"ভোটাররা আমাকে পজিটিভলি নিয়েছে। আমি কৃতজ্ঞ সবার প্রতি।" নির্বাচন পরবর্তী প্রাথমিক প্রতিক্রিয়ায় এমনটাই মন্তব্য করেন গোলাম হক।
ভোটযুদ্ধে লেবার পার্টির প্রার্থীর কাছে পরাজিত হলেও, বলার মত অর্জনও আছে গোলাম হকের। আর তা হচ্ছে, গত নির্বাচনের তুলনায় জয়ী প্রার্থীর সঙ্গে ভোটের ব্যবধান কমিয়ে আনা।
Follow us on FACEBOOK
"বেসরকারি ফলাফল প্রকাশ হবার পর, লিবারেল পার্টি থেকে আমাকে সাধুবাদ জানানো হয়েছে। আগামী চার বছর এই আসনে দলের হয়ে কাজ করার প্রস্তাবও দিয়েছেন শীর্ষ নেতারা," বলেছেন গোলাম হক।

নির্বাচনী প্রচারণায় সতীর্থদের সাথে গোলাম হক। Source: Supplied
করোরয়েট আসনে প্রবাসী বাংলাদেশী ভোটার সংখ্যা খুব বেশী নয়। তারপরও নির্বাচনে গোলাম হককে পূর্ণ সমর্থন এবং সহায়তা করে গেছেন ভিক্টোরিয়া প্রবাসী বাংলাদেশীরা।
"আমার কমিউনিটিই আমার শক্তি। তারা যা করেছেন, তা অকল্পনীয়। সবার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ," বলেছেন গোলাম হক।