āĻŽā§āϞ āĻŦāĻŋāώā§:
- āϝ⧠āĻā§āύ⧠āĻŦā§āϝāĻŦāϏāĻž āĻāĻāĻ, āĻā§āĻŽā§āĻĒāĻžāύāĻŋ āĻŦāĻž āĻ āĻāĻļā§āĻĻāĻžāϰāĻŋāϤā§āĻŦ āĻšāĻŋāϏāĻžāĻŦā§ āĻĒāϰāĻŋāĻāĻžāϞāĻŋāϤ āĻšāϤ⧠āĻĒāĻžāϰā§āĨ¤
- āĻā§ ā§ā§Ļ āĻšāĻžāĻāĻžāϰ āĻāĻžāĻāĻž āύāĻž āĻšāĻā§āĻž āĻĒāϰā§āϝāύā§āϤ āĻāĻŋāĻāϏāĻāĻŋāϰ āĻāύā§āϝ āϰā§āĻāĻŋāϏā§āĻā§āϰā§āĻļāύ āĻāϰāϤ⧠āĻšāĻŦā§ āύāĻžāĨ¤
- āĻ āϏā§āĻā§āϰā§āϞāĻŋāϝāĻŧāĻž āϏāĻŽā§āĻāĻžāĻŦā§āϝ āĻāĻĻā§āϝā§āĻā§āϤāĻžāĻĻā§āϰ āĻŦāĻŋāĻāĻŋāύā§āύāĻāĻžāĻŦā§ āĻ āϰā§āĻĨ āϏāĻšāĻžā§āϤāĻž āĻĻāĻŋā§ā§ āĻĨāĻžāĻā§, āϝā§āĻŽāύ āĻ āύā§āĻĻāĻžāύ, āĻāĻŖ āĻāĻŦāĻ āĻŦā§āϝāĻā§āϤāĻŋāĻāϤ āĻŦāĻŋāύāĻŋāϝāĻŧā§āĻāĨ¤
অস্ট্রেলিয়ার শক্তিশালী অর্থনীতি এবং ব্যবসা-বান্ধব পরিবেশ উদ্যোক্তাদের জন্য একটি অনুকূল পটভূমি তৈরি করে দেয়।
এদেশে একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করা অত্যন্ত ফলপ্রসূ হতে পারে, বিশেষ করে যদি কারো মাথায় চমৎকার কোনো আইডিয়া আসে, অথবা কোনো কিছুর প্রতি বিশেষ আগ্রহ থাকে, তাহলে সেটিকে একটি লাভজনক উদ্যোগে রূপান্তরিত করা যেতে পারে।
নাদিন কনেল āϏā§āĻŽāĻžāϰā§āĻ āĻŦāĻŋāĻāύā§āϏ āĻĒā§āϞā§āϝāĻžāύāϏ āĻ
āϏā§āĻā§āϰā§āϞāĻŋāϝāĻŧāĻžāϰ পরিচালক হিসেবে কাজ করছেন।
তিনি বলেন,
āĻ āϏā§āĻā§āϰā§āϞāĻŋā§āĻžā§ āĻŦā§āϝāĻŦāϏāĻž āĻĒāϰāĻŋāĻāĻžāϞāύāĻž āĻāϰāĻžāϰ āĻ āύā§āĻ āϰāĻāĻŽ āϏā§āĻŦāĻŋāϧāĻž āϰā§ā§āĻā§āĨ¤
সিডনি ভিত্তিক অর্থনীতি বিশ্লেষক আবদাল্লা আবদাল্লাহ জোর দিয়ে বলেন যে অস্ট্রেলিয়ার একটি গর্ব করার মত স্থিতিশীল অর্থনীতি রয়েছে।
আর তাই এটি বিনিয়োগকারী এবং উদ্যোক্তা উভয়ের জন্য একইভাবে একটি ভিত্তিপ্রস্তর হিসাবে কাজ করে।
মি. আবদাল্লাহ আরও বলেন যে অস্ট্রেলিয়ার আইনি কাঠামো ব্যবসায়ীদের জন্য খুবই কার্যকরী।
Economics Analyst Abdallah Abdallah
এখানকার ব্যবসা এককভাবে, অথবা কোম্পানি বা সংস্থা, অথবা পার্টনারশিপ বা অংশীদারিত্ব হিসাবে পরিচালিত হতে পারে। আর প্রতিটি ক্ষেত্রেই এগুলির স্বতন্ত্র দায়িত্ব এবং আইনি বাধ্যবাধকতা পূরণ করতে হয়।
মি. আবদাল্লাহ বলেন,
āĻŦā§āϝāĻŦāϏāĻžāϰ āĻāĻĻā§āĻļā§āϝā§āϰ āĻāĻĒāϰ āύāĻŋāϰā§āĻāϰ āĻāϰ⧠āϏā§āĻ āĻŦā§āϝāĻŦāϏāĻž āĻā§āĻāĻžāĻŦā§ āĻĒāϰāĻŋāĻāĻžāϞāύāĻž āĻāϰāĻž āĻšāĻŦā§ āϏā§āĻāĻŋāĨ¤
ব্যবসার কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে, সেটিকে অবশ্যই নিবন্ধন করতে হবে এবং স্থানীয় আইন ও বিধি-নিষেধ মেনে চলা নিশ্চিত করতে হবে।
মিজ কনেল বলেছেন,
āύāĻŋāĻŦāύā§āϧāύā§āϰ āĻĒā§āϰāĻā§āϰāĻŋāϝāĻŧāĻž āĻā§āĻŦ āĻāĻāĻŋāϞ āĻāĻŋāĻā§ āύ⧠āĻāĻŦāĻ āĻ āϏāĻāĻā§āϰāĻžāύā§āϤ āĻ āύā§āĻ āϤāĻĨā§āϝāĻ āĻā§āĻŦ āϏāĻšāĻā§ āĻĒāĻžāĻā§āĻž āϝāĻžā§āĨ¤
আর সোল ট্রেডার বা একক ব্যবসায়ী হিসাবে নিবন্ধন করতে এবং āĻ
