অস্ট্রেলিয়ায় আইডেন্টিটি ক্রাইম বা ব্যক্তিগত তথ্য সংক্রান্ত অপরাধ নিয়ে উদ্বেগ বাড়ছে। এ ধরনের প্রতারণার কারণে সরকার, ব্যবসায় প্রতিষ্ঠান ও জনসাধারণ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
তথ্যপ্রযুক্তি নির্ভর দৈনন্দিন জীবনে আমরা সবাই সাইবার ক্রাইম বা অনলাইন প্রতারণার ঝুঁকির মধ্যে বসবাস করছি। যে কোন অসচেতন মুহুর্তে আমরা পরিচয় চুরির শিকার হতে পারি। ব্যক্তিগত তথ্য-পরিচয় কীভাবে চুরি হতে পারে তা জানার মধ্য দিয়ে আমরা সাইবার অপরাধের ঝুঁকি কমাতে পারি। এবার জানা যাক সাইবার দুনিয়ায় পরিচয় চুরি বলতে কী বুঝায়।
সিডনী ইউনিভার্সিটির স্কুল অফ কম্পিউটার সায়েন্সের সিনিয়র লেকচারার সুরাংগা সেনেভিরাত্নে পরিচয় চুরির বিষয়টি ব্যাখ্যা করে বলেন,
কারোর ব্যক্তিগত তথ্যাবলি চুরি করে কেউ যখন প্রতারণা বা আর্থিক সুবিধার জন্য তা ব্যবহার করেন, তখন তাকে পরিচয় চুরি বলা হয়।
এক্ষেত্রে স্ক্যামার বা প্রতারকরা অন্য কারোর ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বা তার পরিচয়ে বিভিন্ন আর্থিক সুবিধা যেমন ক্রেডিট কার্ড, ট্যাক্স রিটার্ন, সামাজিক পরিষেবা এমনকি ব্যাংক ঋণ নিয়ে থাকে। অনেক সময় ভুক্তভোগী ব্যক্তি এই জোচ্চুরির বিষয়ে কিছুই টের পাননা।

Criminals could access and drain your own bank account of the funds, or open new bank accounts in your name and take out loans or lines of credit. Credit: John Lamb/Getty Images
২০২১ সালে ক্ষতির পরিমান ছিল ৩২০মিলিয়ন ডলার। বিশেষজ্ঞদের মতে প্রকৃত ক্ষতির পরিমান আরও বেশি হবে কেননা অনেক ভুক্তভোগী ক্ষতির কথা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন না।
পরিচয় চুরি অনলাইন বা অফলাইন, অনেক প্রকারে হয়ে থাকে যেমন হ্যাকিং, ফিশিং, স্কিমিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ডাম্পস্টার ডাইভিং। অনেক সময় আমরা অসচেতনভাবে ব্যক্তিগত তথ্য সম্বলিত কার্ড, পরিচয় পত্র, বিভিন্ন বিলের কাগজ, জরুরী নথিপত্র আবর্জনায় ফেলে দিই যা প্রতারকচক্র পরিচয় চুরি করতে কাজে লাগায়। একে ডাম্পস্টার ডাইভিং বলে।
অস্ট্রেলিয়ান কম্পিটিশন এন্ড কনজিউমার কমিশন (ACCC) এর ডেপুটি চেয়ার ক্যাটরিওনা লোয়ে বলেন, স্ক্যামারদের কাছে আপনার সামান্য তথ্যগুলোও মূল্যবান হতে পারে। টুকরো টুকরো তথ্য জড়ো করে তারা পরিচয় চুরিতে কাজে লাগায়।
আপনার বিষয়ে জানতে স্ক্যামাররা সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন পাবলিক সোর্স কাজে লাগাতে পারে। ডেভিড লোয়ের মতে ফেসবুকের মত সামাজিক মাধ্যমে আপনার ছবি দেখে তারা আপনার পরিবারের বিষয়ে খোঁজ খবর নিতে পারে।

Authorities warn to be cautious about posting personal information on social media platforms. Source: AP / Eraldo Peres/AP
ডক্টর লোয়ে জানান,
āϤāĻžāϰāĻž āĻāĻĒāύāĻžāϰ āĻŦā§āϝāĻžāĻāĻ āĻāĻāĻžāĻāύā§āĻā§ āĻĸā§āĻā§ āϏāϰā§āĻŦāϏā§āĻŦ āϞā§āĻ āĻāϰ⧠āύāĻŋāϤ⧠āĻĒāĻžāϰ⧠āĻŦāĻž āĻāĻĒāύāĻžāϰ āύāĻžāĻŽā§ āύāϤā§āύ āĻāĻāĻžāĻāύā§āĻ āĻā§āϞ⧠āĻāĻŖ āĻ āĻĨāĻŦāĻž āϞāĻžāĻāύ āĻ āĻĢ āĻā§āϰā§āĻĄāĻŋāĻ āύāĻŋāϤ⧠āĻĒāĻžāϰā§āĨ¤ āϤāĻžāϰāĻž āĻāĻĒāύāĻžāϰ āĻĒāϰāĻŋāĻā§ā§ āĻā§āύ āϧāϰāύā§āϰ āĻā§āĻā§āϤāĻŋ āϏā§āĻŦāĻžāĻā§āώāϰ āĻāϰāϤ⧠āĻĒāĻžāϰā§, āĻāĻĒāύāĻžāϰ āύāĻžāĻŽā§ āĻĢā§āύ āĻĒā§āϞāĻžāύ āύāĻŋā§ā§ āĻ āĻĒāϰāĻžāϧ āĻāϰāϤ⧠āĻĒāĻžāϰā§āĨ¤ āϤāĻžāϰāĻž āĻāĻĒāύāĻžāϰ āύāĻžāĻŽā§ āĻŦā§āϝā§āĻŦāĻšā§āϞ āĻĒāĻŖā§āϝ āĻāĻŋāύāϤ⧠āĻĒāĻžāϰ⧠āĻŦāĻž āϏāϰāĻāĻžāϰ⧠āĻĒāϰāĻŋāώā§āĻŦāĻž āĻā§āϰāĻšāĻŖ āĻāϰāϤ⧠āĻĒāĻžāϰā§āĨ¤ āϤāĻžāϰāĻž āĻāĻĒāύāĻžāϰ āĻāĻŽā§āĻāϞ⧠āĻĸā§āĻā§ āĻā§āϰā§āϤā§āĻŦāĻĒā§āϰā§āĻŖ āϤāĻĨā§āϝ āύāĻŋāϤ⧠āĻĒāĻžāϰ⧠āĻŦāĻž āϏāĻžāĻŽāĻžāĻāĻŋāĻ āĻŽāĻžāϧā§āϝāĻŽā§ āĻāĻĒāύāĻžāϰ āĻāĻāĻžāĻāύā§āĻā§ āĻĸā§āĻā§ āĻāĻĒāύāĻžāϰ āĻāĻĻā§āĻŽāĻŦā§āĻļ āύāĻŋāϤ⧠āĻĒāĻžāϰ⧠â āĻāϰ āĻāϏāĻŦ āϤāĻĨā§āϝ āĻāĻžāĻā§ āϞāĻžāĻāĻŋā§ā§ āύāϤā§āύ āĻāϰ⧠āϏā§āĻā§āϝāĻžāĻŽ āĻāϰāϤ⧠āĻĒāĻžāϰā§āĨ¤
অনলাইন প্রতারণা থেকে আত্মরক্ষার্থে অনলাইন স্টোর সহ কোন অপরিচিত ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য দেওয়ার আগে ভালভাবে যাচাই করা দরকার।

Turn on two-factor authentication on your banking, email, and social media accounts. Source: Moment RF / Oscar Wong/Getty Images
“সন্দেহজনক মেসেজ বা ইমেইল খোলা উচিৎ না এবং এধরণের ইমেইলে থাকা লিংকে ক্লিক করা উচিৎ না। সুরক্ষিত থাকতে মেসেজ বা ইমেইল ডিলিট করে ফেলুন। কোন সংস্থা বা প্রতিষ্ঠানের
যোগাযোগের মাধ্যম সঠিক আর বৈধ কিনা তা যাচাই করে নিন।“
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে জাতীয় পরিচয় ও সাইবার সহায়তা প্রদানকারী সংস্থা আইডিকেয়ার এর কমিউনিটি আউটরিচ এর ম্যানেজার সারাহ কাভানাহ বলেন,
āĻĢā§āύ⧠āύāĻŋāĻā§āϰ āĻŦā§āϝāĻā§āϤāĻŋāĻāϤ āϤāĻĨā§āϝ āĻĻā§āĻā§āĻžāϰ āϏāĻŽā§ āĻŦāĻŋāĻļā§āώ āϏāϤāϰā§āĻāϤāĻž āĻ āĻŦāϞāĻŽā§āĻŦāύ āĻāϰāĻž āĻāĻāĻŋā§, āϝā§āĻŽāύ āĻĄā§āϰāĻžāĻāĻāĻžāϰ āϞāĻžāĻāϏā§āύā§āϏ, āĻĒāĻžāϏāĻĒā§āϰā§āĻ, āĻŽā§āĻĄāĻŋāĻā§ā§āĻžāϰ āĻāĻŦāĻ āĻŦā§āϝāĻāĻā§ āϞāĻ āĻāύ āϤāĻĨā§āϝāĨ¤ āĻĢā§āύā§āϰ āĻāĻĒāĻžāĻļā§ āĻāĻžāϰ āϏāĻžāĻĨā§ āĻāĻĨāĻž āĻŦāϞāĻā§āύ āĻŦāĻž āĻāĻžāĻā§ āύāĻŋāĻā§āϰ āĻŦā§āϝāĻā§āϤāĻŋāĻāϤ āϤāĻĨā§āϝ āĻĻāĻŋāĻā§āĻā§āύ āϤāĻžāϰ āĻĒāϰāĻŋāĻā§ āĻāĻžāϞāĻāĻžāĻŦā§ āĻā§āύ⧠āύāĻŋāϤ⧠āĻšāĻŦā§ āĻāϰ āύāĻŋāĻļā§āĻāĻŋāϤ āĻšāϤ⧠āĻšāĻŦā§āĨ¤
মিস কাভানাহ ব্যক্তিগত নথিপত্র বাসায় সুরক্ষিত স্থানে রাখার পরামর্শ দিয়েছেন, বিশেষ করে যখন আপনি ভ্রমণ করছেন। আপনার মেইলবক্স লক করে রাখুন এবং যেসব ব্যক্তিগত তথ্যের আর দরকার নেই সেসব ধ্বংস করে ফেলুন। প্রত্যেকটি অনলাইন একাউন্টের জন্য স্বতন্ত্র ও শক্তিশালী পাসওয়ার্ড নির্ধারিত রাখা দরকার।

A low credit score can hurt your ability to take out a loan, secure a good interest rate, or increase a credit card spending limit. Source: AP / John Raoux/AP
āĻāĻĒāύāĻžāϰ āĻĒā§āϰāϤā§āϝāĻžāĻļāĻŋāϤ āĻāĻŽā§āĻāϞāĻāĻŋ āĻāϰ āĻāϏāĻā§ āύāĻžāĨ¤ āĻāĻĒāύāĻžāϰ āĻŦā§āϝāĻžāĻāĻ āĻŦāĻž āĻā§āϰā§āĻĄāĻŋāĻ āĻāĻžāϰā§āĻĄ āϏā§āĻā§āĻāĻŽā§āύā§āĻ-āĻ āĻ āĻā§āύāĻž āĻā§āύ āϞā§āύāĻĻā§āύ āĻĻā§āĻāĻž āϝāĻžāĻā§āĻā§āĨ¤ āϝāĻāύ āĻāĻĒāύāĻŋ āĻ āύāĻžāĻāĻžāĻāĻā§āώāĻŋāϤ āĻŦāĻŋāϞ, āĻāύāĻā§ā§āϏ āĻŦāĻž āĻĒāĻŖā§āϝ āĻā§āϰā§ā§āϰ āϰāĻļāĻŋāĻĻ āĻĒā§āϤ⧠āĻĨāĻžāĻāĻŦā§āύ āĻŦāĻž āĻā§āύ āĻāĻŖ āĻāĻŦā§āĻĻāύ āĻĢā§āϰāϤ āĻāϏā§āĻā§āĨ¤
যদি আপনি সন্দেহ করেন যে আপনি পরিচয় প্রতারণার শিকার হয়েছেন, তবে আপনি ক্রেডিট রিপোর্টিং কোম্পানিকে অনুরোধ করতে পারেন যারা ভোক্তা ক্রেডিট রিপোর্ট বন্ধ করে দিতে পারে।
সিডনী ইউনিভার্সিটির ডিসিপ্লিন অফ ফাইনান্স এর সিনিয়র লেকচারার এন্ড্রু গ্রান্ট বলেন, ক্রেডিট ব্যান করা হলে আপনার ক্রেডিট রিপোর্ট কেউ দেখতে পারবে না।
ডক্টর গ্র্যান্ট আরও বলেন ক্রেডিট ব্যান করার প্রক্রিয়া খুবই সহজ। অস্ট্রেলিয়ার তিনটি ক্রেডিট রিপোর্টিং সংস্থার মাধ্যমে ক্রেডিট ব্যান করা যায়।
সব ধরনের সতর্কতা অবলম্বন করার পরও পরিচয় চুরি হতে পারে। ডক্টর গ্রান্ট নিজেও বিদেশ ভ্রমণকালে পরিচয় চুরির শিকার হয়েছিলেন। যুক্তরাষ্ট্র ভ্রমণকালে পানীয় স্পর্শ আর ফেশিয়াল রিকগনিশন মাধ্যমে তার ফোন আনলক হয়ে গিয়েছিল।
ডক্টর লোয়ে এবং স্ক্যামওয়াচ সতর্কতা জানিয়ে বলেন,
স্ক্যামাররা দিনে দিনে আরও অত্যাধুনিক ও জটিল দক্ষতা সম্পন্ন হয়ে উঠছে। আমরা জনসাধারণকে তিনটি শব্দ মনে রাখার আহবান জানাই, — থামুন, ভাবুন আর রক্ষা করুন।
āϝā§āĻā§āύ āϞā§āύāĻĻā§āύ āĻĒā§āϰāĻā§āϰāĻŋā§āĻžāϰ āĻāĻā§ āĻĨāĻžāĻŽā§āύ, āĻāϰ āĻāĻžāĻŦā§āύ āĻāĻĒāĻžāĻļā§ āϝāĻžāϰ āϏāĻžāĻĨā§ āϞā§āύāĻĻā§āύ āĻāϰāĻāĻŋ, āϤāĻžāĻā§ āĻā§ āĻāĻŽāĻŋ āĻāĻŋāύāĻŋ? āϝāĻĻāĻŋ āύāĻŋāĻā§āĻā§ āϏā§āĻā§āϝāĻžāĻŽ āĻŦāĻž āĻĒā§āϰāϤāĻžāϰāĻŖāĻžāϰ āĻā§āĻā§āϤāĻā§āĻā§ āĻŽāύ⧠āĻāϰā§āύ, āϤāĻžāĻšāϞ⧠āϏāĻāĻā§ āϏāĻāĻā§ āĻāĻāĻĄāĻŋ āĻā§ā§āĻžāϰ⧠āϝā§āĻāĻžāϝā§āĻ āĻāϰā§āύ āĻāϰ āϏā§āĻā§āϝāĻžāĻŽāĻā§āĻžāĻā§ āĻ āĻāĻŋāϝā§āĻ āϰāĻŋāĻĒā§āϰā§āĻ āĻāϰā§āύāĨ¤
সহায়ক তথ্যভান্ডার:
স্ক্যামের শিকার হলে āϏā§āĻā§āϝāĻžāĻŽāĻā§āĻžāĻā§āϰ āĻ
āύāϞāĻžāĻāύ āĻĢāϰ্মে অবহিত করুন, অথবা āϰāĻŋāĻĒā§āϰā§āĻāϏāĻžāĻāĻŦāĻžāϰ āĻāϰ āĻā§ā§āĻŦāϏāĻžāĻāĻে রিপোর্ট করুন।
- আইডি চুরির বিষয়ে চিন্তিত হলে āĻāĻāĻĄāĻŋāĻā§ā§āĻžāϰā§
যোগাযোগ করুন করুন- 1800 595 160 (Aus) or 0800 121 068 (NZ). - আইডেন্টিটি ক্রাইম এবং স্ক্যাম বিষয়ে হালনাগাদ খবরাখবর জানতে āϏā§āĻā§āϝāĻžāĻŽāĻā§āĻžāĻā§āϰ ওয়েবসাইট ভিজিট করুন।