ফেডারেল সরকার অস্ট্রেলিয়ার জন্য ভ্যাকসিন সরবরাহের বিষয়ে আশ্বস্ত করেছে

Federal Health Minister Greg Hunt

Federal Health Minister Greg Hunt Source: AAP

ফেডারেল হেলথ মিনিস্টার গ্রেগ হান্ট বলেছেন, অস্ট্রেলিয়া তার পরিকল্পিত করোনাভাইরাস ভ্যাকসিন পাওয়ার বিষয়ে সঠিক পথেই আছে, যদিও ইউরোপিয়ান অনেক দেশই ফাইজারের ভ্যাকসিন পেতে অপেক্ষা করছে যা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।


ভ্যাকসিন পাওয়ার বিষয়টির সাথে ভবিষ্যতে আন্তর্জাতিক ভ্রমণের বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এদিকে ভিক্টোরিয়া বিদেশ থেকে আগত যাত্রী সংখ্যা বাড়াতে অনুমোদন দিতে যাচ্ছে।    

অস্ট্রেলিয়া সরকার তার প্রাপ্ত বয়স্ক জনগণের জন্য তিনগুন বেশি করোনাভাইরাস ভ্যাকসিন নিশ্চিত করেছে।  

ফেডারেল হেলথ মিনিস্টার গ্রেগ হান্ট নিশ্চিত করেছেন যে সরকার ২৫ মিলিয়ন মানুষের জন্য ১৪০ মিলিয়ন ডোজের ব্যবস্থা করেছে।  

মিঃ হান্ট বলেন, তিনি ফাইজার কোম্পানির সাথে কথা বলেছেন এবং পরিকল্পিত ভ্যাকসিন বিতরণের বিষয়ে সর্বশেষ যে পরামর্শ দেয়া হয়েছে তা ব্যাখ্যা করেছেন।

মিঃ  হান্ট আরো বলেন, পরবর্তী বিতরণের সময় এবং পরিমান কেমন হবে তা সামনের সপ্তাহগুলোতে নিশ্চিত করা হবে।  

তিনি বলেন, হাসপাতাল স্টাফ এবং জিপিদের কোভিড ১৯ ভ্যাকসিন দেয়ার বিষয়ে আগামী দুসপ্তাহের মধ্যে প্রশিক্ষণ দেয়া শুরু হবে।  

তিনি সিডনির ট্রাভেল বাবল বা অন্য দেশের সাথে ভ্রমণ বিষয়ে চুক্তি নিয়ে কথা বলেন যা নিয়ে নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার প্রশ্ন তুলেছিলেন।   

মিঃ হান্ট বলেন, যদি অস্ট্রেলিয়া যথোপযুক্ত সুরক্ষা দিতে পারে, তবে এই ভ্রমণ চুক্তি আরো বিস্তৃত করা যেতে পারে, তবে তা অবশ্যই স্পষ্ট মেডিক্যাল ডাটার ওপর ভিত্তি করে হতে হবে।   

এই সপ্তাহে মি: হান্ট একটি স্বাস্থ্য অধ্যাদেশে সাক্ষর করেছেন, এতে আন্তর্জাতিক ভ্রমণের বিষয়ে কিছু নিয়মের কথা বলা হয়েছে। এটি শুক্রবার ২২ জানুয়ারি হতে কার্যকর হবে।  

এই অধ্যাদেশে বলা হয়েছে, অস্ট্রেলিয়া আসার শিডিউল ফ্লাইটে ওঠার পূর্বে শেষ ৭২ ঘন্টার মধ্যে কোভিড টেস্ট করাতে হবে, এবং সকল আন্তর্জাতিক ফ্লাইটে মাস্ক পড়া বাধ্যতামূলক।  

এদিকে ভিক্টোরিয়ায় টানা ১৫দিন ধরে কোন স্থানীয় কোভিড কেইস শনাক্ত হয়নি, তবে হোটেল কোয়ারেন্টিনে একজনকে পজেটিভ শনাক্ত করা হয়েছে। 

