Feature

কাতারের মানবাধিকার রেকর্ড নিয়ে কথা বললো অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দল

অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দলকে সংক্ষেপে সকারু বলা হয়। তারা আগামী মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ টুর্নামেন্টের আগে কাতারের মানবাধিকার রেকর্ডের সমালোচনা করেছে। এক সম্মিলিত বিবৃতিতে জাতীয় ফুটবল দল দেশটির প্রতি সমকামীদের নিরপরাধী মনে করা এবং অভিবাসী কর্মীদের অধিকার রক্ষা করার আহ্বান জানিয়েছে। কাতারে এই বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে নভেম্বর ২০ তারিখ থেকে ডিসেম্বরের ১৮ তারিখ পর্যন্ত।

The Socceroos ahead of a friendly international against New Zealand in Brisbane

The Socceroos ahead of a friendly international against New Zealand in Brisbane. Source: AAP / Dan Peled/AP

মূল দিকগুলো
  • সকারুরা ফিফা বিশ্বকাপের আয়োজক কাতারকে অভিবাসী শ্রমিকদের অধিকারের রক্ষা ও কাজের পরিবেশ উন্নত করার আহ্বান জানিয়েছে
  • ফুটবল অস্ট্রেলিয়াও বিবৃতিটি সমর্থন করেছে
  • কাতারের আমির বিশ্বকাপ আয়োজনের বিষয়ে তার দেশের সমালোচনার তীব্র নিন্দা করেছেন
তিন মিনিটের একটি ভিডিও বার্তায়, অস্ট্রেলিয়ান পুরুষ ফুটবল দলের সদস্যরা বলছেন সর্বজনীন মূল্যবোধের বিষয় হিসেবে ফুটবলকে সংজ্ঞায়িত করা উচিত। এই মূল্যবোধ হচ্ছে মানুষের প্রতি সম্মান, মর্যাদা, বিশ্বাস এবং সাহস।

সকারুরা ফিফা বিশ্বকাপের আয়োজক কাতারকে অভিবাসী শ্রমিকদের অধিকারের রক্ষা ও কাজের পরিবেশ উন্নত করার আহ্বান জানিয়েছে।

একজন ফুটবলার বলছেন, আমরা জেনেছি কাতারে বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে অনেক শ্রমিক সীমাহীন কষ্ট করেছে এবং ক্ষতির সম্মুখীন হয়েছে, তারা আমাদেরই সহকর্মী।

আরেকজন খেলোয়াড় বলছেন: "এই অভিবাসী শ্রমিকরা যারা ভোগান্তি সহ্য করেছে, তারা শুধুই সংখ্যা নয়। অভিবাসীদের মতো যারা আমাদের দেশ গড়ে তুলতে সাহায্য করেছে এবং আমাদের ফুটবলকে সম্মানজনক রূপ দিয়েছে, তাদের মতো একই ভাবে এই শ্রমিকরা একটি উন্নত জীবন গড়ার জন্য সাহস এবং দৃঢ়তা নিয়ে কাজ করেছে।"
এদিকে অধিকার গোষ্ঠীগুলি কাতারকে তাদের শ্রম আইনের উন্নতির জন্য কৃতিত্ব দিয়েছে, যেমন "কাফালা" সিস্টেমকে আলাদা করা। এই সিস্টেমে শ্রমিকরা চাকরি পরিবর্তন করতে পারে না বা তাদের নিয়োগকর্তার সম্মতি ছাড়াই দেশ ছেড়ে যেতে পারে না।

খেলোয়াড়রা তাদের বিবৃতিতে উল্লেখ করেছেন যে কাতারি সরকার সংস্কার বাস্তবায়ন করেছে।

তবে একজন ফুটবলার বলছেন: "আমরা জেনেছি যে পেপারে এবং বাস্তবে উভয় ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে। 'কাফালা' ব্যবস্থা অনেকাংশে পরিবর্তন করা হয়েছে; কাজের পরিবেশের উন্নতি হয়েছে; এবং একটি ন্যূনতম মজুরির বিধান রাখা হয়েছে।"

আরেকজন খেলোয়াড় বলছেন: "যদিও কাতারে এই সংস্কার বাস্তবায়ন গুরুত্বপূর্ণ এবং এই পদক্ষেপকে স্বাগত জানাই, তবে তাদের বাস্তবায়নের ক্ষেত্রে অসঙ্গতি আছে এবং এক্ষেত্রে আরো উন্নতির প্রয়োজন।"

খেলোয়াড়রা কাতারে এল-জি-বি-টি-আই-কিউ-প্লাস কমিউনিটির অধিকারের জন্যও উদ্বেগ প্রকাশ করেছে।

