের প্রখ্যাত মুসলিম আলেম ইমাম সারাখসি-এর নাম অনুসারে মসজিদটির নাম রাখা হয়েছে ‘কেন্দ্রীয় ইমাম সারাখসি মসজিদ’।
opening ceremony for the newly built Serahsi Mosque
Turkish President Recep Tayyip Erdogan and Kyrgyzstan President Sooronbay Jeenbekov, right, speak during the opening ceremony for the newly built Serahsi Mosque Source: Presidential Press Service via AP, Pool
গত ২ সেপ্টেম্বর, রবিবার এই মসজিদটি উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যপ এরদোগান এবং কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবে জিনবেকভ। মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে এরদোগানের সফরসঙ্গী তুরস্কের কয়েকজন মন্ত্রী ছাড়াও দুই দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

মসজিদটি নির্মাণ করেছে কিরগিজস্তানের প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স এবং তুরস্কের দিয়ানেট ফাউন্ডেশন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় প্রেসিডেন্ট এরদোগান বলেন,

“আমি আশা করি এই মসজিদ ভ্রাতৃত্ব-বন্ধন ও একতার প্রতীকে পরিণত হবে।”

তিনি আরও বলেন,

“আমরা দু’টি দেশ হলেও একই জাতি। সর্বোপরি, একই উম্মত।”

তিনি তুরস্ক ও কিরগিজস্তানের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্বের প্রতি গুরুত্ব আরোপ করেন।

কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবে জিনবেকভ বলেন,

“মধ্য এশিয়ার বৃহত্তম ও সুন্দর এই মসজিদটির উদ্বোধনী অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান এবং আমি অংশ নিচ্ছি। মুসলমানরা এখানে সুখ-সমৃদ্ধির জন্য ইবাদত করতে পারবেন। এটি আধ্যাত্মিকতা অর্জনের ক্ষেত্র হবে। আমাদের মসজিদ শুধু ধর্মীয় স্থানই হবে না, এটি সুন্দর স্হাপত্যের নিদর্শন হবে, যা আমাদের রাজধানীকে আরও সৌন্দর্যময় করে তুলবে।”
Turkish President Erdogan in Bishkek
President Recep Tayyip Erdogan and President Sooronbay Jeenbekov attend the opening of 'Central Imam Serahsi Mosque' in Bishkek on September 02, 2018. Source: Photo by Cem Oksuz/Anadolu Agency/Getty Images
সম্মুখ থেকে দৃষ্টিনন্দন মসজিদটিতে ৩৭ মিটার লম্বা গম্বুজ এবং ৪টি সুরম্য মিনার রয়েছে। মিনারগুলোর উচ্চতা ৬৮ মিটার করে। মসজিদটির আয়তন ৭ হাজার স্কয়ার মিটার। এর অভ্যন্তরে এবং সন্নিহিত খোলা জায়গায় সব মিলিয়ে ৩০ হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারবেন। পার্কিং লট, ক্লাসরুম ইত্যাদি ছাড়াও মসজিদ কমপ্লেক্সে রয়েছে ইসলামিক স্টাডিজের জন্য কনফারেন্স হল এবং ডাইনিং হল।

৩৫ একর জমির উপর মসজিদটির নির্মাণ কাজ শুরু করা হয় ২০১২ সালে। অটোম্যান নকশা ও কারুকার্যে এটি তৈরিতে প্রায় ৬ বছর সময় লেগেছে।

 

Follow SBS Bangla on FACEBOOK.


Share

Published

Updated

By Sikder Taher Ahmad

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
মধ্য এশিয়ার বৃহত্তম মসজিদ কিরগিজস্তানে | SBS Bangla