āϏā§āĻā§āϰā§āϞāĻŋāϝāĻŧāĻžāύ āĻŦāĻŋāĻāύā§āϏ āύāĻžāĻŽā§āĻŦāĻžāϰ বা এবিএন পাওয়ার প্রক্রিয়া নিয়ে প্রয়োজনীয় বেশিরভাগ তথ্য প্রতিটি স্টেটের সরকারী ওয়েবসাইটে সহজেই পাওয়া যায়।

If you need financial support to start your business, Australia offers many outlets that you can reach out to. Credit: SolStock/Getty Images
মি. আবদাল্লাহ আরও বলেন, আর যদি কেউ তার কোম্পানিতে কর্মী নিয়োগের পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই তাকে পে-অ্যাজ-ইউ-গো উইথহোল্ডিংয়ের জন্যেও নিবন্ধন করতে হবে।
তিনি সেই সাথে দরকারি সব আইন-কানুন ও বিধি-নিষেধ সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করার গুরুত্বের উপর জোর দেন, সম্ভাব্য ঝামেলা এড়াতে যা সব উদ্যোক্তারই জানা উচিত।
মিজ কনেল ব্যাখ্যা করে বলেন,
āĻŦā§āϝāĻŦāϏāĻžāϰ āĻŦā§āĻŽāĻž āĻĨāĻžāĻāĻž āύāĻŋāĻļā§āĻāĻŋāϤ āĻāϰāĻžāĻ āĻā§āĻŦ āĻā§āϰā§āϤā§āĻŦāĻĒā§āϰā§āĻŖāĨ¤

Business can be operated as a sole trader, company, or partnership. Credit: Superb Images/Getty Images
মিজ কনেল বলেন, সম্ভাব্য ক্রেতা এবং বাজার নিয়ে গবেষণা করা এক্ষেত্রে প্রথম পদক্ষেপ।
ব্যবসা শুরু করার জন্য যদি কারও আর্থিক সহায়তার প্রয়োজন হয়, তবে অস্ট্রেলিয়ায় তার জন্যে অনেক রকমের উপায় রয়েছে।
সম্ভাব্য উদ্যোক্তাদের জন্য অনুদান, ঋণ এবং ব্যক্তিগত বিনিয়োগসহ বিভিন্ন অর্থায়নের উপায় রয়েছে বলে জানান মিজ কনেল।
মিজ কনেল আরও উল্লেখ করেন যে অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট business.gov.au-তে গিয়ে অনুদান সন্ধানকারী ট্যাবের অধীনে খুঁজলে সেখানে অসংখ্য তালিকাভুক্ত অনুদান-কার্যক্রম সম্পর্কে তথ্য পাওয়া যায়।
এই সরকারী অনুদানগুলি বিভিন্ন সেক্টরের অনেক শিল্প প্রতিষ্ঠায় সহায়তা এবং অন্যান্য সুযোগ -সুবিধা সরবরাহ করে থাকে।
āĻāϏāĻŦ āĻŦāĻŋāώā§ā§ āĻāϰāĻ āϤāĻĨā§āϝā§āϰ āĻāύā§āϝ āĻĒā§āϰā§ā§āĻāύ āĻšāϞ⧠āϏā§āĻā§āĻ āĻĄāĻŋāĻĒāĻžāϰā§āĻāĻŽā§āύā§āĻā§ āϝā§āĻāĻžāϝā§āĻ āĻāϰāĻž āϝā§āϤ⧠āĻĒāĻžāϰā§āĨ¤
উদাহরণস্বরূপ, āϏāĻžāϰā§āĻāĻŋāϏā§āϏ āύāĻŋāĻ āϏāĻžāĻāĻĨ āĻā§ā§āϞāϏ ব্যবসা শুরুর সময় থেকে শুরু করে প্রতিষ্ঠা লাভ পর্যন্ত বিভিন্ন বিষয়ে সম্ভাব্য উদ্যোক্তাদের দিকনির্দেশনা দিয়ে থাকে।
Nadine Connell - Director of Smart Business Plans Australia
মিজ কনেল বলেন, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন থাকলে তার জন্যে কাজ শুরু করে দেওয়াটা জরুরি। যত দ্রুত সম্ভব ব্যবসার আইডিয়া নিয়ে গবেষণা, নেটওয়ার্কিং এবং পরিকল্পনা শুরু করে দেয়া উচিত।
মনে রাখা দরকার যে প্রতিটি সফল ব্যবসাই একটি ক্ষুদ্র পদক্ষেপ দিয়ে শুরু হয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।