সিডনিতে সম্প্রতি অনুষ্ঠিত হলো বাংলাদেশের ঐতিহ্যবাহী ও অন্যতম শীর্ষস্থানীয় নারী শিক্ষার বিদ্যাপীঠ ঢাকার ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ভিকারুননিসা অ্যালামনাই অস্ট্রেলিয়া (ভিএঅস) তৃতীয় বার্ষিক সাধারণ সভা (এজিএম)।
শনিবার, ১৪ই নভেম্বর সিডনির ক্যাসুলার একটি রেস্টুরেন্টে উৎসব-মুখর পরিবেশে কার্যকরী পরিষদের সদস্যরা ছাড়াও সাধারণ সদস্যারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট ড. মাহবুবা খানম মুক্তা, বার্ষিক কার্যবিবরণী তুলে ধরেন জেনারাল সেক্রেটারি, ড. সুরঞ্জনা জেনিফার রহমান। আর, অ্যাসোসিয়েশনের বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রেজারার, তাসরিনা নাহিদ তন্বী।
অস্ট্রেলিয়াতে বসবাসরত ভিকারুন্নেসা স্কুল এবং কলেজের প্রাক্তন ছাত্রীদের আমন্ত্রণ জানানো হয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যপদে যোগদানের জন্য। নতুন সদস্য হতে আগ্রহীদেরকে বিস্তারিত তথ্যের জন্য https://vaaus.org/ ওয়েবসাইটটি দেখতে বলেছেন সংগঠনটির প্রকাশনা সেক্রেটারি সাকিনা আক্তার।
সামগ্রিক কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে, আগামী বছর নারী দিবসকে সামনে রেখে একটি ফান্ড রেইজিং ইভেন্ট আয়োজন করা হবে বলে উক্ত অনুষ্ঠানে বক্তারা জানান। ২০২১ সালে সকল ভিকারুননিসা অ্যালামনাইকে সাথে নিয়ে একটি "পুনর্মিলনী" অনুষ্ঠানের আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন৷ ফান্ড রেইজিং ইভেন্ট ও পূনর্মিলনী সংক্রান্ত সকল তথ্য অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট ও ফেসবুক পেইজের মাধ্যমে যথা সময়ে সবাইকে জানানো হবে বলে সংগঠনটির পক্ষ থেকে সাকিনা আক্তার জানিয়েছেন।
Follow SBS Bangla on FACEBOOK.

অস্ট্রেলিয়াতে বসবাসরত ভিকারুন্নেসা স্কুল এবং কলেজের প্রাক্তন ছাত্রীদের আমন্ত্রণ জানানো হয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যপদে যোগদানের জন্য। Source: Viqarunnisa Alumni Australia/Sakina Akter