এসবিএস চার্টারের সঙ্গে সঙ্গতিপূর্ণ, আকর্ষণীয় ও ভিন্নধর্মী নানা রকম পডকাস্টের আইডিয়া পাঠানোর আহ্বান করছে এসবিএস।
২০০৮ সালে প্রথম পডকাস্ট শুরু করে এসবিএস। তখন থেকে এর পডকাস্টের সংগ্রহ ক্রমাগতভাবে বেড়েই চলেছে। বর্তমানে ৬০টিরও বেশি ভাষায় পডকাস্ট তৈরি করে এসবিএস। এসবিএস জনপ্রিয় ও পুরস্কার-বিজয়ী পডকাস্ট সিরিজ তৈরি করে এবং প্রতিবছর লক্ষ লক্ষ অস্ট্রেলিয়ান সেগুলো ডাউনলোড করে থাকে। যেমন, SEEN, Bad Taste, Great Minds, Eyes on Gilead, SBS News in Depth, SBS Easy French, The Uluru Statement from the Heart in your language, এবং অন্যান্য আরও পডকাস্ট।
এসবিএস-এর বিদ্যমান পডকাস্টগুলোর জন্য এখানে দেখুন, কিংবা অ্যাপল অ্যাপ থেকে কিংবা গুগল প্লে থেকে ডাউনলোড করুন এসবিএস অডিও অ্যাপ।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
যে-কোনো ধারার, ভাষার এবং বিন্যাসের অরিজিনাল পডকাস্ট সিরিজের জন্য জনসাধারণের পডকাস্ট পিচকে স্বাগত জানায় এসবিএস অডিও।
আপনার পডকাস্ট আইডিয়াটি মৌলিক, স্বতন্ত্র ও আকর্ষণীয় হতে হবে এবং এসবিএস চার্টারের সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে: অবহিত করা, শিক্ষিত করা এবং বিনোদিত করা ও এগুলোর মাধ্যমে অস্ট্রেলিয়ার বহু-সাংস্কৃতিক সংস্কৃতিকে তুলে ধরা।
অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক এবং ইনডিজেনাস ব্রডকাস্টার হিসেবে আমরা এটি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে, সকল অস্ট্রেলিয়ান তাদের নিজেদের কথা শুনতে পাবে এবং তাদের গল্প প্রতিফলিত হবে।
আমাদের সেক্টরে কম-প্রতিনিধিত্ব করা সৃজনশীলদের জন্য আরও সমান সুযোগের ক্ষেত্র তৈরি করা আমাদের লক্ষ্য। গণমাধ্যমের জগতে আমাদের অনন্য ভূমিকার বিষয়টি প্রতিফলিত হয় এসবিএস কমিশনিং ইকুইটি অ্যান্ড গাইডলাইনস এর মাধ্যমে।
২০২১ এবং ২০২২ সালে আমাদের আহ্বানে সাড়া দিয়ে যারা সফল হয়েছিলেন তাদের পডকাস্ট পিচগুলোর মধ্যে রয়েছে: SEEN, The Idiom, Bad Taste, BLA.C.K. Medicine, My Bilingual Family, Like Us, New Home, My First Year on Aussie Soil, Our Deaf Ways (Auslan), Noongar Wellbeing, Conversations on Country, Chinese-ish, Transitioning in Translation
২০২৩ পডকাস্ট পিচ কল আউট-এ সাড়া দেওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। ৩০ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত সময়ের মাঝে, নিচের লিঙ্ক ব্যবহার করে আপনার পডকাস্ট আইডিয়া জমা দিন।
শর্তাবলী
জমা দেওয়ার সময়কাল শেষ হওয়ার পর, একটি রিভিউ প্যানেল দ্বারা পডকাস্ট পিচগুলো মূল্যায়ন করা হবে। আমরা যদি আপনার আইডিয়া নিয়ে আরও আলোচনা করতে আগ্রহী হই কিংবা আপনার পডকাস্ট পিচ যদি বাছাই করা হয়, তাহরে এসবিএস অডিও পডকাস্ট টিম থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে।
পডকাস্ট আইডিয়ার জন্য কিছু টিপস
- আইডিয়া পাঠানোর আগে এসবিএস চার্টার পড়ে নিন। আপনার আইডিয়া কীভাবে এর সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় সেটা দেখুন।
- আপনার ‘এলিভেটর পিচ (সার-সংক্ষেপ)’ হলো প্রথম বিষয় যা রিভিউ প্যানেল দেখবে।
- ইংরেজিতে, ইংরেজি ছাড়া অন্য ভাষায় এবং বহু-ভাষিক পডকাস্ট সম্প্রচার করে এসবিএস।
- আপনি যদি আপনার সাবমিশনের সঙ্গে একটি অডিও ফাইল, যেমন, ছোট একটি ট্রেলার, পাইলট, কিংবা আপনার পূর্ববর্তী কাজের কোনো নমুনা পাঠাতে চান তাহলে একটি ডাউনলোড লিঙ্ক (যেমন, ড্রপবক্স) ইমেইল করুন audio@sbs.com ঠিকানায়। ইমেইলের সাবজেক্ট হিসেবে লিখুন আপনার পডকাস্ট টাইটেল এবং 'Audio example' কথাটি।
- আমরা আমাদের শিল্পে ঐতিহ্যগতভাবে কম প্রতিনিধিত্ব করা সম্প্রদায়গুলো থেকে সৃজনশীল প্রতিভার বিকাশকে সমর্থন করি; যাদের মধ্যে রয়েছেন ভাষা ও সংস্কৃতির দিক দিয়ে বৈচিত্রপূর্ণ সম্প্রদায়গুলো, ফার্স্ট নেশনস, প্রতিবন্ধী ব্যক্তিগণ, এল-জি-বি-টি-আই-কিউ-প্লাস ব্যক্তিগণ এবং নারীরা। এ সম্পর্কে আরও জানা যাবে The SBS Commissioning Equity & Inclusion Guidelines এ।
- নিম্ন-প্রতিনিধিত্বশীল সম্প্রদায়ের বিষয়ে কন্টেন্ট বা আধেয় তৈরি করার সময়ে নিজেকে জিজ্ঞাসা করুন যে, এই গল্পটি কাকে বলা উচিত? এটি গুরুত্বপূর্ণ যে, এই প্রকল্পটির সঙ্গে জড়িত মূল সৃজনশীল ব্যক্তিদের যথোপযুক্ত প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে।
- নিচের সাবমিশন ফর্মটি যদি সঠিকভাবে কাজ না করে, সেক্ষেত্রে ফর্মটির জন্য দেখুন এখানে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত।