অস্ট্রেলিয়ায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বৃহত্তম রেডিও টেলিস্কোপ নির্মাণ শুরু

SQUARE KILOMETRE ARRAY WESTERN AUSTRALIA

An artist's impression of the SKA at Inyarrimanha Ilgari Bundara on Wajarri Country in Western Australia. Source: AAP / SUPPLIED/PR IMAGE/AAP

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রত্যন্ত এলাকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বৃহত্তম রেডিও টেলিস্কোপ তৈরির একটি প্রকল্প শুরু হয়েছে। এই ভূমির ট্র্যাডিশনাল ওউনাররা প্রকল্পে সম্মতি দিয়েছেন।


ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রাচীন ঐতিহ্যবাহী সংস্কৃতির শুষ্ক ভূমিতে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম রেডিও অ্যাস্ট্রোনমি অবজারভেটরি প্রকল্প ।

অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা, সিএসআইআরও বা কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন এক লক্ষ ৩১ হাজারেরও বেশি অ্যান্টেনা নির্মাণ চালু করতে সাহায্য করেছে।

পার্থ থেকে ৮০০ কিলোমিটার উত্তরে ওয়াজারি ইয়ামাজি কান্ট্রির ভূমিতে মুর্চিসন এলাকায় স্কয়ার কিলোমিটার অ্যারে (এসকেএ) অবজারভেটরিতে অ্যান্টেনা তৈরি করা হবে।

মহাবিশ্বের অনাবিষ্কৃত রহস্য উন্মোচন করতেই এই প্রকল্প। এস-কে-এ-লো টেলিস্কোপের পরিচালক সারা পিয়ার্স বলেছেন এ ধরণের প্রকল্প এটিই প্রথম।
আন্তর্জাতিক এই প্রকল্পটির অংশীদার ১৬টি দেশ।

এটি দক্ষিণ আফ্রিকার অন্য একটি সাইটের সাথে অংশীদার হিসেবে কাজ করবে, যেখানে আরও ১৯৭টি ডিশ আছে।

ফেডারেল শিল্প ও বিজ্ঞান মন্ত্রী এড হিউসিক স্কয়ার কিলোমিটার অ্যারে নির্মাণের শুরুতে ট্র্যাডিশনাল ওউনারদের সাথে এ বিষয়ে কথা বলেছেন।

ক্রিসমাস ট্রি-সদৃশ অ্যান্টেনাগুলো কম ফ্রিকোয়েন্সির রেডিও তরঙ্গ গ্রহণ করবে।

যেখানে এটি স্থাপন করা হয়েছে তা প্রত্যন্ত এলাকা এবং এটির অবস্থান সুবিধাজনক। এটি শহুরে এলাকার রেডিও সংকেত থেকে অনেক দূরে বসানো হচ্ছে।

এটি মহাকাশের গভীর এলাকা থেকে সিগন্যাল পেতে সক্ষম হবে, মহাবিশ্বের যতটা গভীরে যাওয়া যায়।

বিজ্ঞানমন্ত্রী হিউসিক বলেছেন যে অস্ট্রেলিয়া অ্যারে আয়োজন করতে পেরে গর্বিত।

টেলিস্কোপের পরিচালক সারা পিয়ার্স বলেছেন, "অস্ট্রেলিয়াতে এই প্রথমবার আমরা এই মেগা বিজ্ঞান আন্তর্জাতিক প্রকল্পগুলির একটির আয়োজন করেছি। তাই এটি অ্যাস্ট্রোনমি কমিউনিটি এবং সামগ্রিকভাবে অস্ট্রেলিয়ার জন্য একটি অত্যন্ত দারুন সুযোগ।"
ওয়াজারি ইয়ামাজি কান্ট্রির ঐতিহ্যবাহী মালিকরা এই প্রকল্পে সম্মতি দিয়েছেন।

ভূমি চুক্তির অধীনে এই সম্প্রদায়ের মানুষদের জন্য কাজ, প্রশিক্ষণ এবং শিক্ষার প্রতিশ্রুতি দেয়া হয়েছে এবং এটি যে জমিতে স্থাপন করা হবে তার প্রতি সম্মান করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

ট্র্যাডিশনাল ওউনারদের প্রধান মধ্যস্থতাকারী ডোয়াইন ম্যালার্ড বলেন, "সবার মতো, আমাদেরও অর্থপূর্ণ সুযোগের প্রয়োজন। এবং এটি করার সর্বোত্তম উপায় হল একটি পদ্ধতিগত উপায়ে বাস্তবসম্মত শিক্ষা এবং প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের কৌশল এবং নীতি বাস্তবায়ন করা।

চুক্তিতে আর্থিক ক্ষতিপূরণও অন্তর্ভুক্ত রয়েছে।

মি. ম্যালার্ড বলেন যে এটা গুরুত্বপূর্ণ যে প্রকল্পটি ওয়াজারি ইয়ামাজি জনগণের সাংস্কৃতিক মূল্যবোধকে প্রতিফলিত করবে এবং রক্ষা করবে।

ঐতিহ্যবাহী রক্ষকদের এটির নির্মাণকালীন সময় জুড়ে সাইটটি পর্যবেক্ষণ করার অনুমতি দেওয়া হবে যাতে তাদের সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষিত করা হচ্ছে কীনা তা নিশ্চিত করা হয়।\

প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার 
সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
অস্ট্রেলিয়ায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং বৃহত্তম রেডিও টেলিস্কোপ নির্মাণ শুরু | SBS Bangla