SBS Examines: অস্ট্রেলিয়ায় গণতন্ত্র কী নিম্নগামী?

Australians Head To The Polls To Vote In 2019 Federal Election

Australians head to the polls to vote in 2019 Federal Election Source: Getty / James D. Morgan

অস্ট্রেলিয়ার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল গণতন্ত্রকে আমাদের সবচেয়ে মূল্যবান জাতীয় সম্পদ বলে অভিহিত করেছেন। তবে কেউ কেউ বলছেন এটি ঝুঁকিতে আছে।


অস্ট্রেলিয়ায় গণতন্ত্র কেমন এবং এটা কি নিম্নগামিতার দিকে? এ নিয়ে আজকের এসবিএস এক্সামিনসের প্রতিবেদন।

গণতন্ত্র হলো জনগণের দ্বারা পরিচালিত সরকার। এবং অস্ট্রেলিয়ার ৭৭.৪% মানুষ সাধারণত আমাদের গণতন্ত্র নিয়ে সন্তুষ্ট।

আপাতদৃষ্টিতে এটিকে বেশ আশাবাদী একটি পরিসংখ্যান মনে হলেও এটি আসলে আগের ১৫ বছরের তুলনায় একটি ক্রমহ্রাসমান সংখ্যা।

ক্যারোলিন হলব্রুক ডেকিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের একজন সহযোগী অধ্যাপক।

তিনি বলেন যে আমাদের গণতন্ত্রকে রক্ষা করার জন্য আরও কিছু করতে হবে।

তিনি বলেন, "তরুণরা এবং যারা সমাজের প্রান্তিক জনগোষ্ঠী তাদের মধ্যে গণতন্ত্র নিয়ে মোহভঙ্গ ঘটেছে।"

সামাজিক বিভাজনের পাশাপাশি, সাম্প্রতিক একটি সরকারি প্রতিবেদনে বলা হয়েছে- অবিশ্বাস, মিথ্যা তথ্য, এআই এবং গুপ্তচরবৃত্তিও অস্ট্রেলিয়ার গণতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলছে।

এবং অস্ট্রেলিয়া জুড়ে পার্লামেন্টে, রাজনীতিবিদরাও প্রতিবাদ কর্মসূচির মত আরেকটি গণতান্ত্রিক অধিকার নিয়ে আলোচনা করছেন।

গত দুই দশকে, এই অনুশীলনকে খর্ব করে এমন ৪৯টি আইন চালু করা হয়েছে।

লুক ম্যাকনামারা নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার অনুষদের একজন অধ্যাপক।

তিনি বলেন, "অস্ট্রেলিয়ায় সরকারগুলি বিভিন্ন ধরণের প্রতিবাদের ধারণার প্রতি আরো অসহিষ্ণুতা প্রদর্শন করছে।"

তিনি বলেন, প্রতিবাদ-বিক্ষোভে বিধিনিষেধ গণতন্ত্রের শ্বাসরোধ করতে পারে।

অস্ট্রেলিয়ার রাজনৈতিক আলোচনা প্রায়শই জোর দেয় যে প্রতিবাদ করা একটি বিশেষ সুবিধা যা নাগরিকদের প্রশংসা করা উচিত।

এক্ষেত্রে ২০২০-২১ সালে মহিলাদের বিরুদ্ধে সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সম্পর্কে প্রাক্তন প্রধানমন্ত্রী স্কট মরিসনের মন্তব্য শুনতে হবে।

তিনি বলেছিলেন “এখানে গণতন্ত্র প্রাণবন্ত উদার। তবে এখান থেকে খুব বেশি দূরে নয়, এই ধরনের মিছিল এখন বুলেটের সাথে মিলিত হচ্ছে। কিন্তু এই দেশে এটি হবার নয়।”

অস্ট্রেলিয়ারও কিছু সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু গণতন্ত্রের পতনের ধ্বনি শুধু এই দেশই নয়।

প্রকৃতপক্ষে, বিশ্বের জনসংখ্যার প্রায় ৭০% এখন এক ধরনের স্বৈরাচারী শাসনের অধীনে বাস করে।

বিল ব্রাউন অস্ট্রেলিয়া ইনস্টিটিউটের ডেমোক্রেসি এন্ড অ্যাকাউন্টেবিলিটি প্রোগ্রামের পরিচালক।

তিনি বলেন,“এটা অবশ্যই স্বীকার করতে হবে যে সারা বিশ্বে গণতন্ত্র সাম্প্রতিক সময়ে ধাক্কা খেয়েছে। এবং বিভিন্ন দেশে গণতন্ত্রের গুণমান এবং বিস্তারের ব্যবস্থা গত ১০ বছরে পিছনের দিকে চলে গেছে।"

তবে তিনি বলেন, অস্ট্রেলিয়ার ভোট দান পদ্ধতি যথেষ্ট গণতান্ত্রিক সুবিধা দেয়।

তিনি আমাদের গণতান্ত্রিকভাবে নির্বাচিত নিম্ন ও উচ্চকক্ষ, বাধ্যতামূলক ভোটদান এবং স্বাধীন নির্বাচন কমিশনের মতো বৈশিষ্ট্যের দিকে ইঙ্গিত করে বলেন, “আমি মনে করি অস্ট্রেলিয়ান সিস্টেম থেকে এমন কিছু শিক্ষা নেওয়া যেতে পারে যা বিশ্বজুড়ে গণতন্ত্রের মান উন্নত করবে।”

অস্ট্রেলিয়ার গণতন্ত্র নিয়ে অস্ট্রেলিয়া এক্সামিনস-এর প্রতিবেদনটি শুনলেন, এটি গ্রন্থনা করেছেন অলিভিয়া ডি ইওরিও এবং ভাষান্তর ও উপস্থাপন করলাম আমি শাহান আলম।

সম্পূর্ণ প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস


Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
SBS Examines: অস্ট্রেলিয়ায় গণতন্ত্র কী নিম্নগামী? | SBS Bangla