সোলার প্যানেল ইনস্টল করার পরিকল্পনা করছেন? এটি করতে আপনার যা যা জানা প্রয়োজন

Young family with dog on a walk through the meadow near their family home with solar panels on the roof.

Solar energy is becoming increasingly popular in Australia, with 30 per cent of homes now utilizing it. Source: Moment RF / Halfpoint Images/Getty Images

অস্ট্রেলিয়ার উষ্ণ আবহাওয়া সারা বছর পর্যাপ্ত সৌরশক্তি সরবরাহ করে, যা সাম্প্রতিক বছরগুলিতে দেশের বিদ্যুৎ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ান পরিসংখ্যান ব্যুরো (ABS) এর তথ্যমতে, ২০২১-২২ সালে, প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় সৌর এবং বায়ু বিদ্যুৎ উৎপাদন গৃহস্থালীর বিদ্যুৎ চাহিদার চেয়ে বেশি হয়েছে। 'অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন’ এর এই পর্বে এ আমরা শিখবো কীভাবে বাড়িতে সোলার প্যানেল ইনস্টল করা যাবে।


গুরুত্বপূর্ণ দিকগুলো
  • অস্ট্রেলিয়ায় সৌরবিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে ।
  • বাড়ির মালিক বা ভাড়াটিয়া নির্বিশেষে সোলার প্যানেলের জন্য চার বছরের সুদমুক্ত ঋণ সুবিধাও পাওয়া যেতে পারে।
  • আপনার স্টেট বা টেরিটরিতে এবিষয়ক তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট বা energy.gov.au ভিজিট করুন এবং স্কিম বা রিবেট সম্পর্কে জানুন।
অস্ট্রেলিয়ায় সৌরবিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং এটি প্রচলিত বিদ্যুতের তুলনায় একটি সাশ্রয়ী বিকল্প হিসেবে সামনে এসেছে।

কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং এন্ড কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. আর্চি চ্যাপম্যান বলেন, এটি যেমন সস্তা তেমন বিদ্যুৎ গ্রিডের উপরও চাপ কমায়।

খরচ কমানোর পাশাপাশি এটি বিদ্যুৎ উৎপাদনের একটি পরিষ্কার পদ্ধতিও বটে।

তবে, এনার্জি অস্ট্রেলিয়ার মতে, অস্ট্রেলিয়ার বিদ্যুৎ উৎপাদনের ৬০ শতাংশ এখনো কয়লার ওপর নির্ভরশীল।

সোলার ভিক্টোরিয়ার সিইও স্ট্যান ক্রপান বলেন, দীর্ঘদিন কয়লার ওপর নির্ভরশীল থাকার পর অস্ট্রেলিয়া এখন সৌরশক্তির দিকে অগ্রসর হচ্ছে।
বাড়ির ছাদে সৌর প্যানেলের ব্যবহার ব্যাপক বৃদ্ধি পেয়েছে, যা দেশের বিদ্যুৎ খাতকে শক্তিশালী করেছে।

মিস্টার ক্রপান ব্যাখ্যা করেন যে বেশিরভাগ ক্ষেত্রে, বাড়ির মালিকরাই তাদের ছাদে সোলার প্যানেল ইনস্টল করেন, যা থেকে ভাড়াটিয়ারাও সুবিধা নিয়ে থাকেন।
Engineer on roof controlling solar panels
Both landlords and tenants have the option to install solar power; however, tenants may find it less advantageous, as the costs are difficult to recoup within a shorter timeframe. Credit: Cavan Images / Robert Niedring p/Getty Images/Cavan Images RF
মিস্টার ক্রপান সোলার প্যানেলের খরচ দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব নয় বিধায়, এটি ভাড়াটিয়াদের জন্য সুপারিশ করা হয় না বলে জানান।

সোলার এ্যানার্জির রিবেট সম্পর্কে জানার জন্য সরকারি ওয়েবসাইট বা কমনওয়েলথ সরকারের ওয়েবসাইট energy.gov.au ভিজিট করতে পারেন।

উদাহরণস্বরূপ, সোলার ভিক্টোরিয়া ছাদের বিদ্যুৎ প্যানেলের জন্য ১,৪০০ ডলার রিবেট বা প্রনোদনা দিলে থাকেন। বাড়ির মালিক বা ভাড়াটিয়া নির্বিশেষে সোলার প্যানেলের জন্য চার বছরের সুদমুক্ত ঋণ সুবিধাও পাওয়া যেতে পারে। দিয়ে থাকেন। পাশাপাশি বাড়ির একটি ব্যাটারি কিনতে ৮,৮০০ ডলার পর্যন্ত সুদমুক্ত ঋণও প্রদান করেন।
Solar Panels on home rooftop
Rebates and schemes are available in different Australian states and territories. Source: Moment RF / owngarden/Getty Images
বিশ্ব যখন ডিকার্বোনাইজেশনের দিকে এগিয়ে যাচ্ছে, বিশ্বের অনেক দেশের মত অস্ট্রেলিয়াও ২০৫০ সালের মধ্যে নেট-জিরো কার্বন নিঃসরণের লক্ষ্য এগিয়ে যাচ্ছে। কারণ প্যারিস চুক্তি অনুসারে অর্থনীতির বিভিন্ন খাতে কার্বন নিঃসরণকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করার বাধ্যবাধকতা আছে।

আপনার স্টেট বা টেরিটরিতে এবিষয়ক তথ্যের জন্য সরকারি ওয়েবসাইট বা energy.gov.au ভিজিট করুন এবং স্কিম বা রিবেট সম্পর্কে জানুন।
সম্পূর্ণ প্রতিবেদনটি পড়তে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।

অস্ট্রেলিয়ায় আপনার নতুন জীবনে স্থায়ী হওয়ার বিষয়ে আরও মূল্যবান তথ্য এবং পরামর্শের জন্য 'অস্ট্রেলিয়া সম্পর্কে জানুন' পডকাস্ট সাবস্ক্রাইব করুন বা অনুসরণ করুন।

আপনার কোন প্রশ্ন বা কোন বিষয়ে ধারণা দিতে চাইলে  australiaexplained@sbs.com.au -তে আমাদের একটি ইমেল পাঠান।
এসবিএস বাংলার আরও পডকাস্ট শুনতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট

আপনি কি জানেন, এসবিএস বাংলা অনুষ্ঠান এখন ইউটিউব এবং এসবিএস অন ডিমান্ডে পাওয়া যাচ্ছে?

এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।

এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla

আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস

Share
Follow SBS Bangla

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Bangla-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
SBS Bangla News

SBS Bangla News

Watch it onDemand
সোলার প্যানেল ইনস্টল করার পরিকল্পনা করছেন? এটি করতে আপনার যা যা জানা প্রয়োজন | SBS Bangla