প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ বলেন, ২০,০৭০ টি টেস্ট করা হয়েছে। তিনি আনন্দিত যে এতো সংখ্যক ভিক্টোরিয়ান ভাইরাস টেস্ট করিয়েছে।   

এদিকে ভিক্টোরিয়ার হোটেল কোয়ারেন্টিন প্রোগ্রাম সবসময়েই সংকটের মধ্যেই থাকছে।  সরকারের তরফ থেকে একজন মুখপাত্র বলেন, ভিক্টোরিয়ার কোয়ারেন্টিন প্রোটোকল অনুযায়ী গত ৭ ডিসেম্বর থেকে যারা বিদেশ থেকে এসেছেন তাদের বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনের জন্য ভাড়া দিতে হবে।  

এদিকে কুইন্সল্যান্ডে করোনাভাইরাস রেস্ট্রিকশন কিছুটা শিথিল হয়ে আসছে। সেখানে কোন স্থানীয় সংক্রমণ পাওয়া যায়নি।  

গ্রেটার ব্রিসবেনেও পাবলিক ইনডোরে মাস্কের প্রয়োজন নেই এবং শুক্রবার ২২ জানুয়ারি থেকে সামাজিক দূরত্ব প্রতি দুই স্কোয়ার মিটারে একজন করে নির্ধারণ করা হয়েছে। 

তবে প্রিমিয়ার আনাস্তাসিয়া পালাসেই বলেন, কুইন্সল্যান্ডারদের মানুষের ভীড় আছে এমন জায়গায় তারপরেও সতর্ক থাকতে হবে।  

এদিকে নিউ সাউথ ওয়েলসে টানা চার দিন কোন স্থানীয় কোভিড কেইস পাওয়া যায়নি, তবে পাঁচজন বিদেশ থেকে আগত ব্যক্তি হোটেল কোয়ারেন্টিনে শনাক্ত হয়েছেন। 

নিউ সাউথ ওয়েলস  হেলথের ডঃ জেরেমি ম্যাক এনালটি বলেন, রেস্ট্রিকশন শিথিল করার আগে টেস্টের সংখ্যা আরো বাড়াতে হবে। 

সাউথ অস্ট্রেলিয়ার প্রিমিয়ার স্টিভেন মার্শাল বলেন, তার রাজ্য গ্রেটার সিডনির সাথে বর্ডার রেস্ট্রিকশন তুলে দেবে জানুয়ারীর শেষে। 

কোভিড ১৯ সংক্রান্ত আরো হালনাগাদ স্বাস্থ্য তথ্য ও সহায়তা কি আছে তা আপনার ভাষায় জানতে ভিজিট করুন sbs.com.au/coronavirus.

অস্ট্রেলিয়ায় সকলকে একে অপর থেকে ১.৫ মিটার দূরত্বে অবস্থান করতে হবে। আপনার রাজ্যে রেস্ট্রিকশনের নিয়মগুলো দেখুন। আপনি যদি ঠান্ডা, বা ফ্লু সিম্পটম অনুভব করেন তবে, গৃহে অবস্থান করুন এবং টেস্টের জন্য আপনার ডাক্তার অথবা করোনাভাইরাস হেলথ ইনফরমেশন হটলাইন ১৮০০ ০২০ ০৮০ এই নাম্বারে কল করুন। 

আপনার ভাষায় আরো হালনাগাদ তথ্য জানতে  sbs.com.au/coronavirus ভিজিট করুন। 

আপনার স্টেট ও টেরিটোরিতে কি গাইডলাইন আছে তা দেখতে ভিজিট করুন:  NSWVictoriaQueenslandWestern AustraliaSouth AustraliaNorthern TerritoryACTTasmania.

আরও দেখুনঃ



 


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand