আজকের শীর্ষ খবর:
- কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে। একটি চুক্তির অংশ হিসেবে, মার্কিন যুক্তরাষ্ট্রের এসপায়োনেজ ল লঙ্ঘন করার অভিযোগে তিনি গিল্টি প্লিড করবেন বলে আশা করা হচ্ছে। যা তার কারাবাসের অবসান ঘটাতে পারে এবং তাকে দেশে, অর্থাৎ, অস্ট্রেলিয়ায় ফিরে যেতে দিতে পারে। ইউ-এস প্রসিকিউটররা বলেছেন, গিল্টি প্লিড করতে সম্মত হয়েছেন অ্যাসাঞ্জ। অর্থাৎ, ক্লাসিফায়েড ইউএস ন্যাশনাল ডিফেন্স ডকুমেন্টস সংগ্রহ ও প্রকাশ করার ষড়যন্ত্রের অভিযোগ স্বীকার করতে সম্মত হয়েছেন তিনি।
- জুলিয়ান অ্যাসাঞ্জের কারামুক্তির ঘটনাকে স্বাগত জানাচ্ছেন সংবাদপত্রের স্বাধীনতার সমর্থকরা। ৫২ বছর বয়সী অ্যাসাঞ্জ লড়াই করছেন ক্লাসিফায়েড ইনফরমেশন সংগ্রহ ও প্রকাশের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের বিরুদ্ধে।
- ফেসবুকের মূল কোম্পানি মেটাকে তার প্লাটফর্মে অস্ট্রেলিয়ান সংবাদ রাখতে বা স্থানীয় সাংবাদিকতাকে সহায়তা করার জন্য নতুন করের সম্মুখীন হতে বাধ্য করার প্রস্তাব বিবেচনা করছে ফেডারাল সরকার। সোশ্যাল মিডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়ান সোসাইটি ইনকোয়ারিতে আজ এ বিষয়টি আলোচিত হয়। এই ইউএস টেক জায়ান্ট যেন অস্ট্রেলিয়ার নিউজ মিডিয়া বার্গেইনিং কোড অনুসরণ করে, সেজন্য সরকারকে দেওয়া পরামর্শ ব্যাখ্যা করেন ট্রেজারি কর্মকর্তাগণ।
- ইউক্রেনে আগ্রাসনের জন্য রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ইওরোপীয় ইউনিয়ন। এছাড়া, ইউক্রেনের জন্য ৩.৮ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ইইউ। নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য রাশিয়ার ট্যাঙ্কার বহরের দিকে, যা এল-এন-জি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনে ব্যবহৃত হয়।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।