Latest

ক্যানবেরা ও সিডনিতে বাংলাদেশের জাতীয় শোক দিবস পালিত

১৫ আগস্ট, ২০২২, সোমবার ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশন এবং সিডনিতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের উদ্যোগে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বাংলাদেশের জাতীয় শোক দিবস এবং দেশটির স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।

15 August 3.jpeg

বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর দর্শন ও চিন্তা-চেতনা অস্ট্রেলিয়া-সহ সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে বৈশ্বিক অস্থিরতা দূর করার পাশাপাশি, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সমস্যার সমাধান করা সম্ভব। Source: Supplied / Bangladesh High Commission, Canberra

ক্যানবেরা

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় গত ১৫ আগস্ট, সোমবার বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। এই উপলক্ষে আয়োজিত একটি আলোচনা-সভায় অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান বলেন, বঙ্গবন্ধুর দর্শন ও চিন্তা-চেতনা অস্ট্রেলিয়া-সহ সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে বৈশ্বিক অস্থিরতা দূর করার পাশাপাশি, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের সমস্যার সমাধান করা সম্ভব।
15 August 5.jpeg
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় গত ১৫ আগস্ট, সোমবার বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়। Source: Supplied / Bangladesh High Commission, Canberra
এ বিষয়ে গবেষণা ও ভূমিকা রাখার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান তিনি।
এই অনুষ্ঠানে আলোচকগণ বলেন, ঘাতক চক্র বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারে নি।

অনুস্ঠানে ক্যানবেরাস্থ প্রবাসী বাংলাদেশীগণ এবং হাইকমিশনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সিডনি

IMG_8970.jpg
কনসাল জেনারেল তার বক্তৃতায় বঙ্গবন্ধু ও তার প্রিয়জনদের নৃশংস হত্যাকাণ্ডকে মানব-ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক ও কাপুরুষোচিত কাজ হিসেবে বর্ণনা করেন।তিনি বলেন, হত্যাকাণ্ড-পরবর্তী সময়ে হত্যাকারীদের বিচার থেকে দায়মুক্তি দেওয়াটা ছিল আরও বেশি দুঃখজনক। Source: Supplied / Consulate General of the People's Republic of Bangladesh Sydney
সিডনিতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বাংলাদেশের জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে গত ১৫ আগস্ট, ২০২২ সোমবার।

দিনব্যাপী পালিত এই দিবসটিতে ছিল নানা কর্মসূচি। ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির সাউথ প্যারামাটা ক্যাম্পাসে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন কনসাল জেনারেল এবং কনস্যুলেটের কর্মকর্তাগণ। তখন ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীরাও সেখানে সমবেত হন ও বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
PHOTO-2022-08-15-19-49-14.jpg
সিডনিতে বাংলাদেশের কনস্যুলেট জেনারেলের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বাংলাদেশের জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে গত ১৫ আগস্ট, ২০২২ সোমবার। Source: Supplied / Consulate General of the People's Republic of Bangladesh Sydney
সন্ধ্যায় শোক দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে কনস্যুলেট প্রাঙ্গনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কনসাল জেনারেল তার বক্তৃতায় বঙ্গবন্ধু ও তার প্রিয়জনদের নৃশংস হত্যাকাণ্ডকে মানব-ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক ও কাপুরুষোচিত কাজ হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, হত্যাকাণ্ড-পরবর্তী সময়ে হত্যাকারীদের বিচার থেকে দায়মুক্তি দেওয়াটা ছিল আরও বেশি দুঃখজনক।

অনুষ্ঠানে সিডনিতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু পরিষদ, বঙ্গবন্ধু সোসাইটি, সিডনি আওয়ামী লীগ-এর নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তি

Share

Published

Updated

By Sikder Taher Ahmad
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand