নিউ সাউথ ওয়েলসে বৈরি আবহাওয়ার কারণে বিগত ২৪ ঘণ্টায় নিম্নলিখিত এলাকাগুলোয় ইভাকুয়েশন অর্ডার জারি করা হয়েছে:
- Sussex Inlet
- Kempsey
- St Georges Basin
- Camden
- Croki
- Picnic Point
- Pleasure Point
- Sandy Point
- Warwick Farm
- Moorebank
- Milperra
- Lansvale
- Holsworthy
- Georges Hall
- Chipping
- East Hills
ম্যানলি ড্যামে পানি উপচে পড়ছে এবং এর আশেপাশের এলাকাগুলোয় ইভাকুয়েশন অর্ডার জারি করা হবে। আপডেটের জন্য State Emergency Service website দেখুন।
ঘর-বাড়ি প্লাবিত হয়ে যাওয়া লোকদের জন্য ফ্রেশওয়াটার সার্ফ লাইফ সেভিং ক্লাব খোলা রয়েছে।
স্টেট ইমার্জেন্সি সার্ভিস (SES) লোকজনকে সরিয়ে নিচ্ছে। কারণ, সেসব এলাকায় যদি একটানা বৃষ্টিপাত হয়, তাহলে তারা বিচ্ছিন্ন হয়ে পড়বেন। যারা ঘর-বাড়ি ছেড়ে যাবেন না তারা হয়তো বিদ্যুৎ, পানি এবং অন্যান্য নিত-প্রয়োজনীয় পরিষেবা-বিহীন অবস্থায় অবরুদ্ধ হয়ে পড়বেন। আর, তখন তাদেরকে উদ্ধার করাটাও আরও বেশি বিপদজনক হয়ে যাবে।
বন্যা-কবলিত এলাকাগুলোর বাইরে পরিবার, বন্ধু-বান্ধব কিংবা অন্য কোনো স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে। এটা সম্ভব না হলে evacuation centres এর ব্যবস্থা রয়েছে।
আপনাকে যদি ঘর-বাড়ি ছেড়ে যেতে হয়, সেক্ষেত্রে ইমার্জেন্সি সার্ভিস পরামর্শ দিচ্ছে:
- পোষা প্রাণী, জরুরি জিনিসপত্র, গরম কাপড়, ওষুধ, বীমার কাগজপত্র এবং মূল্যবান দ্রব্যাদি সাথে নিয়ে যান।
- অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র একটি নিরাপদ/উঁচু স্থানে রেখে যান।
- রাস্তায় ভীড় এড়াতে যত দ্রুত সম্ভব ঘর থেকে বের হয়ে যান।
- সম্ভাব্য দীর্ঘ ভ্রমণের কথা বিবেচনা করে পানীয় জল এবং খাবার সাথে নিন।
- আপনার পরিবার, বন্ধু-বান্ধব এবং প্রতিবেশীদেরকে এসব তথ্য অবহিত করুন এবং সম্ভব হলে অন্যদেরকেও সহায়তা করুন।
যদি ঝড়, বায়ু-প্রবাহ, শিলা-বৃষ্টি কিংবা গাছ ভেঙ্গে পড়ে এবং গাছের ডাল যদি আপনার বাড়ি-ঘর-সম্পদ বা কোনো ব্যক্তির নিরাপত্তা ঝুঁকিগ্রস্ত হয় সেক্ষেত্রে জীবনের ঝুঁকিপূর্ণ জরুরি পরিস্থিতিতে কল করুন ট্রিপল জিরো (000) নম্বরে। NSW SES এ কল করুন 132 500 নম্বরে।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা রেডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: https://www.sbs.com.au/language/bangla/program