ইউনিভার্সিটি অফ সিডনিতে ব্যাচেলর অফ সায়েন্স করছেন সুবসা-র ভাইস-প্রেসিডেন্ট ফাইরুজ সানোবার সামিন।
সুবসা-তে প্রতি সেমিস্টারে ৩০ থেকে ৫০ জন সাইন আপ করে, বলেন তিনি।
সুবসা-তে যোগদানের কারণ জানতে চাইলে সামিন বলেন, “বাংলাদেশ থেকে মুভ করার পর বাংলাদেশী ফ্রেন্ডদেরকে অনেক মিস করতাম।”
সংগঠনটির স্পোর্টস অফিসার সাইয়াদ হক পড়াশোনা করছেন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তার মতে, “পড়াশোনার চাপটা আসলে অনেক বেশি।” তারপরও, খেলাধুলার প্রয়োজনীয়তার কথা স্বীকার করে তিনি বলেন,
“যতই পড়াশোনার (চাপ) হোক না কেন, খেলাধুলা মানুষের জীবনে প্রয়োজনীয় একটি জিনিস।”
সুবসা-র ওয়েব অ্যান্ড মাল্টিমিডিয়া অফিসার গাজী শারিতা ফাইরুজ বায়ো-মেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন।
সুবসা-তে যোগদানের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন,
“ইউনিভার্সিটির সমস্ত ক্লাব, যেমন, ইউনিভার্সিটি অফ সিডনির ক্লাবগুলো ইউ-এস-ইউ এর অধীনে।”
সামিন, সাইয়াদ এবং শারিতার সাক্ষাৎকার শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
এসবিএস বাংলার অনুষ্ঠান শুনুন রেডিওতে, এসবিএস বাংলা অডিও অ্যাপ-এ এবং আমাদের ওয়েবসাইটে, প্রতি সোম ও শনিবার সন্ধ্যা ৬ টা থেকে ৭ টা পর্যন্ত। রেডিও অনুষ্ঠান পরেও শুনতে পারবেন, ভিজিট করুন: এসবিএস বাংলা