শুক্রবার নিয়ম মোতাবেক ২৪ ঘণ্টার মধ্যেই তাঁকে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে হাজির করানো হয়। সেখানে ১০ দিনের জন্য অরবিন্দ কেজরিওয়ালকে হেফাজতে নেওয়ার অনুমতি চায় ইডি। কিন্তু আদালত ২৮ মার্চ পর্যন্ত দিল্লির মুখ্যমন্ত্রীর ইডি হেফাজত মঞ্জুর করেছে।
আদালতে ইডির হয়ে সওয়াল করেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু। ইডি আদালতে দাবি করেছে, আবগারি দুর্নীতির কিংপিন হলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল। অর্থ তছরুপ প্রতিরোধ আইনের নির্দিষ্ট ধারা মেনেই গ্রেফতার করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। আপ প্রধানের জামিনের বিরোধিতা করে ইডি আরও জানায়, কিছু ব্যবসায়ীর কাছ থেকে ঘুষ নেওয়ার জন্যই ওই আবগারি নীতি আম আদমি পার্টি প্রণয়ন করেছিল। ইডির আরও দাবি, আবগারি দুর্নীতির টাকা গোয়ার নির্বাচনে কাজে লাগিয়েছিল আপ।
অন্যদিকে, অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি বলেছেন, আবগারি দুর্নীতি মামলায় যারা গ্রেফতার হয়েছেন তাদের ৫০ শতাংশ অরবিন্দ কেজরিওয়ালের নাম নেন নি। ৪২ শতাংশ দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে কোনও আর্থিক লেনদেনের কথা স্বীকার করেন নি। এভাবে কোনও কারণ ছাড়া গ্রেফতার করা যায় না। অতীতের প্রসঙ্গ টেনে অভিষেক মনু সিংভি বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের আবেদনের পর ইডির বক্তব্য জানতে চেয়েছিল আদালত। কিন্তু ইডির তরফে জবাবদিহিতে সময় চাওয়া হয়। এর কিছুক্ষণের মধ্যে গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। ইডি প্রমাণ করুক এই গ্রেপ্তারির কী প্রয়োজন ছিল।
READ MORE

দিল্লিতে আবারও অরবিন্দ কেজরিওয়াল
এর মধ্যে, ভারতের লোকসভা ভোটের জন্যই অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে। এমনই অভিযোগ তুলে এই ঘটনায় হস্তক্ষেপ চেয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে ইন্ডিয়া জোট। নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর কংগ্রেস নেতা অভিষেক মনু সিঙ্ঘভি বলেছেন, যা হয়েছে, তা কোনও ব্যক্তি বা দলের বিষয় নয়, সংবিধানের সাধারণ কাঠামোর বিষয়। নির্বাচনের জন্য সমান, সমতল মাঠ প্রয়োজন। কেন্দ্রে ক্ষমতাসীন দল এজেন্সির অপব্যবহার করে সেই সমতল মাঠটির ক্ষতি করছে। এতে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, সর্বোপরি গণতন্ত্রের উপর প্রভাব পড়ছে। ভোটের আগে মাঠ সমতল করার দায়িত্ব দেওয়া হয়েছে কমিশনকে। তাই এই ব্যাপারে তাঁরা কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন।
এদিকে, স্বাধীন ভারতের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনও জনগণ-নির্বাচিত মুখ্যমন্ত্রীকে পদে থাকাকালীন গ্রেফতার করা হল। এই অবস্থায়, গ্রেফতার হলেও দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন অরবিন্দ কেজরিওয়ালই। প্রয়োজনে জেলে বসেই সরকার চালাবেন তিনি, এমনই দাবি করেছে আম আদমি পার্টি। উল্লেখ্য, এর আগে আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আম আদমি পার্টির প্রধান কেজরিওয়ালকে নয় বার সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু তিনি হাজিরা দেন নি। এরপরই তার বাড়িতে গিয়ে কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি।
আর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, নিজের জীবন দেশের জন্য উৎসর্গ করেছেন তিনি। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতারির পর দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তাঁকে তোলার সময় সংবাদমাধ্যমকে দিল্লির মুখ্যমন্ত্রী বলেছেন, যেখানেই থাকুন না কেন তিনি দেশের জন্য কাজ করে যাবেন। জেলের মধ্যে থাকলেও দেশসেবার কাজ জারি থাকবে। উল্লেখ্য, আদালতে অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি দুর্নীতি মামলায় কিংপিন বলে উল্লেখ করেছে ইডি।
এর মধ্যে, আবগারি মামলায় গ্রেফতারির পর অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর আবেদন করে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। দিল্লি হাইকোর্টে দায়ের হওয়া ওই মামলায় কেন্দ্রীয় সরকার এবং দিল্লি সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে কোন আইন বলে গ্রেফতারির পর অরবিন্দ কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী রাখা হবে। দিল্লি হাইকোর্টে আবেদনকারী বলেছেন, একাধিক সাক্ষাৎকারে দিল্লি বিধানসভার স্পিকার রামনিবাস গয়াল এবং দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারলেনা বলছেন, মুখ্যমন্ত্রীর পদেই থাকবেন অরবিন্দ কেজরিওয়াল। প্রয়োজনে জেলে থেকেই সরকার চালাবেন। কিন্তু এমন একটি পদে থেকে সেটা অনুচিত বলে দাবি করেছেন মামলাকারী। পাশাপাশি, মুখ্যমন্ত্রী পদে থেকে অরবিন্দ কেজরিওয়াল যে বেতন নিতেন, তার পরিমাণ নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারী।
একই সুরে বিজেপি নেতা এবং কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, জেল থেকে অরবিন্দ কেজরিওয়াল সরকার চালালে দিল্লির জনগণের অপমান করা হবে। বলেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, একটি রাজনৈতিক দল যারা কংগ্রেসের দুর্নীতি নিয়ে কথা বলত এবং সোনিয়া গান্ধীর গ্রেফতারের দাবি করেছিল, তাঁরা নয়টি সমনের পরেও ইডি-র সামনে হাজির হতে অস্বীকার করেছে। কেন তদন্ত থেকে দূরে থাকতে হল, প্রশ্ন তুলে অনুরাগ ঠাকুর বলেছেন, এই আবগারি দুর্নীতিতে সবই ফাঁস হয়ে গিয়েছে। এটা দিল্লির জনগণ, আইন ও গণতন্ত্রের অপমান।
ওদিকে আবার, অরবিন্দ কেজরিওয়াল নিজের কৃতকর্মের ফল ভোগ করছেন। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারি নিয়ে মন্তব্য করেছেন সমাজ বদলে আইআইটি-র প্রাক্তন ছাত্র, কেজরিওয়ালের আন্দোলনের সঙ্গী, সমাজকর্মী আন্না হাজারে। একসময় অরবিন্দ কেজরিওয়ালকে বলা হত আন্না হাজারের ছায়াসঙ্গী, শিষ্য। ২০১১ সালে তৎকালীন ইউপিএ-২ সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের আন্দোলনে যোগ দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। আর দুর্নীতির বিরোধী আন্দোলন থেকেই জন্ম নিয়েছিল আম আদমি পার্টি। সেই অরবিন্দ কেজরিওয়ালই গ্রেফতার হয়েছেন দুর্নীতির অভিযোগে।
READ MORE

