সাউথ অস্ট্রেলিয়ার এডেলেইডে বৈশাখী উৎসব ১৪২৬ উদযাপন

গত রোববার ২৮শে এপ্রিল সাউথ অস্ট্রেলিয়ার এডেলেইডের ডোম পলস্কি সেন্টারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বৈশাখী উৎসব ১৪২৬ অনুষ্ঠিত হল। সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশানের (SABCA) উদ্যোগে এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন।

বাংলাদেশী কমিউনিটি

Source: SABCA

গত রোববার ২৮শে এপ্রিল সাউথ অস্ট্রেলিয়ার এডেলেইডে ডোম পলস্কি সেন্টারে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বৈশাখী উৎসব ১৪২৬ অনুষ্ঠিত হল। সাউথ অস্ট্রেলিয়ান বাংলাদেশী কমিউনিটি অ্যাসোসিয়েশানের (SABCA) উদ্যোগে এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশগ্রহণ করেন। একই সাথে আয়োজক সংগঠন SABCA এদিন তাদের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীও উদযাপন করে।
বাংলাদেশি কমিউনিটি
মেলায় শিশুদের অংশগ্রহণ Source: Taz Hossain (SABCA)
মেলায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ-গান, ফ্যাশান শোসহ নানা বিনোদনমূলক অনুষ্ঠান পরিবেশিত হয়। মেলার অন্যতম আকর্ষণ ছিল ভারত ও বাংলাদেশদের শিল্পীদের নিয়ে গড়া ব্যান্ডদল মেটাফোরের পরিবেশিত সঙ্গীত। মেলায় খাবার-দাবার, পোশাকসহ নানাবিধ পণ্যের স্টল নিয়ে উপস্থিত ছিলেন প্রবাসীরা।
বাংলাদেশ কমিউনিটি
মেলার অন্যতম আকর্ষণ ফ্যাশান শো Source: Taz Hossain (SABCA)
এডেলেইডের বাসিন্দা এবং SABCA সভাপতি মাহবুব সিরাজ তুহিন এসবিএসকে  জানান, সংগঠনের ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বৈশাখী মেলা উপলক্ষে অস্ট্রেলিয়ার মাননীয় প্রধানমন্ত্রী স্কট মরিসন বাণী দিয়েছেন। বাণীতে তিনি অস্ট্রেলিয়াকে বহু ভাষা-সংস্কৃতি এবং ধর্ম বিশ্বাসের দেশ উল্লেখ করে বলেন যে, বাংলাদেশী কমিউনিটি স্পষ্টতই অস্ট্রেলিয়ার এই মূল্যবোধকে ধারণ করে এগিয়ে চলেছে এবং বিশ্বের কাছে অস্ট্রেলিয়াকে সুখী ও সৌহার্দ্যের দেশ হিসেবে পরিচিতি দিতে সহযোগিতা করছে।

এছাড়াও অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের মাননীয় হাই কমিশনার জনাব সুফিউর রহমান, সাউথ অস্ট্রেলিয়ার গভর্নর হিউ ভ্যান লি, সাউথ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার ইষ্টিভেন মার্শাল এমপি, সহকারী মন্ত্রী জিং লি এবং ওয়েস্ট টরেনস সিটির মেয়র মাইকেল কক্সন প্রবাসী বাংলাদেশীদের বৈশাখী উৎসবের সাফল্য কামনা করে বাণী দেন এবং কমিউনিটির প্রতি সহযোগিতা অব্যাহত রাখতে আশাবাদ ব্যক্ত করেন। মাহবুব সিরাজ তুহিন জানান, প্রবাসী বাংলাদেশী এবং কমিউনিটির নতুন প্রজন্মকে নিজ ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতেই প্রতিবার এ মেলার আয়োজন করা হয়। মেলাকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে যে দারুণ উৎসাহ এবং সৌহার্দ্য দেখা যায় তা আয়োজকদের ভীষণ অনুপ্রেরণা দেয়। তিনি আরও জানান, কমিউনিটির নানা প্রয়োজনে তারা সবসময় পাশে থাকেন। এমনকি কেউ কোন আর্থিক সমস্যার সম্মুখীন হলে সংগঠন থেকে তারা যথাসম্ভব সাহায্যের চেষ্টা করেন।
বাংলাদেশী কমিউনিটি
Source: Taz Hossain (SABCA)
বাংলাদেশী  কমিউনিটি
Source: Taz Hossain (SABCA)
বাংলা ফেস্টিভাল
মেলায় উচ্ছ্বসিত কয়েকজন অংশগ্রহণকারী Source: SABCA
বাংলাদেশী উৎসব
Source: SABCA
বাংলাদেশ উৎসব
সমবেত সঙ্গীত গাইছেন স্থানীয় শিল্পীরা Source: SABCA
বাংলাদেশ উৎসব
ব্যান্ড সঙ্গীতের তালে তালে নাচছেন দর্শকরা Source: SABCA
বাংলাদেশ ফেস্টিভ্যাল
মেলায় ফ্যাশান শোতে অংশগ্রহণকারীরা Source: SABCA

Share

Published

Updated

By Shahan Alam
Presented by Shahan Alam
Source: South Australian Bangladeshi Community Association

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
সাউথ অস্ট্রেলিয়ার এডেলেইডে বৈশাখী উৎসব ১৪২৬ উদযাপন | SBS Bangla