বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের সেই সমাবেশে প্রায় ৩০০ জন উপস্থিত ছিলেন।
সন্ধ্যার শুরুতেই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে বিদায়ী নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন নবনিযুক্ত কমিটির কাছে।
নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন যথাক্রমে ফেরদৌস আহমেদ এবং ইয়ামিন রাজীব।
সভায় বিদায়ী কমিটির সভাপতি নিশাত সিদ্দিকী বিদায়ী নির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এছাড়া, বিদায়ী সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল বিগত দুই বছরের অর্জনের সংক্ষিপ্ত বিবরণ উপস্থাপন করেন এবং কোষাধ্যক্ষ মাশফিকুর রহমান সংগঠনটির আর্থিক অবস্থার একটি সারসংক্ষেপ প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রতিনিধি। এছাড়া, অনুষ্ঠানে শিশুদের জন্য ছিল বিশেষ বিনোদনের ব্যবস্থা।
গালা নাইট উপলক্ষে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয় এবং প্রাক্তন শিক্ষার্থীদেরকে বুয়েটের লোগো সম্বলিত উত্তরীয় উপহার দেওয়া হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বুয়েটের নতুন প্রজন্ম তাদের প্রতিভা প্রদর্শন করে। অন্যদিকে, প্রাক্তন শিক্ষার্থী ও তাদের সঙ্গীরা সঙ্গীত, নৃত্য, আবৃত্তি এবং নাটিকার মাধ্যমে উপস্থিত দর্শকদের মনোরঞ্জন করেন।
প্রেস বিজ্ঞপ্তি
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস বাংলা এখন অস্ট্রেলিয়ায় বসবাসরত দক্ষিণ এশীয় সকল জনগোষ্ঠীর জন্য এসবিএস সাউথ এশিয়ান চ্যানেলের অংশ।
এসবিএস বাংলা লাইভ শুনুন প্রতি সোম ও বৃহস্পতিবার বিকাল ৩টায় এসবিএস সাউথ এশিয়ান-এ, ডিজিটাল রেডিওতে, কিংবা, আপনার টেলিভিশনের ৩০৫ নম্বর চ্যানেলে। এছাড়া, এসবিএস অডিও অ্যাপ-এ কিংবা আমাদের ওয়েবসাইটে। ভিজিট করুন www.sbs.com.au/bangla.
আর, এসবিএস বাংলার পডকাস্ট এবং ভিডিওগুলো ইউটিউবেও পাবেন। ইউটিউবে সাবসক্রাইব করুন এসবিএস সাউথ এশিয়ান চ্যানেল। উপভোগ করুন দক্ষিণ এশীয় ১০টি ভাষায় নানা অনুষ্ঠান। আরও রয়েছে ইংরেজি ভাষায় এসবিএস স্পাইস।