ভারতে সাংবাদিকতায় নারীরা এগিয়ে রয়েছে
তারপর দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির নিয়ে আন্না হাজারে বলেছেন, অরবিন্দ কেজরিওয়ালের এক সময় তাঁর সঙ্গে কাজ করতেন। সেই সময়, তিনি মদের বিরুদ্ধে আওয়াজ তুলতেন। সেই তিনিই এখন আবগারি নীতি তৈরি করছেন দেখে তিনি খুব কষ্ট পেয়েছেন। নিজের কর্মফলের জন্যই তাঁকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু তিনিই বা কী করবেন। ক্ষমতার সামনে কেউ কিছু করতে পারে না। সমাজকর্মী আন্না হাজারে বলেছেন, দিল্লির আবগারি নীতি নিয়ে তিনি অরবিন্দ কেজরিওয়ালকে দু’বার চিঠি লিখেছিলেন। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী সেই সময় তাঁর কথা শোনেন নি। তিনি এখন আর কোনও উপদেশ দেবেন না।
দিল্লির জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে মন্তব্য করেছেন তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল। আবগারি মামলায় নিজের বাসভবন থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতারের পরেই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীর স্ত্রী সুনীতা কেজরিওয়াল লিখেছেন, জনগণের দ্বারা নির্বাচিত তিনবারের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্ষমতার ঔদ্ধত্যে তিনি এই কাজ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবাইকে গুঁড়িয়ে দিতে চান। সুনীতা কেজরিওয়াল আরও বলেছেন,অরবিন্দ কেজরিওয়াল সবসময় দিল্লিবাসীর সঙ্গে ছিলেন। তিনি জেলে থাকুন বা বাইরে, তাঁর জীবন দেশের জন্য সমর্পিত। জনতা জনার্দন সব কিছু দেখতে পাচ্ছেন।
READ MORE

নতুন এসবিএস রেডিও অ্যাপ ডাউনলোড করুন
এসবিএস রেডিও সম্প্রচার-সূচী হালনাগাদ করেছে, এখন থেকে প্রতি সোম ও বৃহস্পতিবার, বিকাল ৩টায়, এসবিএস পপদেশীতে আমাদের অনুষ্ঠান শুনুন, লাইভ।
কিংবা, পুরনো সময়সূচীতেও আপনি আমাদের অনুষ্ঠান শোনা চালিয়ে যেতে পারেন। প্রতি সোম ও শনিবার, সন্ধ্যা ৬টায়, এসবিএস-২ এ।

৫ অক্টোবর থেকে নতুন চ্যানেলে ও নতুন সময়ে যাচ্ছে SBS Bangla Credit: SBS