Feature
বৈশাখী অালপনায় সেজেছিল সিডনী
ভোর থেকেই সিডনীর লাকেম্বা রেলওয়ে প্যারেডে আলপনায় বাংলাকে ফুটিয়ে তুলেন চিত্রশিল্পী পার্থ প্রতিম বালা। তার সাথে তুলির আঁচর কাটেন স্থানীয়রা। ঢাকার আদলে সিডনীর বুকে সড়ক আলপনা দেখতে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশিরা। বর্ষবরণের সেলফিতে জায়গা করে নেয় আলপনা। পান্তা- ইলিশ আর হরেক রকম ভর্তায় নতুন বছর শুরু করেন সবাই। মুক্তমঞ্চে বৈশাখী গান দিয়ে শুরু হয় বর্ষবরণের অনুষ্ঠান। আগামী বছর আরো বড় পরিসরে মেলা আয়োজনের কথা জানালেন আয়োজকরা। বিস্তারিত খবর সংযুক্ত ভিডিওতে।

Street Art in Sydney (File Photo) Source: SBS Bangla
Share
Published
Updated
By Hasan Tariq
Presented by Hasan Tariq
Source: SBS Bangla
Share this with family and friends