নিউ সাউথ ওয়েলসের বিপুল সংখ্যক মানুষ রেকর্ড ভাঙা বন্যার ঝুঁকিতে, 'নজিরবিহীন' দুর্যোগে কুইন্সল্যান্ডবাসীদের সহায়তা করতে সেনা মোতায়েন

A Swift Water Rescue team

A Swift Water Rescue team Source: AAP Image/Darren England

দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ড এবং নিউ সাউথ ওয়েলসে হঠাৎ বন্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার বাড়ি এবং ব্যবসার ক্ষতি হয়েছে। রেকর্ড ভাঙা বন্যা আগামী আরো দু-একদিন অব্যাহত থাকার পূর্বাভাস দেয়া হয়েছে।


গুরুত্বপূর্ণ দিকগুলো

  • কুইন্সল্যান্ডবাসীদের সহায়তা করতে এডিএফের প্রায় ২,০০০ পার্সোনেল নিয়োজিত আছে
  • বন্যায় ১৭,০০০-এরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে
  • বীমা কোম্পানিগুলো কখনও কখনও অস্ট্রেলিয়ার বন্যা প্রবণ অঞ্চলে বীমা করে না এবং যদিও বা করে থাকে, তখন প্রিমিয়ামের খরচ হয় আকাশচুম্বী

দক্ষিণ-পূর্ব কুইন্সল্যান্ডে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এবং আবহাওয়া দপ্তর থেকে বিপজ্জনক বজ্রঝড়সহ বন্যা পরিস্থিতির অবনতির পূর্বাভাস দেয়া হয়েছে। কুইন্সল্যান্ডবাসীদের সহায়তা করতে এডিএফের প্রায় ২,০০০ পার্সোনেল নিয়োজিত আছে।

এই দুর্যোগে ইতিমধ্যে কুইন্সল্যান্ডে দশ জন নিহত হয়েছে এবং প্রিমিয়ার আনাস্তাসিয়া প্যালুসেই গুরুতর বন্যা পরিস্থিতির বিষয়ে সতর্ক করেছেন।

তিনি বলেন, "ব্যুরো আমাদের পরামর্শ দিয়েছে যে বজ্রঝড়গুলি প্রাণঘাতী হতে পারে, আগামী দুদিন সবাইকে সতর্ক থাকতে হবে। তাই মানুষের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হল বাড়িতে, রাস্তায় নয়।"
Queensland floods
A developing low pressure system is expected to intensify overnight impacting Sydney with heavy rain (AAP Image/Dan Himbrechts) Source: (AAP Image/Dan Himbrechts)
এই বন্যায় ১৭,০০০-এরও বেশি বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান প্লাবিত হয়েছে এবং এই অঞ্চলের বড় অংশ এখনো পানির নিচে রয়ে গেছে।

নিউ সাউথ ওয়েলসে বিপর্যয়কর এই বন্যায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে এবং প্রায় অর্ধ মিলিয়ন মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে বলা হয়েছে।

প্রিমিয়ার ডমিনিক পেরোটে বলেছেন, জনগণকে অবশ্যই যথাযথভাবে সহযোগিতা করতে হবে।

নিউ সাউথ ওয়েলসের উপকূলীয় শহর ব্যালিনার ইমার্জেন্সি সার্ভিসেস ধারণা করছে যে সেখানে অন্তত ছয় হাজার সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
ব্যালিনা শায়ার কাউন্সিলের মেয়র শ্যারন ক্যাডওয়ালাডার এসবিএস নিউজকে বলেছেন যে তাদের ফোন রিসেপশন খারাপ এবং ইন্টারনেট বন্ধ।

তিনি বলেছেন যে এতে অসহায় ব্যক্তিদের দেখভাল করা আরও চ্যালেঞ্জিং হয়ে উঠেছে।

ব্যালিনার কিছু কিছু বাড়ি এবং ব্যবসার কোন বীমা নেই।

বীমা কোম্পানিগুলো কখনও কখনও অস্ট্রেলিয়ার বন্যা প্রবণ অঞ্চলে বীমা করে না এবং যখন যদিও থাকে, তখন প্রিমিয়ামের খরচ হয় আকাশচুম্বী।

মেয়র ক্যাডওয়ালাডার বলেছেন অস্ট্রেলিয়ার সরকার পরিচালিত একটি বীমা প্রকল্প দরকার যাতে বন্যা প্রবণ এলাকার লোকেরা তাদের সম্পদ রক্ষা করতে পারে এবং বন্যার পরে পুনর্নির্মাণ করতে পারে।
Inondations dans le Queensland et le New South Wales
Flood at Maryborough, Queensland, Monday, February 28, 2022 Source: FRASER COAST REGIONAL COUNCIL
তিনি বলেন, "আমি মনে করি আমাদের একটি সরকারী সেট আপ দরকার যাতে লোকেরা সাশ্রয়ী মূল্যের বীমা পেতে পারে কারণ একবার আপনার জায়গাটি বন্যাপ্রবন অঞ্চল হিসাবে ঘোষণা করা হলে, আপনি বন্যার জন্য বীমা করতে পারবেন না এবং পারলেও এটি হবে অত্যন্ত ব্যয়বহুল। এজন্য সমস্ত জায়গায় বাড়ি বা ব্যবসাগুলির কোন বীমা নেই ৷ একটি ব্যবসার বীমার জন্য বছরে ১৫,০০০ ডলার দেয়ার সামর্থ্য অনেকেরই নেই ৷"

নিউ সাউথ ওয়েলসে প্রাইমারী প্রোডিউসারদের জন্য ৭৫,০০০ ডলার পর্যন্ত অনুদান দেয়া হবে এবং ছোট ব্যবসাগুলি ৫০,০০০ ডলার পর্যন্ত পেতে পারে।

অনুদানগুলি কমনওয়েলথ এবং নিউ সাউথ ওয়েলস সরকারের যৌথ অর্থায়ন প্যাকেজের অংশ যা সতেরোটি স্থানীয় সরকার এলাকায় প্রযোজ্য।
বন্যা সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনার জন্য ২১০ মিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, ১ মিলিয়ন ডলার করে পাবে কাউন্সিলগুলো এবং কমিউনিটি রিকভারি অফিসারদের জন্য ৬.৫ মিলিয়ন ডলার।

ফেডারেল সরকার বলেছে যে এই অর্থ বন্যা দুর্গতদের জন্য ইতিমধ্যে দেয়া ডিজাস্টার পেমেন্টের অতিরিক্ত হিসেবে দেয়া হবে।

এখানে বলা হয়েছে যে কুইন্সল্যান্ডের প্রিমিয়ারের কাছ থেকে একই অনুরোধ পাওয়া গেলে কুইন্সল্যান্ডে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য একই আর্থিক সহায়তা দেয়া হবে।

পুরো প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

Follow SBS Bangla on  FACEBOOK.

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন:  https://www.sbs.com.au/language/bangla/program 

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে

আরও দেখুন:



Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
নিউ সাউথ ওয়েলসের বিপুল সংখ্যক মানুষ রেকর্ড ভাঙা বন্যার ঝুঁকিতে, 'নজিরবিহীন' দুর্যোগে কুইন্সল্যান্ডবাসীদের সহায়তা করতে সেনা মোতায়েন | SBS Bangla