অস্ট্রেলিয়ায় গর্ভপাত পরিষেবা কীভাবে পাওয়া যায়

Doctor consoling female patient

Doctor consoling female patient. Credit: The Good Brigade/Getty Images

অস্ট্রেলিয়ায় যেসব অপরিহার্য স্বাস্থ্যসেবা পাওয়া যায় তার মধ্যে অন্যতম হচ্ছে গর্ভপাত পরিষেবা। যদিও সারা দেশে নারীদের ঐচ্ছিক গর্ভপাত (আর্লি প্রেগন্যান্সি টার্মিনেশান) করানোর ব্যবস্থা রয়েছে, তবে এই বিষয়গুলি সম্পর্কে স্পষ্ট দিকনির্দেশনা পাওয়া কষ্টসাধ্য। এই প্রতিবেদনে আমরা নারীদের নিজ নিজ পরিস্থিতি অনুযায়ী কী কী পরিষেবা পেতে পারেন, সে বিষয়ে আলোকপাত করব।


অস্ট্রেলিয়ার সর্বমোট গর্ভধারণের প্রায় ৪০ শতাংশই অপরিকল্পিতভাবে হয়ে থাকে। এদের প্রায় ৩০ শতাংশ ঐচ্ছিক গর্ভপাত বেছে নেন, এবং বেশিরভাগ গর্ভপাত ঘটে গর্ভাবস্থার ১২ সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই।

অধ্যাপক ড্যানিয়েল মাৎজা মোনাশ ইউনিভার্সিটির জেনারেল প্র্যাকটিস বিভাগের প্রধান হিসেবে কর্মরত।

তিনি বলেন, পূর্বের কঠোর গর্ভপাত আইন গত কয়েক বছর ধরে ধীরে ধীরে শিথিল করা হয়েছে।

এক দশক আগেও বেশিরভাগ গর্ভপাত করানো হত অস্ত্রোপচারের মাধ্যমে, আর কেবল বেসরকারী ক্লিনিকেই এই পরিষেবা পাওয়া যেত।

কিন্তু এখন যেহেতু বিকল্প হিসাবে ‘মেডিক্যাল টার্মিনেশন’ এর প্রচলন হয়েছে, তাই এই পরিষেবা প্রাপ্তির ব্যাপ্তি ধীরে ধীরে বাড়ছে। অবশ্য জিপি ডাক্তারদের মাত্র ১০ শতাংশের এ ধরণের ঔষধ প্রেসক্রাইব করার নিবন্ধন রয়েছে।

তবে এই পরিষেবাগুলি পাওয়ার উপায় জানা খুব সহজ কিছু নয়।

অধ্যাপক মাৎজা বলেন, গর্ভপাত আইনটি প্রতিটি স্টেটে কিছুটা আলাদা, তাই কে কোন স্টেটে অবস্থান করছেন তার উপর নির্ভর করবে কোন আইন এ ক্ষেত্রে প্রযোজ্য হবে।

গর্ভপাত আইন ডাক্তারের সাথে এ বিষয়ক আলোচনায় নারীর অধিকার সংরক্ষণ করে।
ས་གནས་སྨན་པར་བློ་འདྲི་བྱེད་པ།_Getty kupicoo.jpg
It's important to speak with your GP or contact the service that is nearest to you. Credit: Getty/kupicoo
গর্ভপাত সম্পর্কিত সঙ্কোচ ও লজ্জা সাধারণত সাংস্কৃতিক ও ভাষাগতভাবে বৈচিত্র্যময় সম্প্রদায়ের মধ্যেই বেশি দেখা যায়, বিশেষ করে বৃহত্তর জনগোষ্ঠীর তুলনায়।

নিউ সাউথ ওয়েলসের পরিবার পরিকল্পনা বিভাগের মেডিক্যাল ডিরেক্টর ড. ক্লেয়ার বোরমা এ বিষয়টি ব্যাখ্যা করে বলেন, অভিবাসী এবং ডাইভার্স কম্যুনিটির নারীরা সাধারণত নিজেদের সাংস্কৃতিক পটভূমি থেকে আসা ডাক্তারদের কাছে পরামর্শ নিতে যান, যেটি পরিস্থিতি আরও জটিল করে। কারণ ডাক্তার কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা নিয়ে এ ক্ষেত্রে উদ্বেগ তৈরি হতে পারে।

কেউ কোন এলাকায় বাস করেন তার ওপরে গর্ভপাত পরিষেবা পাওয়া নির্ভর করে, এবং চট করে এ সম্পর্কিত তথ্য পাওয়া খুব সহজ নয়।

ড. বোরমা বলেন, সাধারণত জিপি ডাক্তারদের কাছে স্থানীয় গর্ভপাত পরিষেবা সম্পর্কিত তথ্য পাওয়া যায়। তবে এই তথ্য সরবরাহের সময়ে ডাক্তাররা পরীক্ষা করে নিশ্চিত করে নেন এখন গর্ভাবস্থার কোন সপ্তাহ চলছে।

বর্তমানে দুটি উপায়ে গর্ভপাত করা হয়ে থাকে।

প্রথমটি হল মৌখিক প্রেসক্রিপশন ড্রাগ বা ঔষধের মাধ্যমে, যেটি মেডিক্যাল অ্যাবর্শন নামে পরিচিত। তবে এই পদ্ধতিটি কেবলমাত্র নয় সপ্তাহের কম গর্ভবতী নারীদের জন্য প্রযোজ্য।

এই ঔষধটি কিছু কিছু জিপি, বেসরকারী ক্লিনিক এবং পরিবার পরিকল্পনা পরিষেবার মাধ্যমে সরবরাহ করা হয়।

টেলিহেলথ ফোন বা ভিডিও পরামর্শের মাধ্যমেও এই ঔষধ পাওয়া যেতে পারে। দূরবর্তী অঞ্চলে যেখানে পরিবহণব্যবস্থা স্বল্প, সেখানকার নারীরা এই সুবিধা গ্রহণ করতে পারেন।
གློག་པར་འཕྲུལ་ཆས།_Getty Catherine McQueen.jpg
Credit: Getty/Catherine McQueen
গর্ভপাতের দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে অস্ত্রোপচার বা সার্জিক্যাল অ্যাবর্শন।

জিপি ডাক্তারের সাথে কথা বলে জানা যেতে পারে যে এই পরিষেবা কোথায় পাওয়া যাবে। জাতীয় বা স্টেট-ভিত্তিক রেফারাল সার্ভিসের সাথেও যোগাযোগ করা যেতে পারে।

এরকম একটি বিনামূল্যের পরিষেবা হচ্ছে ‘হেলথডিরেক্ট’। এটি একটি জাতীয় হেল্পলাইন যার মাধ্যমে ২৪ ঘন্টা একজন নিবন্ধিত নার্সের সাথে কথা বলা যায়।

ভিক্টোরিয়া স্টেটে নারীরা 1800 My Options ইনফরমেশন লাইনে কল করতে পারেন। নিউ সাউথ ওয়েলসের নারীরা প্রেগন্যান্সি চয়েসেস হেল্প-লাইনে যোগাযোগ করতে পারেন।
ཁ་པར་བརྒྱུད་ནས་འཕྲོད་བསྟེན་ལ་ལྟ་བ།_Getty AJ_Watt.jpg
Credit: Getty/AJ Watt
ড. বোরমা বলেন, পরিবার পরিকল্পনা ক্লিনিকগুলি অস্ট্রেলিয়া জুড়ে বিভিন্ন পরিষেবা সরবরাহ করে থাকে।

যেহেতু বেশিরভাগ গর্ভপাত পরিষেবাগুলি বেসরকারী খাতের মাধ্যমে সরবরাহ করা হয়, তাই একেক জনের পরিস্থিতির ওপর নির্ভর করে এ সম্পর্কিত খরচ একেক রকম হতে পারে।

নিকোল হিউইগ চিলড্রেন বাই চয়েস সংস্থার কাউন্সেলিং টিম লিডার।

তিনি বলেন, এমনকি বেসরকারী স্বাস্থ্য বীমাগুলিও ভিন্ন ভিন্ন সেবা কাভার করে।

এছাড়াও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য কেন্দ্রগুলি গর্ভপাত পরিষেবা দিয়ে থাকে।

འདོད་པ་མེད་ཀྱང་མངལ་ཆགས་པ།_Getty milanvirijevic.jpg
Credit: Getty/milanvirijevic
কিছু কিছু হাসপাতাল মেডিকেয়ার কার্ডধারীদের বিনামূল্যে গর্ভপাত পরিষেবা দেয়। মিজ হিউইগ বলেন, এর বাইরে বেসরকারী ক্লিনিকে গিয়ে মেডিক্যাল অ্যাবর্শন করাতে চাইলে শুধু ঔষধের খরচই পাঁচ শত ডলার পর্যন্ত হতে পারে।

ফ্যামিলি প্ল্যানিং এন-এস-ডাব্লিউ-তে মেডিকেল এবং সার্জিকাল অ্যাবর্শন দুটিই করানো যায়। এবং কনসেশন ও হেলথকেয়ার কার্ডধারীদের তারা বাল্ক বিল করে থাকে। সার্জিকাল অ্যাবর্শনের জন্য গ্যাপ ফি হিসেবে ৩৫০ থেকে ৪৫০ ডলার পর্যন্ত দিতে হতে পারে। তবে এটি নির্ভর করে গর্ভধারণের কত সপ্তাহ অতিবাহিত হয়েছে তার ওপরে।

কোন পরিষেবাটি পাওয়া যাবে তা এলাকা বা অবস্থানের ওপরে অনেকাংশে নির্ভর করে, তাই সবার আগে জিপি ডাক্তার অথবা নিকটস্থ গর্ভপাত পরিষেবা কেন্দ্রে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ।

এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand