যেভাবে ফার্স্ট নেশনস এডভোকেট হবেন

How to become a First Nations advocate

Young aboriginal students studying together outdoors in the sun in Australia. Credit: SolStock/Getty Images

অস্ট্রেলিয়ায় ফার্স্ট নেশনস অ্যাডভোকেট বা মিত্র হওয়ার অর্থ হল একজন ব্যক্তি আদিবাসী সম্প্রদায়ের তাৎপর্যপূর্ণ বিষয় এবং তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলতে তাঁদের পাশে দাঁড়াবে এবং সক্রিয়ভাবে সমর্থন করবে। এবারের 'অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন' পর্বে আমরা ব্যাখ্যা করব ফার্স্ট নেশনস সম্প্রদায়ের জন্য অ্যাডভোকেসি সম্পর্কিত বিষয়গুলো নিয়ে।


Key Points
  • অস্ট্রেলিয়ার আদিবাসীদের ইতিহাস সংস্কৃতি সম্পর্কে প্রথমে নিজেদের শিক্ষিত করা গুরুত্বপূর্ণ।
  • অস্ট্রেলিয়ার ট্র্যাডিশনাল ওউনার কারা সে সম্পর্কে জানুন।
  • অভিবাসী সম্প্রদায়ের মানুষেরা ইন্ডিজিনাস জনগোষ্ঠীর একই অভিজ্ঞতা থেকে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে।
যদিও ফার্স্ট নেশনস মিত্র হওয়ার কোনো সুনির্দিষ্ট পথ নেই, তবে সেই মানুষদের সম্পর্কে জানাই হলো প্রথম ধাপ।

"এটি ঠিক যে কোনো সম্পর্কের মতো," বলছেন বুন্ড-জালুং নারী রিকনসিলিয়েশন অস্ট্রেলিয়ার সিইও কারেন মুন্ডাইন ।
Summer May Finlay.jpg
Dr Summer May Finlay.
তিনি বলছেন যে ইন্ডিজিনাস জনগোষ্ঠী সম্পর্কে জানার প্রক্রিয়াটি আপনাকে সমৃদ্ধ করতে পারে, এটি এই জনগোষ্ঠী এবং দেশের সাথে সংযোগ তৈরী করে।

ইন্ডিজিনাস জনগোষ্ঠী সম্পর্কে নিজেদের শিক্ষিত করা গুরুত্বপূর্ণ

ইয়োর্টা ইয়োর্টা নারী, ড. সামার মে ফিনলে বলেন, অ-আদিবাসীদের নিজেদের শিক্ষিত করা গুরুত্বপূর্ণ।

প্রয়োজন সবাইকে সমানভাবে দেখা

গমিলারই পুরুষ লিউক পিয়ারসন হলেন ইন্ডিজিনাস এক্স (Indigenous X)-এর একজন প্রতিষ্ঠাতা। এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন আদিবাসী ইস্যু নিয়ে আলোচনা হয় এবং তাদের সংস্কৃতি উদযাপিত হয়।

তিনি বলেন, ইতিহাস শেখার আগে আমাদের সবার আগে সবাইকে সমানভাবে দেখতে হবে।
Karen Mundine Pic Joseph Mayers.JPG
CEO of Reconciliation Australia, Karen Mundine Credit: Reconciliation Australia Credit: Joseph Mayers/Joseph Mayers Photography
যদিও তিনি সবাই ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে বলে মনে করেন, তবে তিনি মিত্রতা বা "অ্যালিশিপ"-এর মতো পরিভাষা এড়িয়ে যান।

তিনি বলছেন, "যে কারণে আমি এই পরিভাষাটি পছন্দ করি না তা হল আদিবাসী ন্যায়বিচারের প্রেক্ষিতের মূল বিষয় থেকে অ-আদিবাসীদের সরিয়ে দেবার চেষ্টা। আপনি যদি ইন্ডিজিনাস জনগোষ্ঠীর জন্য ভাল কিছু করতে চান এজন্য আপনার কোন লেবেল বা স্টিকার প্রয়োজন হবে না। কারণ আপনার লক্ষ্য ভাল বোধ করা নয়; লক্ষ্য হওয়া উচিৎ আদিবাসীদের জন্য নেয়া কার্যক্রমের ফলাফল উন্নত করা।"

তবে ফার্স্ট নেশনস ব্যক্তি ড. ফিনলে বলেন, একজন ভালো মিত্র হলেন এমন একজন যিনি মিত্র হওয়ার অর্থের সীমানা জানেন।

তিনি বলছেন, আমাদের যা দরকার তা হল মানুষ যাতে স্বীকার করে যে তারা প্রথম জাতি নয় এবং প্রথম জাতিদের কথা তুলে ধরা উচিত এই বিষয়টিও যাতে স্বীকৃতি দেয়।

রিকনসিলিয়েশন অস্ট্রেলিয়ার সিইও, কারেন মুন্ডাইন বলেছেন, উদ্বাস্তু এবং অভিবাসী সম্প্রদায়ের মানুষেরা একই অভিজ্ঞতা থেকে ভালো ফলাফল প্রত্যাশা করতে পারে।

তিনি বলেন, এটি উভয়ভাবেই কাজ করে।
"অনেক ফার্স্ট নেশনস মানুষ অভিবাসী সম্প্রদায় এবং তারা যে সংগ্রাম ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এজন্য তাদের সহয়ত করতে পেরে বেশ খুশি"

২০২৩ সালে ভয়েস টু পার্লামেন্টের গণভোট ফার্স্ট নেশনস জনগোষ্ঠী সম্পর্কে আরও গভীরভাবে জানার এবং সেইসঙ্গে সম্পর্ক গড়ে তোলার একটি ভালো সুযোগ সৃষ্টি করেছে।

মিজ মুন্ডাইন বলেন, এটি চলমান রাখা আধুনিক অস্ট্রেলিয়ার ভবিষ্যতের জন্য অত্যাবশ্যক।

তিনি বলছেন, "যদি আমরা অস্ট্রেলিয়াকে একটি আধুনিক বৈচিত্র্যময় জাতি হিসেবে গড়ে তুলতে চাই যা বহুসংস্কৃতিবাদের জন্য গর্বের বিষয়, তবে প্রথম অস্ট্রেলিয়ানদের থেকেই শুরু করতে হবে এবং ৬৫,০০০ বছর আগের সংযোগের স্বীকৃতি দিতে হবে।"
Luke Pearson.jpg
Founder of Indigenous X platform, Luke Pearson
প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।

এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।

কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ তে।

রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা।

এ সম্পর্কে আরও জানতে ভিজিট করুন: sbs.com.au/audio

আমাদেরকে অনুসরণ করুন ফেসবুকে।

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
যেভাবে ফার্স্ট নেশনস এডভোকেট হবেন | SBS Bangla