একদিনের অতিরিক্ত সরকারী ছুটির মূল্য যত বড় হতে যাচ্ছে

Events like this one at the 2019 AFL Grand Final Event are going to cost a lot more (Supplied).jpg

Events like this one at the 2019 AFL Grand Final Event are going to cost a lot more Source: Supplied

একদিনের অতিরিক্ত সরকারী ছুটি অনেক অভিভাবক, স্কুল, প্রয়োজনীয় কর্মী এবং ব্যবসায়িদের কাছে প্রত্যাশিত ছিল না। ব্যবসায়ী ও শিল্পসংশ্লিষ্ট নেতাদের সমালোচনার মধ্যে প্রধানমন্ত্রী ছুটি ঘোষণার বিষয়ে আত্মপক্ষ সমর্থন করেছেন।


গুরুত্বপূর্ণ দিকগুলো
  • ২২ ও ২৩ সেপ্টেম্বরসহ ভিক্টোরিয়া স্টেটে ছুটি থাকছে টানা চারদিনের
  • ধারণা করা হচ্ছে অস্ট্রেলিয়ান অর্থনীতিতে এই অতিরিক্ত ছুটির দিনটির খরচ প্রায় ১.৫ বিলিয়ন ডলার দাঁড়াবে
  • কাউন্সিল অফ স্মল বিজনেস অর্গানাইজেশন অস্ট্রেলিয়া এই ছুটির বিষয়ে কিছু মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে
২২ সেপ্টেম্বর বিভিন্ন প্রতিষ্ঠান হয় দ্বিতীয় রানি এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করতে জাতীয় সরকারী ছুটির জন্য তাদের প্রতিষ্ঠান বন্ধ রাখবেন - অথবা কর্মীদের উচ্চ মজুরি দিয়ে খোলা রাখবেন।

রানীর মৃত্যুতে ২২ সেপ্টেম্বর দিনটিকে শুধু একবারের জন্য ন্যাশনাল ডে অফ মৌর্নিং বা জাতীয় শোক দিবস ঘোষণা করতে গিয়ে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজি তার অনুভূতি সম্পর্কে অস্ট্রেলিয়ানদের সামান্য দ্বিধার মধ্যে ফেলেছেন।

তিনি বলেছেন, সরকারী ছুটির দিনে অপরিহার্য সব কিছু খোলা থাকবে। কর্মীদের জন্য সরকারী ছুটির দিনে পেনাল্টি রেট প্রযোজ্য। এটি শুধু একদিনের জন্য। এটি একটি ঐতিহাসিক দিন।

যাইহোক, সবাই দিনটি পালনের তারিখ নির্ধারণ নিয়ে খুশি নয়। মেলবোর্নে এএফএল গ্র্যান্ড ফাইনালের আগে সপ্তাহের মাঝামাঝি সময়ে রাণীর মৃত্যুতে শোকের জন্য দিনটি বরাদ্দ করা হয়েছে। এদিকে ২৩ সেপ্টেম্বর শুক্রবার ভিক্টোরিয়া স্টেটে সরকারী ছুটি থাকছে, ফলে ভিক্টোরিয়ানরা টানা চারদিনের দীর্ঘ ছুটি পাচ্ছে।
দ্য বিগ গ্রুপের প্রতিষ্ঠাতা ব্রুস কীবোর এএফএল গ্র্যান্ড ফাইনাল ইভেন্ট আয়োজনের সাথে জড়িত।

তিনি বলছেন যে এই অপ্রত্যাশিত ছুটি তার কোম্পানির জন্য খারাপ হয়েছে।

তিনি বলছেন, বৃহস্পতিবার গ্র্যান্ড ফাইনালের ছুটির আগের দিন আমরা সবকিছু সেট করেছিলাম। ঐদিন রাতে বড় ইভেন্টগুলি অনুষ্ঠিত হয়। এখন এই সমস্ত ইভেন্টগুলি চালাতে গেলে প্রতিটি হোটেল, এয়ারলাইন, ক্যাফে বার এবং রেস্টুরেন্ট কর্মীদের সরকারি ছুটির দিনের রেটে বেতন দিতে হবে।

স্টিফেন কৌকুলাস সহ কয়েকজন অর্থনীতিবিদ মনে করছেন যে অস্ট্রেলিয়ান অর্থনীতিতে এই অতিরিক্ত ছুটির দিনটির খরচ প্রায় ১.৫ বিলিয়ন ডলার দাঁড়াবে। এবং তিনি বলেছেন যে এর সাথে সংশ্লিষ্ট অন্যান্য পেনাল্টি পেমেন্ট অন্তর্ভুক্ত না।
অ্যালেক্সি বয়েড হলেন কাউন্সিল অফ স্মল বিজনেস অর্গানাইজেশন অস্ট্রেলিয়ার সিইও। তিনি অবশ্য বলছেন যে, আমরা কিছু মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি।

"দিনটি আসলে সারা দেশের কিছু কিছু ব্যবসার জন্য বরং উপকারই হবে, যেমন পর্যটন শিল্প। তারা এটিকে স্বাগত জানিয়েছে, এতে তাদের বিক্রিবাট্টা বাড়বে। কিন্তু যারা হেয়ারড্রেসিং এবং বিউটি সেলুনের মতো সার্ভিসের জন্য গ্রাহকদের উপর নির্ভর করে তাদের সমস্যা হতে পারে।"

বিভিন্ন স্টেট এবং টেরিটরির সরকারি ছুটির দিনগুলি যেন জোড়াতালি দেয়া লেপ-তোষকের মতো - এবং অস্ট্রেলিয়ান রিটেলার্স অ্যাসোসিয়েশনের মতে বিভিন্ন স্টেটে সরকারি ছুটির এই অভিন্নতা না থাকায় সারা দেশের ব্যবসাগুলিকে ক্ষতিগ্রস্থ করতে পারে। অ্যাসোসিয়েশনের প্রধান শিল্প কর্মকর্তা ফ্লেউর ব্রাউন এ বিষয়ে সবাইকে একই তালিকা অনুসরণ করতে একটি জাতীয় নীতির আহ্বান জানিয়েছেন।

তবে ব্রুস কীবোরের মত কোন কোন ব্যবসার মালিক মনে করেন, কর্মীরা কোন কোন সরকারী ছুটি পালন করবে বা করবে না সে বিষয়ে তাদের আরও বেশি বিকল্প থাকা উচিত।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ার বাটনে ক্লিক করুন।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand