কিছু দিন পূর্বেও এ সাপটি বিরল প্রজাতি হিসেবে বিবেচিত হতো। স্কটিশ সরীসৃপ ও উভচর প্রাণী বিশেষজ্ঞ প্যাট্রিক রাসেল ১৭৯৬ সালে ভারতে এ সাপের অস্তিত্ব আবিষ্কার করেন এবং তার নামে এ সাপের নামকরণ করেন রাসেল’স ভাইপার।
চন্দ্রবোড়া নিয়ে অনেক অপতথ্য বাজারে চাউর আছে, কিন্তু কোনো সাপই স্বতঃপ্রবৃত্ত হয়ে আক্রমণ করে না। সর্পদংশনের চিকিৎসাপদ্ধতি নিয়ে অনেক ভুল ধারণা আছে। সাপে কামড়ালে আমাদের দেশের অনেক জায়গায় এখনও ওঝার শরণাপন্ন হওয়ার প্রবণতা রয়েছে।
বিষধর সাপে কামড়ের উপসর্গ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা , যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস এবং বাংলাদেশহ বিভিন্ন দেশের জাতীয় গাইডলাইন অনুযায়ী সাপে কাটা রোগীর ব্যবস্থাপনায় করণীয়- এসব নিয়ে আমরা কথা বলেছি প্রেষণে কুয়েতে কর্মরত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লে. কর্নেল নাজমুল হুদা খান, এমপিএইচ, এমফিল, এর সঙ্গে।
সম্পূর্ণ সাক্ষাৎকারটি শুনতে উপরের অডিও-প্লেয়ারে ক্লিক করুন।
আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আমরা আমাদের প্লাটফর্ম বিস্তৃত করছি। এসবিএস সাউথ এশিয়ান, অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য।
এসবিএস বাংলা টিউন করুন এসবিএস অন ডিমান্ডে সোম ও বৃহস্পতিবার বিকাল তিনটায়। দক্ষিণ এশীয় অন্যান্য ভাষায় সম্প্রচারিত অনুষ্ঠানগুলো সরাসরি শুনতেও অন ডিমান্ডে টিউন করুন।
এসবিএস বাংলা লাইভ শুনুনএসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিটকরুন www.sbs.com.au/bangla
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল।
উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।