- ভিক্টোরিয়ার লকডাউন মঙ্গলবার, ২৭ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
- নিউ সাউথ ওয়েলস কোভিড ১৯ ডেল্টা প্রাদুর্ভাবে তাদের পঞ্চম মৃত্যু রেকর্ড করেছে।
- আজ সন্ধ্যা ৬টা থেকে সাউথ অস্ট্রেলিয়া তাদের রেস্ট্রিকশন পঞ্চম স্তরে উন্নীত করেছে।
- ১০.১ মিলিয়নেরও বেশি অস্ট্রেলিয়ান তাদের প্রথম ডোজের টিকা নিয়েছে, অন্যদিকে ২.৮ মিলিয়ন মানুষ পুরোপুরি ভ্যাকসিন নিয়েছে।
ভিক্টোরিয়া
ভিক্টোরিয়ার প্রিমিয়ার ড্যানিয়েল এন্ড্রুজ চলতি লকডাউন মঙ্গলবার, ২৭ জুলাই রাত ১১:৫৯মিঃ পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে।
ভিক্টোরিয়া ১৩টি নতুন কোভিড ১৯ কেইস রেকর্ড করেছে যার মধ্যে একটি রহস্যাবৃত। এদের মধ্যে ৯ জন তাদের সংক্রমণকালীন সময়ে নিজ থেকে বিচ্ছিন্ন ছিলেন। ভিক্টোরিয়ায় সক্রিয় সংখ্যা এখন ৯৬।
রেড জোন পারমিট নিয়ে ভিক্টোরিয়ায় ভ্রমণ আপাতত স্থগিত রয়েছে। অধিকতর ব্যবসায়িক সহায়তার ঘোষণা আগামীকাল দেয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এই পর্যন্ত ১৫,৮০০ ভাইরাস আক্রান্তদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তি এবং সংক্রমণ স্থান চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে রাজ্যের দক্ষিণে ফিলিপ আইল্যান্ড থেকে শুরু করে উত্তর-পশ্চিমে মিলডুরা এলাকাও রয়েছে।
নিউ সাউথ ওয়েলস
নিউ সাউথ ওয়েলস আজ ৭৮টি নতুন কোভিড ১৯ কেইস রেকর্ড করেছে, যাদের ২১ জন কমিউনিটি থেকে সংক্রমিত। ৫০-উর্দ্ধ একজন নারী দক্ষিণ-পশ্চিম সিডনিতে মারা গেছেন, এটি নিউ সাউথ ওয়েলসের কোভিড ১৯-এর ৬১তম এবং চলতি প্রাদুর্ভাবের ৫ম মৃত্যু।
এদিকে সার্ভিস নিউ সাউথ ওয়েলস কোভিড ১৯ লকডাউনে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়গুলোর জন্য অনুদানের আবেদন গ্রহণ করছে।
আবেদনের শেষ সময়সীমা রাত ১১:৫৯ মিঃ,১৩ সেপ্টেম্বর, ২০২১ সাল।
বর্তমান এই লকডাউনটি আগামী ৩০ জুলাই, শুক্রবার রাত ১১:৫৯ পিএম পর্যন্ত চলবে।
অস্ট্রেলিয়া জুড়ে বিগত ২৪ ঘণ্টায়
সাউথ অস্ট্রেলিয়া ৫টি স্থানীয় কোভিড ১৯ কেইস সনাক্ত করেছে। প্রিমিয়ার স্টিভেন মার্শাল পঞ্চম স্তরের স্বাস্থ্যবিধি ঘোষণা করেছেন যেটি শুরু হবে আজ সন্ধ্যা ৬:০০ থেকে অন্তত মঙ্গলবার, ২৭ জুলাই পর্যন্ত। বর্তমানে ১৬টি এক্সপোজার সাইট রয়েছে। এখানে একটি তালিকা কিংবা মানচিত্রে এই কেসগুলোর স্থান সম্পর্কে দেখুন।
কুইন্সল্যান্ড একটি স্থানীয় করোনাভাইরাস কেইস সনাক্ত করেছে।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ফ্রীম্যান্টলে কোভিড ১৯ উপসর্গ নিয়ে আসা কার্গো জাহাজের আটজন কর্মীর সকলেই পরীক্ষায় পজেটিভ হয়েছেন।
