আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের মধ্য দিয়ে ২০১৯ সালে যাত্রা শুরু করে আলো-এনলাইটেনড উইমেন। এর অন্যতম প্রতিষ্ঠাতা, ক্যানবেরার ড. লুবনা আলম বলেন,
“আমরা যারা সাংস্কৃতিকভাবে, যারা ইংরেজি ভাষায় কথা বলি না, যাদের সংস্কৃতি অস্ট্রেলিয়ার সংস্কৃতি থেকে ভিন্ন, তারা, বেশ কিছু জায়গায় আমরা পিছিয়ে আছি।”
এ রকম পিছিয়ে পড়া নারীদেরকে সহায়তা করার উদ্দেশ্যে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়, বলেন তিনি।
২০২০ সালে এটি ইনকর্পোরেটেড হিসেবে নিবন্ধিত হয়। মূলত সরকারি অর্থায়ন ও জনগণের অনুদানের মাধ্যমে এর ব্যয় নির্বাহ করা হয়ে থাকে।

Source: Alo - Enlightened Women Incorporated/Mehniaz Aziz
ড. লুবনা আলম বলেন, CALD কমিউনিটি বা ভাষা ও সাংস্কৃতিক দিক দিয়ে বৈচিত্রপূর্ণ কমিউনিটির নারীদেরকে এক ধরনের অদৃশ্য একটা বাধা যেন ঘিরে রাখে।
“আমরা এই বাধাগুলো দূর করার জন্য কাজ করছি।
তিনি আরও বলেন, “জ্ঞানই মানুষকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে।”
ড. লুবনা আলমের সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
Follow SBS Bangla on FACEBOOK.

Source: Alo - Enlightened Women Incorporated/Mehniaz Aziz
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program