আপনি যদি তাসমানিয়ায় বিশ্ববিদ্যালয়ের পর্যায়ভুক্ত এবং Commonwealth Register of Institutions and Courses for Overseas Students (CRICOS) নিবন্ধিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত এক শিক্ষাবর্ষ, অর্থাৎ, ৪০ সপ্তাহ অধ্যয়ন করেন এবং গ্রাজুয়েশন সম্পন্ন করেন, তাহলে আপনি সেখানে স্টেট স্পন্সর্ড ভিসার জন্য আবেদন করতে পারবেন।
আন্তর্জাতিক শিক্ষার্থীরা যারা তাসমানিয়ায় পড়াশোনা করেন, সেখানে তারা শুধু অর্থনৈতিকভাবেই ভূমিকা রাখেন না; বরং তারা সেখানকার সংস্কৃতিকেও বৈচিত্রময় করেন।
আন্তর্জাতিক শিক্ষার্থীরা অধ্যয়নকালেই সেখানে কাজের মূল্যবান অভিজ্ঞতা অর্জন করতে পারেন এবং তাদের প্রফেশনাল নেটওয়ার্ক বাড়াতে পারেন, যা গ্রাজুয়েশন সম্পন্ন হওয়ার পরে চাকুরি পেতে অনেক কাজে লাগে। এছাড়া, তাদের মধ্য থেকে কেউ কেউ সেখানে নিজেই ব্যবসা খুলে বসতে পারেন।
তাসমানিয়ায় পড়াশোনার খোঁজ নিতে এই নিচের লিঙ্ক দুটি দেখুন:
যেসব গ্রাজুয়েট তাসমানিয়ার গভার্নমেন্ট নমিনেটেড ভিসার জন্য আবেদন করেন, ভিসা ইস্যুর পর তাদেরকে অবশ্যই সেখানে দুই বছর বসবাস করতে হবে।
তাসমানিয়ায় গ্রাজুয়েশন করা আন্তর্জাতিক শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
আবেদনকারীরা Tasmanian Skilled Occupations List (TSOL) থেকে পেশা বেঁছে নেওয়ার সুযোগ পাবেন। তারা list of eligible skilled occupations তালিকা থেকেও কাজ বেঁছে নিতে পারবেন।
Skilled Independent visa (subclass 189) ভিসার আবেদনকারীদেরকে অবশ্যই শর্টার, মিডিয়াম এবং লং-টার্ম স্ট্রাটেজিক স্কিলস লিস্ট (MLTSSL) ব্যবহার করতে হবে। পেশার ক্ষেত্রে কোনো কোটা নেই।
আবেদনকারীদের ভিসা প্রক্রিয়াকরণে অগ্রাধিকার প্রদান করবে ডিপার্টমেন্ট অফ স্টেট গ্রোথ এবং ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স।
তাসমানিয়া সরকারের নমিনেশন লাভ করলে ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স-এর পয়েন্ট টেস্টে অতিরিক্ত পয়েন্ট পাওয়া যাবে। আপনার পয়েন্ট চেক করতে নিচের লিঙ্কে ক্লিক করুন।
সাবক্লাস ১৯০ ভিসায় নমিনেশন থাকলে ৫ পয়েন্ট পাওয়া যাবে এবং সাবক্লাস ৪৮৯ ভিসায় নমিনেশন থাকলে ১০ পয়েন্ট পাওয়া যাবে।
যেসব আবেদনকারী ‘রিজিওনাল অস্ট্রেলিয়া’য় দু’বছর পড়াশোনা করেছেন তারা অতিরিক্ত পয়েন্ট পাবেন।(ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স এর বিবেচনায় পুরো তাসমানিয়াকে রিজিওন হিসেবে গণ্য করা হয়।)
আবেদন করার জন্য ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স-এর নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:
ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্সের পয়েন্ট টেস্টে অন্তত ৬৫ পয়েন্ট পেতে হবে। (৪৮৯ স্টেট নমিনেশনের মাধ্যমে প্রাপ্ত ১০ নম্বরসহ)।
যে পেশায় আসতে চান তা স্কিলড অকুপেশন লিস্টে থাকতে হবে। স্কিলস অ্যাসেসমেন্টে যোগ্য বিবেচিত হতে হবে।
ইংরেজি ভাষায় অন্তত ‘কমপিটেন্ট ইংলিশ’ মানের দক্ষতা থাকতে হবে। সেজন্য স্বীকৃত ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট-এর প্রমাণ দাখিল করতে হবে। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডা কিংবা নিউ জিল্যান্ডের পাসপোর্টধারীদের এই টেস্টের প্রয়োজন হবে না।