কোভিড ১৯ ডিজাস্টার পেমেন্ট হচ্ছে একটি সাপ্তাহিক পেমেন্ট। যারা কমনওয়েলথ ঘোষিত হটস্পটে বাস করছেন এবং যেখানে রেস্ট্রিকশন সাতদিনের বেশি চলমান থাকায় যাদের আয় বা কর্মঘন্টা কমে গেছে তারা এই পেমেন্টটি পাবেন। এ বিষয়ে ৬০টিরও বেশি ভাষায় তথ্য জানতে ফোন করুন ১৩১ ২০২ নাম্বারে।
ঈদ-উল-আজহা (কুরবানীর ঈদ) শেষ হচ্ছে শুক্রবার, ২৩ জুলাই। ঈদের নামাজ এবং উৎসব পালনের সময়ে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখুন। এজন্য সকলকে অনুরোধ করা হয়েছে:
- ঘরে ঈদের নামাজ আদায় করুন
- বড় জমায়েত বাতিল করুন
- ফেস মাস্ক পরিধান করুন
- আপনার নিজস্ব জায়নামাজ ব্যবহার করুন
কোভিড-১৯ মিথ (অতিকথা)
স্বাস্থ্যবান কম-বয়সী ব্যক্তিদের কোভিড-১৯ সংক্রমণ হয় না। শুধুমাত্র বয়স্ক ও অসুস্থ লোকেরা এতে আক্রান্ত হয় ও মারা যায়।
কোভিড-১৯ ফ্যাক্ট (বাস্তবতা)
বয়স্ক লোকদের এবং যাদের নানা প্রকার স্বাস্থ্য-সমস্যা আছে, তাদের ক্ষেত্রে এই ভাইরাসটির ক্ষতিকর প্রভাব অনেক বেশি দেখা যায়। তবে, এর দ্বারা কোনো কোনো কম-বয়সী, স্বাস্থ্যবান ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত হয় এবং মারা যায়।
কোয়ারেন্টিন, ভ্রমণ, টেস্টিং ক্লিনিক এবং প্যানডেমিক ডিজাস্টার পেমেন্ট
কোয়ারেন্টিন এবং টেস্টিংয়ের শর্তগুলো তদারক ও বাস্তবায়ন করছে স্টেট ও টেরিটোরি সরকারগুলো:
- নিউ সাউথ ওয়েলস Travel & transport and Quarantine
- ভিক্টোরিয়া Travel permit, Overseas travellers and Quarantine
- এসিটি Transport and Quarantine
- নর্দার্ন টেরিটোরি Travel and Quarantine
- কুইন্সল্যান্ড Travel and Quarantine
- সাউথ অস্ট্রেলিয়া Travel and Quarantine
- ট্যাসমানিয়া Travel and Quarantine
- ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া Travel and Quarantine
আপনি যদি বিদেশ ভ্রমণ করতে চান, সেক্ষেত্রে আপনি ভ্রমণের জন্য অব্যাহতি চেয়ে অনলাইনে আবেদন করতে পারেন। অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য শর্তগুলো সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন।
আন্তর্জাতিক ফ্লাইটগুলোর জন্য বিভিন্ন সাময়িক ব্যবস্থা রয়েছে; যেগুলো সরকার নিয়মিত পর্যালোচনা করে। এসব তথ্য ঘন ঘন পরিবর্তিত হচ্ছে। আরও তথ্যের জন্য Smart Traveller এর সর্বশেষ আপডেট দেখুন।
আপনার স্টেট কিংবা টেরিটোরির সঙ্গে সম্পর্কিত দিক-নির্দেশনার জন্য দেখুন: NSW, Victoria, Queensland, Western Australia, South Australia, Northern Territory, ACT, Tasmania.
নিউ সাউথ ওয়েলস মাল্টিকালচারাল হেলথ কমিউনিকেশন সার্ভিসের অনূদিত তথ্যের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে টেস্টিং ক্লিনিকের জন্য দেখুন:
প্রতিটি স্টেট ও টেরিটোরিতে প্যান্ডেমিক ডিজাস্টার পেমেন্ট সম্পর্কিত তথ্যের জন্য দেখুন:
আরও দেখুন: