আজকের শীর্ষ খবর
- নিউ সাউথ ওয়েলস পুলিশ নববর্ষের প্রাক্কালে আজ ৩১ ডিসেম্বর সিডনী সিটির নিরাপত্তায় পূর্ণ শক্তিতে নিয়োজিত থাকবে।
- বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রধান উপদেষ্টার প্রেস উইং।
- মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজিতে রেকর্ড সংখ্যক ক্রিকেটপ্রেমীর উপস্থিতিতে অস্ট্রেলিয়া ভারতকে ১৮৪ রানে হারিয়েছে।
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla।
ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।