দেশটিতে প্রাপ্তবয়স্ক সমকামীরা দোষী সাব্যস্ত হলে এক থেকে তিন বছরের জেল হতে পারে।

সকারুরা স্বীকার করেন যে তাদের এই "সমস্ত প্রশ্নের উত্তর নেই", তবে তারা যে সংস্কার চাইছেন তাতে তাদের অবস্থান দৃঢ়।

একজন খেলোয়াড় বলছেন: "এই সংস্কারের মধ্যে অবশ্যই একটি অভিবাসী রিসোর্স সেন্টার প্রতিষ্ঠা করা, তাদের অধিকার থেকে বঞ্চিতদের জন্য কার্যকর প্রতিকারের ব্যবস্থা; এবং সমস্ত সমকামী সম্পর্ককে নিরপরাধ কাজ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। এগুলো হল মৌলিক অধিকার যা সকলের থাকা উচিত এবং কাতারের অগ্রগতির জন্য সবসময় নিশ্চিত করা উচিত।"

অপর প্লেয়ার বলছেন: "এই সংস্কারের মাধ্যমেই আমরা ভবিষ্যতের জন্যও অধিকারের বিষয়টি নিশ্চিত করতে পারি যা ২০২২ ফিফা বিশ্বকাপের বাইরেও বিশেষ কিছু।"

খেলোয়াড়রা এই বিবৃতির আগে অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের ইউনিয়ন, প্রফেশনাল ফুটবলার অস্ট্রেলিয়া, বিশ্ব খেলোয়াড়দের ইউনিয়ন ফিফপ্রো, ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং আন্তর্জাতিক শ্রম সংস্থাসহ বিভিন্ন সংস্থার সাথে পরামর্শ করে।

ফুটবল অস্ট্রেলিয়াও বিবৃতিটি সমর্থন করেছে।

"ফুটবল হচ্ছে অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক, সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক খেলা, এজন্য আমরা গর্বিত। ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এ আমরা প্রতিনিধিত্ব করছি, এটি কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা বাড়াতে এবং বিশ্বব্যাপী ও ঘরোয়াভাবে এর প্রভাব পরিবর্তনে সহায়তা করার সুযোগ দেবে।"

প্রফেশনাল ফুটবলার অস্ট্রেলিয়ার চেয়ারম্যান, মি. ফ্রান্সিস আওয়ারিটিশি বলেন, মানবাধিকারের বিষয়টি খেলোয়াড়দের নেতৃত্বে নজরে আনা হয়েছে।

তিনি বলেন, "আমি মনে করি এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ কোন দায়িত্ব বা বড়ো ক্রীড়া ইভেন্ট আয়োজন করতে গেলে অবশ্যই মানবাধিকারকে সম্মান করার বিষয়টি মনে রাখতে হবে।"
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া প্রকৃত সংস্কারের আহ্বানকে স্বাগত জানিয়েছে।

সংগঠনটির একজন ক্যাম্পেইনার নিকিতা হোয়াইট বলেন, স্পটলাইটে যেহেতু কাতারের মত একটি দেশ আছে, সেখানে প্রকৃত সংস্কারের বিশাল সুযোগ রয়েছে।

তিনি বলেন, "আগামী কয়েক মাসে গুরুত্বপূর্ণ বিষয় হল যে সকারুদের মতো আরও খেলোয়াড় অভিবাসী শ্রমিকদের অধিকারের জন্য দাঁড়াবে, যা ফুটবল অ্যাসোসিয়েশনগুলিও করতে পারে। এবং যখন বিশ্বকাপ শেষ হবে আমরা কাতারের কাছে প্রত্যাশা করবো যেন তারা সংস্কার বাস্তবায়ন করে। আমরা নিশ্চিত যে তারা সংস্কার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না।"

এই সপ্তাহের শুরুতে কাতারের আমির বিশ্বকাপ আয়োজনের বিষয়ে তার দেশের সমালোচনার তীব্র নিন্দা করেন।

তিনি প্রথম আরব দেশ হিসেবে টুর্নামেন্টটি আয়োজন করার কারণে কাতারকে লক্ষ্য করে এক "নজিরবিহীন প্রচারণা" চালানো হচ্ছে বলে অভিযোগ করেন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা 
৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে

Share

Published

Updated

By Phillippa Carisbrooke
Presented by Shahan Alam
Source: SBS

Share this with family and friends


Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
কাতারের মানবাধিকার রেকর্ড নিয়ে কথা বললো অস্ট্রেলিয়ার জাতীয় ফুটবল দল | SBS Bangla