এ সপ্তাহের হাইলাইটস
- বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কূটনৈতিক নিয়ম অনুযায়ী চলছে, কোন সংবাদ মাধ্যমের রিপোর্টের ভিত্তিতে নয়, জানিয়ে দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
- এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন, দু’দিন পর তিনি পদত্যাগ করবেন এবং ফের ভোটে লড়ে জনগণের রায় নেবেন
- কলকাতায় আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে অন ডিউটি এক মহিলা চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ এবং হত্যা মামলায় কাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির কথা রয়েছে।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।