ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন ২০২৪ -এর আসরে সাব কন্টিনেন্ট বিভাগে কয়েকটি বাংলাদেশি ছবি স্থান পেয়েছে যার মধ্যে একটি হচ্ছে 'বাড়ির নাম শাহানা' বা 'আ হাউস নেমড শাহানা'।
'বাড়ির নাম শাহানা' নির্মাতা লীসা গাজীর এটি প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র এবং তার সাথে যৌথ ভাবে চিত্রনাট্য লিখেছেন আনন সিদ্দিকা, তিনি ছবির মূল চরিত্রে অভিনয়ও করেছেন।
লীসা গাজী এবং আনন সিদ্দিকা কথা বলেছেন এসবিএস বাংলার সাথে। এখানে প্রকাশিত হলো তাদের সাথে সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব।
সত্যি ঘটনা নিয়ে নির্মিত এই ছবির গল্পের আঙ্গিক সম্পর্কে নির্মাতা লীসা গাজী বলেন, 'ছবিটি বানাতে আমি ভিতর থেকেই আগ্রহ অনুভব করেছি, এটি আমাদের চারপাশে সমস্ত নারীদেরই ভিন্ন ভিন্ন ভ্রমণের গল্প।'
তিনি বলেন, "তবে আমাদের যাত্রা ভিন্ন হলেও সমাজে আমাদের যে বাধা, সংগ্রামের ভেতর দিয়ে যেতে হয়, তা (নারীদের জন্য) এই সমাজের জন্য অবধারিত।"

The film 'A House Named Shahana' received the Audience Award at the Rome and BFI London Indian Film Festivals, as well as the Gender Sensitivity Award at the Geo MAMI Mumbai Film Festival. Credit: Kamola Collective/ Screenxcope
ছবিটির অন্যতম চিত্রনাট্যকার এবং মূল চরিত্রে অভিনয় করা আনন সিদ্দিকা এই ছবিতে তার ভূমিকা সম্পর্কে বলেন, নির্মাতা লীসা গাজীর সাথে তার দীর্ঘদিনের কাজ ও পরিচয় সূত্রে এই সিনেমা নির্মাণের সাথে যুক্ত হন।
"তিনি এই ছবির গল্পটি যখন আমাকে বলেন, তখন বলেছেন যে তিনি আমাকে এই ছবির দীপা চরিত্রে দেখতে পান যা আমার কাছে অবাক লেগেছে। এভাবেই ছবিটি নিয়ে আলোচনা করতে গিয়ে একসাথে চিত্রনাট্যও লেখার পরিকল্পনা করি।"
এসবিএস বাংলাকে লীসা জানান, ছবিটি রোম ও বিএফআই লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে। এছাড়া জিও মামি মুম্বাই চলচ্চিত্র উৎসবে ‘জেন্ডার সেনসিটিভিটি অ্যাওয়ার্ড’ পেয়েছে ‘বাড়ির নাম শাহানা’। ভারতের চলচ্চিত্র সমালোচক গিল্ডের সিদ্ধান্তে সিনেমাটি এ পুরস্কার জিতেছে।
আনন সিদ্দীকা ছাড়াও ছবিতে আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, লুৎফর রহমান জর্জ, ইরেশ যাকের, কাজী রুমা, কামরুন্নাহার মুন্নী প্রমুখ।
কমলা কালেকটিভ ও গুপী বাঘা প্রোডাকশন লিমিটেড প্রযোজিত সিনেমাটি ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্ন ২০২৪ ছাড়াও এর অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের ডিস্ট্রিবিউটর স্ক্রিনস্কোপের সৌজন্যে অস্ট্রেলিয়ান দর্শকরা শিগগিরই সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখতে পাবেন।
সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্বটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন ।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে।
ভিজিট করুন www.sbs.com.au/bangla আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল।
উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।