- বৃহত্তর সিডনিতে আজ শনিবার মধ্যরাত ১১:৫৯ মিঃ থেকে অপরিহার্য নয় এমন খুচরা দোকানগুলো বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে।
- আজ ভিক্টোরিয়ায় নতুন ১৯ জন করোনাভাইরাসে সনাক্ত হয়েছেন যাদের সবাই বর্তমান ক্লাস্টারের সাথে সংশ্লিষ্ট।
নিউ সাউথ ওয়েলস
আজ শনিবার ১১:৫৯ মিঃ থেকে আগামী ৩০ জুলাই পর্যন্ত ফেয়ারফিল্ড, ক্যান্টারবেরি-ব্যাংকসটাউন, এবং লিভারপুল স্থানীয় সরকার এলাকার লোকজনকে কাজের জন্য অন্য এলাকাগুলোতে যেতে অনুমতি দেয়া হবে না, তবে স্বাস্থ্যকর্মী এবং জরুরিসেবা দান কর্মীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
বৃহত্তর সিডনিতে আজ শনিবার মধ্যরাত ১১:৫৯ মিঃ থেকে অপরিহার্য নয় এমন খুচরা দোকানগুলো বন্ধ করার নির্দেশনা দেয়া হয়েছে। তবে ক্লিক এন্ড কালেক্ট, টেইক এওয়ে, এবং হোম ডেলিভারি সার্ভিসগুলো চলবে।
এদিকে সোমবার ১৯ জুলাই মধ্যরাত ১২:০১ থেকে সকল নির্মাণ কাজ, আবাসিক এলাকায় পরিচ্ছন্নতা বা মেরামত ইত্যাদি কাজগুলোসহ অপরিহার্য্য নয় এমন মেইনটেনেন্স কাজ স্থগিত থাকবে।
নিউ সাউথ ওয়েলসে আজ স্থানীয়ভাবে নতুন সংক্রমিত ১১১টি কোভিড-১৯ কেস সনাক্ত করা হয়েছে। বয়স আশির কোঠায় এমন একজন পুরুষ দক্ষিণ-পূর্ব সিডনিতে মারা যান।
একটি তালিকা কিংবা মানচিত্রে এই কেসগুলোর স্থান সম্পর্কে দেখুন। বর্তমান লকডাউনটি আগামী ৩০ জুলাই, শুক্রবার রাত ১১:৫৯ মিঃ পর্যন্ত চলবে।
ভিক্টোরিয়া
ভিক্টোরিয়া রাজ্যে আজ স্থানীয়ভাবে সংক্রমিত নতুন ১৯টি কোভিড-১৯ কেস সনাক্ত করা হয়েছে। সংক্রমিতদের সবাই বর্তমান ক্লাস্টারের সাথে সংশ্লিষ্ট। ভিক্টোরিয়ায় মোট সক্রিয় কেসের সংখ্যা দাঁড়ালো ৫৪ জনে।
ভিক্টোরিয়া স্বাস্থ্য কর্তৃপক্ষ ১৫০টিরও বেশি এক্সপোজার সাইট বা সংক্রমণ সংশ্লিষ্ট স্থান চিহ্নিত করেছে। একটি তালিকা কিংবা মানচিত্রে এই কেসগুলোর স্থান সম্পর্কে দেখুন। এই পঞ্চম লকডাউনটি আগামী ২০ জুলাই, মঙ্গলবার রাত ১১:৫৯ মিঃ পর্যন্ত চলবে।
অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়
- গত ২৪ ঘণ্টায় কুইন্সল্যান্ডে স্থানীয়ভাবে সংক্রমিত নতুন কোন কেস সনাক্ত করা হয়নি।
- নর্দার্ন টেরিটোরির হাওয়ার্ড স্প্রিং এবং রয়েল ডারউইন হসপিটালের বাইরে ওয়েস্ট ওয়াটারে প্রথম বারের মত করোনাভাইরাসের ফ্রেগমেন্ট পাওয়া গেছে।
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবংপ্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস Travel & transport and Quarantine
- ভিক্টোরিয়া Travel permit, Overseas travellers and Quarantine
- এসিটি Transport and Quarantine
- নর্দার্ন টেরিটোরি Travel and Quarantine
- কুইন্সল্যান্ড Travel and Quarantine
- সাউথ অস্ট্রেলিয়া Travel and Quarantine
- ট্যাসমানিয়া Travel and Quarantine
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া Travel and Quarantine
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য Smart Traveller এর সর্বশেষ আপডেট দেখুন।
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
আরও দেখুন:

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন