নির্মাতা হুমায়রা তার পর্যবেক্ষণমূলক দৃষ্টিভঙ্গিতে মানবসম্পর্ক অন্বেষণ করেন।
তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেছেন এবং নিউ দিল্লির শ্রী আরবিন্দ সেন্টার ফর আর্টস অ্যান্ড কমুনিকেশন থেকে ক্রিয়েটিভ ডকুমেন্টারি প্রোগ্রাম সম্পন্ন করেছেন।
এর আগে হুমায়রা আই এম ইয়েট টু সি দিল্লি, বাগানিয়া এবং ডিয়ার মম নামে আরো তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন।
থিংস আই কুড নেভার টেল মাই মাদার ছবিটি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন নির্মাতা হুমায়রা বিলকিস এবং চলচ্চিত্র নির্মাতা-গবেষক এবং বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মিডিয়া এন্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের এসিস্ট্যান্ট প্রফেসর ড. ইমরান ফিরদাউস।

Dr Imran Firdaus is an Assistant Professor of Media and Communication Department, Independent University, Bangladesh. Credit: Imran Firdaus
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla
ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।